Rat Control: বাড়িতে কি ইঁদুরের ভয়ংকর উৎপাত? না মেরে এই কায়দায় তাড়ান, ধারে-কাছে ঘেঁষবে না!

Rat Control: ইঁদুরের জ্বালায় অতিষ্ঠ? জানুন ইঁদুর না মেরে তাড়ানোর এই ৩টি দুর্দান্ত ঘরোয়া কায়দা। নিশ্চিন্তে থাকুন, বাড়ির ধারে-কাছেও ঘেঁষবে না ইঁদুরের বংশধররা।

Rat Control: ইঁদুরের জ্বালায় অতিষ্ঠ? জানুন ইঁদুর না মেরে তাড়ানোর এই ৩টি দুর্দান্ত ঘরোয়া কায়দা। নিশ্চিন্তে থাকুন, বাড়ির ধারে-কাছেও ঘেঁষবে না ইঁদুরের বংশধররা।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Rat Control

Rat Control: ইঁদুর তাড়ানোর কায়দা জেনে নিন।

Rat Control: ইঁদুর ঘরের খাদ্যদ্রব্য, কাপড়, আসবাবপত্র এমনকী বৈদ্যুতিক তারও নষ্ট করে। অনেক সময় মানুষ ইঁদুর মারার জন্য বিষ বা ট্র্যাপ ব্যবহার করেন। কিন্তু এতে একদিকে প্রাণহানি হয়, অন্যদিকে মৃত ইঁদুর পরিষ্কার করাও ঝামেলার ব্যাপার হয়ে ওঠে। তাই অনেকেই এখন ব়্যাট কন্ট্রোল (Rat Control) বা ইঁদুর তাড়ানোর জন্য প্রাকৃতিক এবং ঘরোয়া উপায় বেছে নিচ্ছেন।

Advertisment

আজ আমরা এমন ৩টি পরীক্ষিত ও সহজ ঘরোয়া প্রতিকার নিয়ে এসেছি, যা ইঁদুরকে না মেরে তাড়িয়ে দেবে এবং ফিরে আসা থেকেও ইঁদুরকে বিরত রাখবে।

আরও পড়ুন- থাইরয়েড রোগ নিয়ন্ত্রণে এই ৪ খাবার খেলে মিলবে দারুণ ফল, জানেন না ৯০% মানুষ

Advertisment

১. নিম ও ইউক্যালিপটাস তেলের স্প্রে

নিম ও ইউক্যালিপটাস—দুটিই প্রাকৃতিক জীবাণুনাশক এবং ইঁদুরদের জন্য অত্যন্ত বিরক্তিকর গন্ধযুক্ত।
একটি স্প্রে বোতলে সমান পরিমাণ নিম তেল এবং ইউক্যালিপটাস তেল নিন। ভালোভাবে মিশিয়ে নিন। ঘরের যেসব ফাঁক-ফোকর, দরজার নীচ, জানালার কোণ বা রান্নাঘরের আশপাশ দিয়ে ইঁদুর ঢোকে, সেখানে স্প্রে করুন। তীব্র গন্ধের কারণে ইঁদুর ওই এলাকা এড়িয়ে চলবে।

আরও পড়ুন- বাংলার সঙ্গে রক্তের টান ব্রিটিশ লেখিকা ভার্জিনিয়ার! বোমা ফাটালেন নাতি

২. পুদিনা তেলের তুলোর বল

পুদিনার তীব্র গন্ধ ইঁদুর একদমই পছন্দ করে না। তুলোর বল নিন এবং পুদিনা তেলে ভালোভাবে ভিজিয়ে নিন। এই তুলোর বল রান্নাঘর, আলমারি, স্টোর রুম বা যেখানে ইঁদুর চলাচল বেশি হয় সেখানে রাখুন। তেলের গন্ধ নষ্ট হলে সপ্তাহে একবার আবার তেলে ওই তুলোর বল ভিজিয়ে নিন। ইঁদুর গন্ধ সহ্য করতে না পেরে সেই এলাকা ছেড়ে চলে যাবে। 

আরও পড়ুন- ঠাকুরবাড়ির দুই রত্ন! রবীন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথ ঠাকুরকে চিরকালীন সুতোয় বেঁধে রেখেছে ৭ আগস্ট

৩. ফিটকিরি বা অ্যালাম

ফিটকিরি শুধু জল বিশুদ্ধ করতেই নয়, ইঁদুর তাড়াতেও ব্যবহার করা যায়। ছোট ছোট ফিটকিরির টুকরো রান্নাঘর, ঘরের কোণ এবং স্টোর রুমে রাখুন। চাইলে গুঁড়ো করে ছিটিয়েও দিতে পারেন। ফিটকিরির দ্রবণ তৈরি করে ইঁদুরের বাসস্থানে স্প্রে করলে আরও ভালো। ফিটকিরির স্বাদ ও গন্ধে ইঁদুর অস্বস্তি বোধ করে। তারা এজন্য ওই এলাকা ছাড়বে।

আরও পড়ুন- একফোঁটা তেলও লাগবে না, বাড়িতেই বানান সুস্বাদু এই পনিরের তরকারি

তবে আপনাকেও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। খাবার খোলা রাখবেন না। বর্জ্য দ্রুত পরিষ্কার করুন। দেওয়াল বা মেঝের ফাঁক-ফোকর সিল করে দিন। মনে রাখবেন, ইঁদুর তাড়ানোর এই প্রাকৃতিক উপায়গুলো শুধু কার্যকরই নয়, বেশ পরিবেশবান্ধবও। এগুলো ব্যবহার করে আপনি ঘরকে ইঁদুরমুক্ত রাখতে পারবেন, আর প্রাণহানি ঘটবে না। নিয়মিত এই পদ্ধতিগুলো ব্যবহার করলে ইঁদুর আপনার ঘরে আবার ফিরেও আসবে না।

control Rat