Luxury Resort-Geonkhali: পুরোদমে চলছে বেড়ানোর মরশুম। ভ্রমণপিপাসু বাঙালির কাছে ভ্রমণের বিশেষ সময় এটা। ইদানিং কোলাহল এড়িয়ে অনেকেই একটু নিরিবিলি জায়গার খোঁজে থাকেন। পর্যচকদের সেই অংশের জন্যই একটি পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে পূর্ব মেদিনীপুরে গেঁওখালি (Geonkhali)। শান্ত নিরিবিলি নদীর ফুরফুরে হাওয়া খেতে-খেতে ছুটি কাটাতে চাইলে এতল্লাট 'সেরার সেরা' চয়েজ হতেই পারে। এবার গেঁওখালিতে হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে গড়ে উঠছে 'ত্রিস্রোতা'। যেখানে হোটেলের রুম থেকেই নদীর অপূর্ব রূপ দেখার ষোলোআনা সুযোগ মিলবে।
জানা গিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে চালু হয়ে যাবে হলদিয়া উন্নয়ন পর্ষদের বিশেষ এই লাক্সারি রিসর্ট। হলদিয়া উন্নয়ন পর্ষদ সূত্রে খবর, এই লাক্সারি রিসর্টে রয়েছে মোট ১১টি রুম। রয়েছে কনফারেন্স রুমও। অফিস কিংবা কোনও প্রতিষ্ঠানের মিটিং কিংবা পিকনিকও করা যাবে এখানে।
গেঁওখালির 'ত্রিস্রোতা' রিসর্টটি সত্যিই অত্যন্ত আকর্ষণীয় এবং পর্যটকদের জন্য একটি দুর্দান্ত সংযোজন। এটি ভ্রমণপিপাসু বাঙালিদের জন্য একটি নতুন গন্তব্যের দ্বার উন্মোচন করছে যেখানে তারা শান্ত পরিবেশে নদীর তীরবর্তী রাতযাপনের আনন্দ উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন- Narendra Modi-Kalyan Banerjee: 'উঙ্গলি ক্যায়সা হ্যায়?', সংসদে কল্যাণকে দেখেই প্রশ্ন মোদীর
এখানে প্রকল্পটির কিছু প্রধান দিক উল্লেখ করা হল:
রুম থেকে নদীর দৃশ্য: পর্যটকরা রুম থেকেই নদীর দৃশ্য উপভোগ করতে পারবেন।
লাক্সারি রিসর্ট: ১১ টি রুম, কনফারেন্স রুম এবং সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত রুম।
নতুন সুযোগ: বোটিং, বন ফায়ার এবং বিশেষ উদ্যান।
ট্যুর প্যাকেজ: স্থানীয় ঐতিহ্যবাহী স্থানের সমন্বয়ে ট্যুর প্যাকেজ।
রুম ভাড়া: ২০০০ টাকা থেকে শুরু এবং অনলাইন বুকিং সুবিধা।
হলদিয়া উন্নয়ন পর্ষদের এই উদ্যোগটি স্থানীয় পর্যটন এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী স্থানের উপর ভিত্তি করে ট্যুর প্যাকেজের পরিকল্পনাটি পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তুলবে।