Small Business Idea: বেকারত্বের সমস্যা শুধু আমাদের রাজ্যেই নয়, গোটা দেশেই এখন চরম আকার নিয়েছে। লেখাপড়া শিখেও উপযুক্ত চাকরি পাচ্ছেন না এমন তরুণ-তরুণীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। কর্মসংস্থানের জন্য অনেকে অনেক পথ বেছে নিচ্ছেন। বিশেষ এই প্রতিবেদনে কম দিনের মধ্যে বেশ ভালো টাকা রোজগারের একটি সুযোগের কথা বিস্তারিতভাবে আলোচনা করা হল। এক্ষেত্রে প্রাথমিকভাবে লগ্নির খরচও বেশ কম।
মেরেকেটে হাজার পাঁচেক টাকা জোগাড় করলেই হল। শুরু করে দিতে পারেন আধুনিক সাজসজ্জা বা ডেকরেশনের ব্যবসা। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় অনেকে এই ব্যবসা ফেঁদে ভালো টাকা রোজগার করেছেন। তাহলে আপনিও এমনই কিছু ব্যবসা শুরু করে দিতে পারেন সহজেই।
থার্মোকলের ফুল, শুকনো কাঠি, প্লাস্টিকের মালা-ফুল-সহ, চুমকি, রংবেরঙের কাগজের নানা কাজের ব্যবহারে ডেকরেশনের ব্যবসা শুরু করতে পারেন সহজেই। ইদানিং বিয়ে, অন্নপ্রাশন সহ নানা সামাজিক অনুষ্ঠানে এই ধরনের কাজের কদর খুব। শহর থেকে শুরু করে মফস্বল এলাকা কিংবা গ্রামীণ এলাকাগুলিতেও বর্তমানে এই ধরনের কাজের পরিধি আরও বেড়েছে।
আরও পড়ুন- Business Idea: বেকাররা এই খবর আগে পড়ুন! নামমাত্র লগ্নিতেই অল্প দিনে মোটা টাকা আয়ের সুযোগ
আরও পড়ুন- General Knowledge: কোন দেশের জাতীয় প্রাণী ছাগল? উত্তরটা জানলে অবাক হবেন অনেকেই
আরও পড়ুন- Electricity Bill: এক ধাক্কায় হু-হু করে কমবে বিদ্যুতের বিল! শুধু করুন এই কাজটি
শুরুতে কম টাকা লগ্নি করেই এই ব্যবসা করতে পারেন। ধীরে ধীরে ব্যবসা বাড়লে উপার্জিত অর্থেই আরও কিছু কাঁচামাল সংগ্রহ করতে পারেন। ইদানিং যে কোনও অনুষ্ঠানে বাড়ি বা অনুষ্ঠান-বাড়ি সাজানোর একটি আগ্রহ প্রবলভাবে দেখা যায়। অল্প পয়সা লগ্নি করে আপনিও সেই ঘর সাজানোর ব্যবসা শুরু করে দিতে পারেন আজই।
আরও পড়ুন- Mobile Phone-Brain Cancer: ক্রমাগত মোবাইল ফোনের ব্যবহারে ব্রেন ক্যান্সার? সব কাজ ফেলে WHO কী বলছে জানুন!
আরও পড়ুন- BSNL: বাম্পার অফার BSNL-এর! নামমাত্র খরচেই আনলিমিটেড কল, রোজ 2 GB ইন্টারনেট