Fixed Deposit Scheme: টাকা জমানোর ক্ষেত্রে অনেকেই ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিমের উপর বরাবর নির্ভর করে থাকেন। আর এই ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে গ্রাহকদের একটা বড় অংশের পছন্দ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিস (Post Office)। এবার দেশের অগ্রণী ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) ফাটাফাটি একটি ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এসেছে। বিশেষ এই প্রতিবেদনে সে ব্যাপারেই বিস্তারিতভাবে আলোচনা করা হল।
SBI-এর Fixed Deposit Scheme:
SBI বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় একসঙ্গে ৭ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করলে ৭ বছর পর ভালো রিটার্ন পাওয়া যাবে। রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কটি বর্তমানে ফিক্সড ডিপোজিট স্কিমের ওপর ৫ থেকে ১০ বছরের জন্য বিনিয়োগের ক্ষেত্রে ৬.৫ শূন্য শতাংশ হারে সুদ প্রদান করে থাকে।
সুতরাং ৫ থেকে ১০ বছরের মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যে কোনও শাখায় টাকা রাখা গেলে গ্রাহকরা ৬.৫ শতাংশ হারেই সুদ পান। কোনও গ্রাহক যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনও শাখায় ৭ লাখ টাকা ৭ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন, তাহলে ম্যাচিউরিটির সময় তিনি পাবেন ১০ লক্ষ ৯৯ হাজার ২৯৩ টাকা। অর্থাৎ প্রায় ১১ লাখ টাকা পাবেন মাত্র ৭ লাখ টাকা বিনিয়োগ করেই।
আরও পড়ুন- Earn Huge by Minimum Investment: বেকাররা এখবর আগে পড়ুন! বাড়িতেই কারবার, কম লগ্নিতে অল্প দিনেই বিপুল আয়ের সুযোগ
আরও পড়ুন- Difference between khasi and patha: পাঁঠা ও খাসির মধ্যে আসল ফারাক কী? প্রকৃত তথ্য জানুন!
আরও পড়ুন- Fixed Deposit Scheme: 'মালামাল অফার'! ব্যাঙ্কে ৩৯৯ দিনের জন্য ৫ লাখের FD, ম্যাচিওরিটিতে কত পাবেন জানেন?
আরও পড়ুন- AC Machine: হু হু করে কমল দাম! বিদ্যুৎ সাশ্রয়ী এই স্প্লিট AC-গুলি আজই ঘরে আনুন
সরকারি এই ব্যাঙ্কে ৭ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করা গেলে ৭ বছর পর স্কিমটির মেয়াদ শেষে অতিরিক্ত ৩ লক্ষ ৯৯ হাজার ২৯৩ টাকা মিলছে।