Youtube ভিডিও-য় ৫০০ ভিউ? কত টাকা আয় হবে জানেন?

Youtube: সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ভিডিও আপলোড করে অনেকে বহু টাকা উপার্জন করে থাকেন। Youtube থেকেও অনেকে মোটা টাকা আয় করেন।

Youtube: সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ভিডিও আপলোড করে অনেকে বহু টাকা উপার্জন করে থাকেন। Youtube থেকেও অনেকে মোটা টাকা আয় করেন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Youtube, Youtube Video, Youtube Earning, Youtube Income, Social Media Earning, ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও থেকে আয়,ইউটিউব

প্রতীকী ছবি।

Youtube ভিডিও-য় ৫০০ ভিউ হলে আপনি কত টাকা পাবেন জানেন? সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও বানিয়ে রীতিমতো রোজগার করতে শুরু করেছেন অনেকে। তবে এবার youtube থেকে আয়ের প্রধান উৎস কী সে ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করা হল বিশেষ এই প্রতিবেদনে।

YouTube থেকে আয়ের প্রধান উৎস কী?

Advertisment

YouTube থেকে আয় করার প্রধান উৎস হল বিজ্ঞাপন। কোনও একটি ভিডিও-র ৫০০ ভিউয়ে মোট কতগুলো বিজ্ঞাপন দেখানো হয়েছে, সেই বিষয়টি ওপরেই নির্ভর করবে সেই ভিডিও থেকে প্রাপ্ত আয়ের অঙ্ক। CPM কিংবা কস্ট পার ইউনিটের উপর নির্ভর করে ইউটিউব থেকে আয়ের অঙ্ক। 

আপনি যদি ইউটিউবে টেকনোলজি কিংবা আর্থিক বিষয় সংক্রান্ত কোনও ভিডিও পোস্ট করেন তবে এক্ষেত্রে CPM বেশি হয়। ৫০০ ভিউ মানেই যে প্রতিটিতেই বিজ্ঞাপন দেখানো হয়েছে সেটা কিন্তু একেবারেই নয়। নন স্কিপবল অ্যাডগুলি থেকেই বেশি আয় হয়। Youtube ভিডিও-য় ৫০০ ভিউ হলে সর্বোচ্চ ১ ডলার পর্যন্ত আয় হতে পারে। 

Advertisment

আরও পড়ুন- Business Ideas: বাড়িতেই ব্যবসা, সামান্য বিনিয়োগে মোটা টাকা আয়! বেকাররা আগে পড়ুন এই খবর

আরও পড়ুন-Fixed Deposit: ফাটাফাটি রিটার্ন! সরকারি এই ব্যাঙ্কে একসঙ্গে রাখুন ৭ লাখ, ম্যাচিউরিটিতে কত পাবেন জানেন?

আরও পড়ুন- Fixed Deposit Scheme: 'মালামাল অফার'! ব্যাঙ্কে ৩৯৯ দিনের জন্য ৫ লাখের FD, ম্যাচিওরিটিতে কত পাবেন জানেন?

আরও পড়ুন- Electricity Bill: ঝট করে কমে যাবে বিদ্যুতের বিল! এখনই করে ফেলুন এই কাজটি

YouTube lifestyle Youtuber