Sharpest Teeth in the World: এই ছোট্ট প্রাণীটির দাঁত ইস্পাতের থেকেও শক্তিশালী! দেখে নিন তালিকার সেরা ৭-এ আছে কারা?

Sharpest Teeth in the World: সিংহ, কুমির বা হাঙরের কথা মনে আসলেও পৃথিবীর সবচেয়ে ধারালো দাঁতের মালিক একটি ছোট্ট সামুদ্রিক শামুক! দেখে নিন এমন ৭টি প্রাণী কারা, যাদের দাঁত মুহূর্তে ফালা করে দিতে পারে যে কোনও কিছু।

Sharpest Teeth in the World: সিংহ, কুমির বা হাঙরের কথা মনে আসলেও পৃথিবীর সবচেয়ে ধারালো দাঁতের মালিক একটি ছোট্ট সামুদ্রিক শামুক! দেখে নিন এমন ৭টি প্রাণী কারা, যাদের দাঁত মুহূর্তে ফালা করে দিতে পারে যে কোনও কিছু।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Sharpest Teeth in the World

Sharpest Teeth in the World: ধারালো দাঁতের প্রাণী।

Sharpest Teeth in the World: যখন ধারালো দাঁতের কথা ওঠে, তখন আমাদের মনে পড়ে যায় হাঙর, বাঘ বা কুমিরের মত ভয়ঙ্কর সমস্ত শিকারি প্রাণীর কথা। কিন্তু, প্রকৃতির চমকের এখানেই শেষ নয়। পৃথিবীর সবচেয়ে ধারালো দাঁত রয়েছে যে প্রাণীর, ভাবলে অবাক হয়ে যাবেন যে, তা আকারে আপনার হাতের তালুর চেয়েও ছোট! আসুন জেনে নিই সেই ৭টি প্রাণীর কথা, যাদের দাঁত শুধু ধারালোই নয়, ভয়ংকরও।

Advertisment

ভয়ংকর ৭ প্রাণী

১. লিম্পেট– এই লম্পেট হল প্রকৃতির লুকানো অস্ত্র। সামুদ্রিক শামুকজাতীয় এই ক্ষুদ্র প্রাণীটির দাঁত তৈরি হয়েছে গ্যোথাইট (Goethite) নামে এক খনিজ দিয়ে, যা ইস্পাতের থেকেও শক্তিশালী। লিম্পেট তার র‍্যাডুলা নামে জিভের মত অঙ্গ দিয়ে পাথর ঘেঁষে শৈবাল খায়। ২০১৫ সালের এক গবেষণায় দেখা গিয়েছে, এদের দাঁতের টেনসাইল স্ট্রেংন্থ প্রকৃতিতে পাওয়া সবচেয়ে শক্ত উপকরণগুলোর মধ্যে একটি। এত ছোট প্রাণীর এত শক্ত দাঁত হওয়া সত্যিই অবিশ্বাস্য!

Advertisment

আরও পড়ুন- দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই মাথা ঝিমঝিম করে? এই অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন মারাত্মক বিপদের সংকেত!

২. পিরানহা– এই প্রাণীর কাঁটা ভয়ঙ্কর। পিরানহা তুলনামূলক ছোট মাছ হলেও এদের ত্রিকোণাকৃতির ধারালো দাঁত একবার কামড়ালে চামড়া ছিঁড়ে যেতে সময় লাগে না। এদের কামড়ের ক্ষমতা নিজের ওজনের প্রায় ৩০ গুণ! অ্যামাজন নদীতে ভয়ের অপর নাম এই মাছ।

আরও পড়ুন- অপুষ্টিতে ভুগছেন? খান এই চাল! ভারতীয় এই চালের খোঁজে থাকেন বিদেশিরাও

৩. ড্রাগনফিশ– অন্ধকার জলের ছায়া শিকারি বলে পরিচিত ড্রাগনফিশ। মাত্র ৬ ইঞ্চির এই গভীর সামুদ্রিক মাছের দাঁত মানুষের চুলের চেয়েও পাতলা, কিন্তু ভয়ঙ্কর ধারালো। এরা শিকার বুঝে ওঠার আগেই তাকে বিদ্ধ করে ফেলে। গভীর জলের এই প্রাণী যেন সায়েন্স ফিকশন থেকে উঠে এসেছে। 

আরও পড়ুন- চোখের পাতার খুশকি কী, কেন তা চোখের জন্য ক্ষতিকারক, কীভাবেই বা মেটাবেন এই সমস্যা?

৪. গ্রেট হোয়াইট শার্ক– যাদের সম্পর্কে বলা হয় যে, এরা হল ছিঁড়ে ফেলার রাজা। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শিকারি হাঙরের মুখে প্রায় ৩০০টি ব্লেডের মত দাঁত থাকে। একটি দাঁত পড়ে গেলে সঙ্গে সঙ্গে আরেকটি উঠে আসে। সারাজীবনে এই প্রাণী প্রায় ২০,০০০ বার দাঁত বদলায়। এরা হাড়, মাংস এমনকী ধাতব জিনিসও কাটতে পারে!

আরও পড়ুন- অপুষ্টিতে ভুগছেন? খান এই চাল! ভারতীয় এই চালের খোঁজে থাকেন বিদেশিরাও

৫. ড্রিলাস স্নেইল– এই প্রাণী শামুকদের যম। এরা শামুকদের শিকার করে এবং তাদের খোলস ভেদ করে খায়। এই স্নেইলের র‍্যাডুলা এত ধারালো যে শক্ত খোলসও ফুটো করে দিতে পারে। আকারে ছোট হলেও এই প্রাণী ভয়ঙ্কর। 

৬. কুমির– পেশি শক্তির রাজা কুমিরের দাঁত অতটা ধারালো না হলেও, এদের কামড়ের শক্তি ৩,৭০০ পিএসআই (PSI) পর্যন্ত হতে পারে। একবার কামড়ে ধরলে আর ছাড়ে না। এদের দাঁত কেবল কাটা নয়, হাড় গুঁড়োও করে ফেলতে পারে।

৭. মোরে ইল– গলার ভিতরে থাকে এদের দ্বিতীয় মুখ! মোরে ইল এক ভয়ানক শিকারি যা পাথরের ফাঁকে লুকিয়ে শিকার ধরে। সবচেয়ে ভয়ংকর বিষয়—এদের ফ্যারিঞ্জিয়াল জ আছে, অর্থাৎ গলার ভিতরেও দ্বিতীয় একজোড়া দাঁত! এগুলো শিকারকে গলার ভিতরে টেনে নিয়ে যায়, যেন সিনেমার এলিয়েন দানব।

world teeth Sharpest