Business Ideas: চাকরির চেষ্টার পাশাপাশি অনেকেই এখন ব্যবসা করে জীবনে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। শুরুতে অল্প কিছু বিনিয়োগ করে কীভাবে কোন ব্যবসা আপনাকে মোটা টাকা লাভের মুখ দেখাতে পারে সেটাই ভাবছেন? তাহলে শুরু করতে পারেন ফুলের ব্যবসা (Flower Business)। অত্যন্ত লাভজনক এই ব্যবসা একটু ঠিকঠাক চালাতে পারলেই অল্প দিনের মধ্যেই আপনি বিপুল পরিমাণে রোজগার (Income) করতে পারবেন।
জন্ম থেকে মৃত্যু, উৎসব-অনুষ্ঠান থেকে প্রতিদিনের পুজো, ফুল ছাড়া কিছুই হয় না। বছরভর ফুলের চাহিদা রয়ে যায়। উৎসবের মরশুমে সেই চাহিদা তো সীমাহীন পর্যায়ে পৌঁছে যায়। তখন ফুলের দামও বিপুলভাবে বেড়ে যায়। খুব অল্প পুঁজি লাগিয়ে আপনিও ফুলের ব্যবসা শুরু করে দিতে পারেন।
ঘরেই শুরু করুন ব্যবসা
বাড়ি থেকেই শুরু করে দিতে পারেন ফুলের ব্যবসা। ফুল সব সময় সতেজ এবং তাজা রাখতে কুলার আর কিংবা জলের স্প্রে সঙ্গে রাখুন। আপনি পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে ফুল কিনে আনতে পারেন। কিংবা ইদানিং অনলাইনে বিভিন্ন সংস্থাও ফুল বিক্রি করে, সেখান থেকেও ফুল কিনতে পারেন। তবে চটজলদি লাভের মুখ দেখা গেলেও এই ফুলের ব্যবসায় কিন্তু ঝুঁকিও আছে। কারণ ফুল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ফুল কেনার পর দ্রুত তা ডেলিভরি না করলে কিংবা কোনও ব্যবসার কাজে না লাগালে পড়ে থেকেই তা পচে যেতে পারে।
আরও পড়ুন- Mobile Phone: রাতে ঘুমানোর সময় কত দূরে মোবাইল ফোন রাখা উচিত? জানুন বিশেষজ্ঞদের মত
আরও পড়ুন- Fixed Deposit: ফাটাফাটি রিটার্ন! সরকারি এই ব্যাঙ্কে একসঙ্গে রাখুন ৭ লাখ, ম্যাচিউরিটিতে কত পাবেন জানেন?
আরও পড়ুন- Earn Huge by Minimum Investment: বেকাররা এখবর আগে পড়ুন! বাড়িতেই কারবার, কম লগ্নিতে অল্প দিনেই বিপুল আয়ের সুযোগ
ফুলের ব্যবসায় কোন দক্ষতা থাকা প্রয়োজন?
ফুল দিয়ে কেমন কাজ আপনি করতে চাইছেন, কিংবা কোন কোন ধরনের কাজ আপনি করবেন সে ব্যাপারে আগে থেকে একটু পরিকল্পনা করে নিন। ফুলের সাহায্যে বিভিন্ন নকশা তৈরি করা হয়। সেই ব্যাপারটি আগে থেকে শিখে নিন।
আরও পড়ুন- Difference between khasi and patha: পাঁঠা ও খাসির মধ্যে আসল ফারাক কী? প্রকৃত তথ্য জানুন!
ব্যবসার রেজিস্ট্রেশন
ফুলের ব্যবসা শুরু করার আগে ব্যবসার রেজিস্ট্রেশন করিয়ে নিন। ব্যবসায়িক ক্ষেত্রে নানাবিধ সুবিধা পাবেন।