Remove Neck Patches: অনেকেই ঘাড়ের ত্বকের কালচে ভাবকে অবহেলা করেন, অথচ এটি হরমোনজনিত পরিবর্তন, ঘর্ষণ মেলানোসিস অথবা রোদে পোড়া ত্বকের থেকেও হতে পারে। ফলে, একে অবহেলা করাটা ঠিক নয়। তবে, ত্বকের পরিচর্যা সবসময়ই খরচসাপেক্ষ। তাই দামি কসমেটিক ব্যবহার না করে ঘরের ভেষজ দিয়েই আপনি এই সমস্যার সমাধান করে নিতে পারেন।
লেবু ও জলপাই তেল
লেবুর রসে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান আর জলপাই তেল ত্বককে ময়শ্চারাইজ করে। সমপরিমাণ লেবুর রস ও জলপাই তেল মিশিয়ে ঘাড়ে লাগান। ১৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। রোদে যাওয়ার আগে এটি ব্যবহার করবেন না।
আরও পড়ুন- যদি আপনার ঘরে এই জিনিসগুলো থাকে, ঘর ভরবে সুবাসে!
বেকিং সোডা স্ক্রাব
বেকিং সোডা মৃত কোষ সরিয়ে ত্বক পরিষ্কার করতে দারুণ কার্যকর। ১ চা চামচ বেকিং সোডা ও সামান্য জল মিশিয়ে পেস্ট বানান। ৫-৭ মিনিট ঘাড়ে ঘষে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এমনটা করুন।
আরও পড়ুন- শুধু এই ১টি কায়দা, একমুহূর্তে আপনার পাকা চুল, দাড়ি হয়ে যাবে কালো!
টক দই
দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বকের রং উজ্জ্বল করে। সামান্য টক দই ঘাড়ে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বক নরম ও মসৃণ করবে।
আরও পড়ুন- ফেসিয়ালের পরেও ত্বক উজ্জ্বল হচ্ছে না? প্রতিদিন ফলো করুন এই টিপসগুলো
ঘৃতকুমারী বা অ্যালোভেরা জেল
অ্যালোভেরা প্রাকৃতিক হেলার হিসেবে কাজ করে। ঘুমানোর আগে বা স্নানের ২০ মিনিট আগে ঘাড়ে অ্যালোভেরা জেল লাগান, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন- জানুন এই ৮ টিপস! আপনার ঘরের ত্রিসীমানাতেও আসবে না টিকটিকি
হলুদ ও দুধের প্যাক
হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল, আর দুধ স্কিন টোন করে। ১ চা চামচ হলুদ আর ২ চা চামচ কাঁচা দুধ মিশিয়ে লাগান। ১৫ মিনিট ঘাড়ে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
কিছু অতিরিক্ত পরামর্শ:
-
ঘাড় পরিষ্কার রাখুন, নিয়মিত ঘষে পরিষ্কার করুন
-
ঘাড়ে প্রয়োগযোগ্য সানস্ক্রিন ব্যবহার করুন
-
রেশমি বা নরম কাপড় পরুন যাতে ঘর্ষণ কম হয়
-
অতিরিক্ত ওজন বা ইনসুলিন কমে যাওয়ার সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন
অযথা ভয় পাবেন না। এই ব্যাপারে কোনও ক্ষেত্রে সমস্যা মনে হলে, চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। যাতে আপনার এই সমস্যা সহজেই দূর করা সম্ভব হয়।