SBI Clerk Notification 2025: আবেদন শুরু ৬ আগস্ট, ৬,৫৮৯ পদে নিয়োগ, আপনি তৈরি তো?

SBI Clerk Notification 2025: এসবিআই ক্লার্ক নোটিফিকেশন, ২০২৫ প্রকাশিত হয়েছে। জুনিয়র অ্যাসোসিয়েট পদে ৬,৫৮৯ জনকে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন শুরু ৬ আগস্ট থেকে। আবেদনের শেষ তারিখ ২৬ আগস্ট। এই সংক্রান্ত আবশ্যিক যোগ্যতা এবং বয়সসীমা দেখে নিন।

SBI Clerk Notification 2025: এসবিআই ক্লার্ক নোটিফিকেশন, ২০২৫ প্রকাশিত হয়েছে। জুনিয়র অ্যাসোসিয়েট পদে ৬,৫৮৯ জনকে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন শুরু ৬ আগস্ট থেকে। আবেদনের শেষ তারিখ ২৬ আগস্ট। এই সংক্রান্ত আবশ্যিক যোগ্যতা এবং বয়সসীমা দেখে নিন।

author-image
IE Bangla Web Desk
New Update
SBI Clerk Notification 2025

SBI Clerk Notification 2025: SBI ক্লার্ক নোটিফিকেশন ২০২৫।

SBI Clerk Notification 2025: State Bank of India (SBI) ২০২৫ সালের Junior Associate (Customer Support & Sales) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার দেশজুড়ে ৬,৫৮৯টি শূন্যপদে নিয়োগ হবে। অনলাইনে আবেদন শুরু ৬ আগস্ট থেকে। আবেদনের শেষ তারিখ ২৬ আগস্ট। এই প্রতিবেদনে আমরা দেখে নেব SBI Clerk নিয়োগ ২০২৫-এর বিস্তারিত তথ্য। যোগ্যতা, বয়সসীমা, বেতন, পরীক্ষার প্যাটার্ন, সিলেবাস, আবেদন প্রক্রিয়া-সহ অন্যান্য সমস্ত কিছু। 

Advertisment

পদের নাম এবং সংখ্যা

পদের নাম: Junior Associate (Customer Support & Sales), শূন্যপদ: ৬৫৮৯ টি, সংস্থা: State Bank of India (SBI)

Advertisment

আরও পড়ুন- আজ হিরোশিমা দিবস, ভয়ংকর ঐতিহাসিক ঘটনায় জড়িত এই কথাগুলো জানতেন?

গুরুত্বপূর্ণ তারিখ

ঘটনা তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশ ৫ আগস্ট ২০২৫
অনলাইন আবেদন শুরু ৬ আগস্ট ২০২৫
আবেদন শেষ ২৬ আগস্ট ২০২৫
প্রিলিমস পরীক্ষা (সম্ভাব্য) সেপ্টেম্বর ২০২৫
মেইনস পরীক্ষা (সম্ভাব্য) নভেম্বর ২০২৫

যোগ্যতা ও বয়সসীমা

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduation) পাশ। চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা যোগ্য নন, যদি না নির্দিষ্ট সময়ের মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে প্রমাণ দিতে পারেন। বয়সসীমা: ২০ থেকে ২৮ বছর (০১.০৪.২০২৫ অনুযায়ী), বয়সে ছাড়: SC/ST: ৫ বছর, OBC: ৩ বছর, PwD: ১০–১৫ বছর

আরও পড়ুন- বর্ষার দুপুরে খান গরম গরম ডিম ভুনা খিচুড়ি! ঘরে বসেই বানান সুস্বাদু স্পেশাল খাবার

আবেদন ফি ও বেতন

আবেদন ফি: General/OBC/EWS: ৭৫০ টাকা, SC/ST/PWD: ফি লাগবে না। বেতন কাঠামো: বেসিক পে: ২৪,০৫০ টাকা, মোট মাসিক আয় (প্রায়): ৪৬,০০০ টাকা (সহ ভাতা)।

আরও পড়ুন- রাখী বন্ধনে নিজের হাতে বানান নারকেলের লাড্ডু, মিষ্টিমুখ করান ভাইকে!

বাছাই প্রক্রিয়া (Selection Process)

১) প্রিলিমিনারি এক্সাম (Prelims), ২) মেইনস এক্সাম (Mains), ৩) Language Proficiency Test (LPT)। প্রতিটি ধাপে সফল হলে তবেই চূড়ান্ত নিয়োগ।

আরও পড়ুন- চুল পাকা ও পড়া আটকাতে ব্যবহার করুন এই হেয়ার সিরাম, বানান বাড়িতেই!

সিলেবাস ও এক্সাম প্যাটার্ন (Prelims)

English Language: ৩০ নম্বর, Numerical Ability: ৩৫ নম্বর, Reasoning Ability: ৩৫ নম্বর, সময়: ১ ঘণ্টা, প্রতিটি সেকশনে সময় বেঁধে দেওয়া থাকে।

আবেদন পদ্ধতি

১) SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান: sbi.co.in, ২) 'Careers' সেকশনে ক্লিক করুন, ৩) 'SBI Clerk Recruitment 2025' লিংকে ক্লিক করে Apply করুন। প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করে সাবমিট করুন

যাঁরা আবেদন করতে চান, SBI Clerk পদে চাকরি পাওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করুন। যাঁরা ব্যাংকের স্থায়ী চাকরি খুঁজছেন, তাঁদের জন্য এটি সুবর্ণ সুযোগ। পড়াশোনা এবং চাকরির আবেদন—দুটোই সময়মতো করলে তবেই জীবনে সাফল্য মেলে। 

sbi 2025 Clerk Notification