Advertisment

Liquor: মদের সঙ্গে সোডা না জল? কোনটা পান করা বিজ্ঞানসম্মত?

Liquor: বিভিন্ন আনন্দানুষ্ঠানে একটি অংশের মানুষজন মদ্যপান করে থাকেন। মদের সঙ্গে কেউ সোডা কিংবা অন্য ঠান্ডা পানীয় মিশিয়ে খেতে পছন্দ করেন। অনেকে আবার মদের সঙ্গে শুধুই জল মিশিয়ে পান করতে পছন্দ করেন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Liquor Price Hike in west bengal what rate of price for which brand, মদের দাম বাড়ছে, পশ্চিমবঙ্গ

প্রতীকী ছবি।

Liquor: সুরা পানে আসক্তি অনেকেরই আছে। বিভিন্ন আনন্দানুষ্ঠানে একাংশের মানুষজন মদ্যপান করে থাকেন। মদ্য পান শরীরের পক্ষে ক্ষতিকর জেনেও এই অভ্যাস থেকে মুক্ত হতে পারেন না অনেকেই। অল্পবিস্তর মদ্যপান করেন এমন মানুষজনের সংখ্যা নেহাত কম নয়। অনেকে সোডা কিংবা বহুজাতিক সংস্থার ঠান্ডা পানীয়ের সঙ্গে মদ্যপান করতে ভালোবাসেন। তবে অনেকে আবার জল দিয়েই মদ্যপানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। 

Advertisment

সোডা না জল, মদের সঙ্গে কোনটা পান করা বিজ্ঞানসম্মত?

বিশেষজ্ঞরা বলছেন, বিয়ার সরাসরি পান করা গেলেও হুইস্কি কিংবা রাম সরাসরি পান করা অস্বস্তির। সেই কারণে হুইস্কি কিংবা রামের সঙ্গে জল মিশিয়ে পান করেন অনেকে। তবে অনেকে আবার মদের সঙ্গে সোডা মিশিয়ে খেতে পছন্দ করেন। বিশেষজ্ঞরা বলছেন, মদের সঙ্গে জল মিশিয়ে পান করাটাই ভালো। সোডা অনেক ক্ষেত্রে অ্যাসিডিটির মতো সমস্যা তৈরি করতে পারে।

কিংবা মদের সঙ্গে সোডা মিশিয়ে পান করলে পেটেরও নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। জলের সঙ্গে মিশিয়ে মদ পান করলে সেক্ষেত্রে সেই সব সমস্যা অনেকাংশে এড়ানো সম্ভব হয়। অ্যালকোহলের সঙ্গে সোডা মিশিয়ে পান করলে দুর্বল হাড়ের ব্যক্তিরা আরও বেশি সমস্যায় পড়েন। সোডা শরীরের ক্যালসিয়াম কমিয়ে দেয়। এতে হাড় আরও দুর্বল হয়ে পড়ে।

আরও পড়ুন- Railway Station: রেল স্টেশনে হলুদ বোর্ডের উপর কালো লেখা, কেন জানেন? জানলে চমকে যাবেন!

আরও পড়ুন- Small Business Idea: বেকারদের জন্য বাম্পার খবর! সামান্য লগ্নিতে অল্প দিনেই উপচে পড়া আয়! কীভাবে?

আরও পড়ুন- Electricity Bill: এক ধাক্কায় হু-হু করে কমবে বিদ্যুতের বিল! শুধু করুন এই কাজটি

:: মদ্যপান স্বাস্থ্যের পক্ষে সব সময় ক্ষতিকারক। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা কখনই মদ্যপানের অভ্যাসকে উৎসাহিত করে না। শুধুমাত্র প্রচলিত ধারণার ভিত্তি করেই বিশেষ এই প্রতিবেদনটি লেখা হয়েছে।

আরও পড়ুন- Mobile Phone-Brain Cancer: ক্রমাগত মোবাইল ফোনের ব্যবহারে ব্রেন ক্যান্সার? সব কাজ ফেলে WHO কী বলছে জানুন!

Liquor health lifestyle
Advertisment