Snake Repellent Home Remedies: সাপের শত্রু ঘরেরই এই ৪ জিনিস! দরজায় ছুঁড়ে দিলেই চম্পট দেবে সাপ

Snake Repellent Home Hacks: বর্ষায় সাপের উপদ্রবে আতঙ্কিত? চিন্তার কিছু নেই! ঘরেই রয়েছে এমন ৪টি জিনিস, যা দরজায় স্প্রে করলেই সাপ আসবে না। দূর থেকেই পালাবে।

Snake Repellent Home Hacks: বর্ষায় সাপের উপদ্রবে আতঙ্কিত? চিন্তার কিছু নেই! ঘরেই রয়েছে এমন ৪টি জিনিস, যা দরজায় স্প্রে করলেই সাপ আসবে না। দূর থেকেই পালাবে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Snake Repellent Home Remedies

Snake Repellent Home Remedies: সাপ তাড়ানোর ঘরোয়া কায়দা।

Snake Repellent Home Remedies: বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে। বৃষ্টি হলে গর্ত ভরে যায়, জল বাড়ে, ফলে সাপ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর-বাড়ির আশপাশে চলে আসে। গাছপালা বা বাগান যাঁদের রয়েছে, তাঁরা বেশি সমস্যায় পড়েন। এমনকী কখনও কখনও সাপ বাড়ির ভিতরেও ঢুকে পড়ে—যা শিশু ও পরিবারের সদস্যদের জন্য চরম বিপদ ডেকে আনতে পারে।

Advertisment

তবে চিন্তার কিছু নেই। ঘরে থাকা কয়েকটি সাধারণ জিনিস ব্যবহার করলেই আপনি সহজেই সাপ দূরে রাখতে পারেন। আসুন জেনে নিই এমনই ৪টি সাপ-তাড়ানো বেশ কাজের ঘরোয়া প্রতিকার কী, যা বর্ষাকালে অত্যন্ত কাজে লাগে।

আরও পড়ুন- এবার উল্টোরথ! কবে ফিরবেন জগন্নাথ, জানুন সময়সূচি

১. ন্যাফথালিন বল (Naphthalene Balls)

Advertisment

ন্যাফথালিনের তীব্র গন্ধ সাপ সহ্য করতে পারে না।  

ব্যবহারবিধি
৪-৫টি ন্যাফথালিন বল গুঁড়ো করে ১-২ কাপ জলের সঙ্গে মিশিয়ে একটি লিকুইড তৈরি করুন। তারপর সেই লিকুইডটি স্প্রে বোতলে ভরে দরজা, জানালা, বাগান আর ফুলের টবের আশেপাশে স্প্রে করুন।  

সতর্কতা
এই লিকুইড শিশুদের নাগালের বাইরে রাখুন।

আরও পড়ুন-  ডায়াবেটিসের যম! 'জামের বীজ'-এর গুণাগুণ জানলে অবাক হয়ে যাবেন

২. অ্যামোনিয়া (Ammonia)

অ্যামোনিয়ার গন্ধ সাপের জন্য অত্যন্ত বিরক্তিকর। এটি শুধু সাপ নয়, অনেক পোকামাকড়কেও দূরে রাখে।

ব্যবহারবিধি
২-৩ টেবিলচামচ অ্যামোনিয়ার সঙ্গে ১-২ কাপ জল মিশিয়ে স্প্রে বোতলে ভরুন। দরজা, জানালার আশপাশে এবং বাগানের গাছগুলির গোড়ায় ছিটিয়ে দিন। কয়েক মিনিটের মধ্যেই সাপ এলাকা ছেড়ে পালিয়ে যাবে।

আরও পড়ুন- সামান্য অর্থেই দূর করুন বাথরুমের দাগ! ঘরোয়া কায়দাই বাঁচাবে আপনার বিপুল খরচ

৩. লবঙ্গ ও দারুচিনির তেল (Clove & Cinnamon Oil)

এই দুটি ভেষজ তেলের গন্ধ সাপের নার্ভ সিস্টেমে প্রভাব ফেলে।

ব্যবহারবিধি
২ চা চামচ করে লবঙ্গ ও দারুচিনির তেল নিন, সঙ্গে ৩ কাপ জল মিশিয়ে ওই তরল স্প্রে করুন। এই তরল বাগানের গাছে ও দরজার আশপাশে স্প্রে করুন।

অতিরিক্ত সুবিধা
এটি বর্ষাকালে পোকামাকড় দূর করতেও কার্যকর।

আরও পড়ুন- ফেলে দেবেন না কলার খোসা! এর উপকারিতা জানলে আপনি অবাক হতে বাধ্য

৪. রসুন বা পেঁয়াজের তেল (Garlic or Onion Oil)

রসুন ও পেঁয়াজে থাকা সালফার যৌগ সাপ সহ্য করতে পারে না।

ব্যবহারবিধি
পেঁয়াজ বা রসুন থেকে তেল বের করে তা সরাসরি দরজা-জানালার আশপাশে ছিটিয়ে দিন। চাইলে জল মিশিয়ে স্প্রেও বানানো যায়। এর তীব্র গন্ধে সাপ সেই এলাকা এড়িয়ে চলে।

অতিরিক্ত টিপস:

- বাগানে ঝোপঝাড় কেটে পরিষ্কার রাখুন।  
- বাড়ির আশপাশে ইঁদুর বা ব্যাঙ যাতে বাসা না বাধে, সেটা নিশ্চিত করুন।  
- বৃষ্টির দিনে দরজা-জানালা খোলা রাখার সময় সতর্ক থাকুন।

সতর্কতা:

যদি কখনও সাপ চোখে পড়ে, নিজের থেকে ধরা বা তাড়ানোর চেষ্টা না করে স্থানীয় বনদফতরের কার্যালয় বা পেশাদার সাপ উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করুন। বর্ষাকালে সাপ দূরে রাখতে বিশেষ কিছু করার দরকার নেই। ঘরের মধ্যেই রয়েছে এমন ৪টি জিনিস যেগুলো ঠিকভাবে ব্যবহার করলে সাপ নিজে থেকেই আপনার এলাকা এড়িয়ে যাবে। নিয়মিত এই জিনিসগুলো ব্যবহার করলে আপনি এবং আপনার পরিবারও সুরক্ষিত থাকবেন।

remedies home Snake Repellent