Talking Animals: মানুষের মত এই প্রাণীরাও কথা বলতে পারে, জানেন তারা কারা?

Talking Animals: মানুষই শুধু কথা বলতে পারে—এ ধারণা পুরোপুরি ভুল! বেশ কিছু প্রাণী মানুষের মতই কথা বলতে পারে। সেই সব কথা বলতে পারা পশুদের ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

Talking Animals: মানুষই শুধু কথা বলতে পারে—এ ধারণা পুরোপুরি ভুল! বেশ কিছু প্রাণী মানুষের মতই কথা বলতে পারে। সেই সব কথা বলতে পারা পশুদের ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Talking Animals

Talking Animals: মানুষ ছাড়াও প্রাণীজগতের অনেকেই কথা বলতে পারে।

Talking Animals: আমরা সাধারণত ধরে নিই, কথা বলা কেবল মানুষেরই বৈশিষ্ট্য। কিন্তু প্রকৃতি বারবার আমাদের সেই ধারণা ভুল বলে প্রমাণ করে দিয়েছে। পৃথিবীতে আরও এমন কয়েকটি প্রাণী আছে যারা শুধু মানুষের মত শব্দ করতে যে পারে তাই নয়, কখনও কখনও তারা আমাদের কণ্ঠস্বর, ছন্দ এমনকী সুরও অনুকরণ করতে পারে। চলুন দেখে নেওয়া যাক কারা সেই সব প্রাণী, যারা মানুষের মতই কথা বলতে শিখেছে। 

তোতাপাখি

Advertisment

তোতা বা বিশেষ করে আফ্রিকান গ্রে প্যারট মানুষের মত কথা বলার জন্য সবচেয়ে বিখ্যাত। তারা শুধু শব্দ মুখস্থ করে না, বরং ইঙ্গিত অনুযায়ী সঠিকভাবে সাড়া দেয়। গবেষণায় দেখা গেছে, তোতাপাখি বোঝে কোন পরিস্থিতিতে কী বলা উচিত—যা তাদের বুদ্ধিমত্তার বড় প্রমাণ।

আরও পড়ুন- কলকাতা স্টাইলে বানান চিকেন চপ, স্পেশাল রেসিপি তৈরি করুন বাড়িতেই

অরকা (Killer Whale)

Advertisment

২০১৮ সালে ফ্রান্সে 'উইকি' নামের এক মেয়ে অরকা বিজ্ঞানীদের তাক লাগিয়ে দিয়েছিল। সে 'Hello' এবং তার প্রশিক্ষকের নাম 'Amy' বলতে পারত। অরকাদের মানুষের মত ভোকাল কর্ড নেই। তবুও তারা ব্লোহোল ব্যবহার করে কণ্ঠস্বর তৈরি করতে পারে। এটা যেমন বিস্ময়কর, তেমনই একটু ভৌতিকও বটে।

আরও পড়ুন- ভাদ্রর শুক্লপক্ষে পরিবর্তিনী একাদশী, এই ব্রতকথা ছাড়া পালন অসম্পূর্ণ

বেলুগা তিমি

বেলুগাদের বলা হয় 'Sea Canary'। কারণ তারা নানা ধরনের শব্দ করতে পারে। কিন্তু 'নক' নামের এক বেলুগা একবার মানুষের মত এত সুন্দরভাবে কথা বলেছিল যে প্রশিক্ষকরা প্রথমে ভেবেছিলেন কেউ নকল করছে! তার কণ্ঠস্বরের রেকর্ডিং এখনও গবেষণায় ব্যবহৃত হয়।

আরও পড়ুন- এবার এক শিফটে পরীক্ষা, ১০০ কিলোমিটারের মধ্যে সেন্টার, আশ্বাস SSC-র

হাতি

ভাবুন তো, ৪০০০ কেজি ওজনের এক হাতি যদি মানুষের মত কথা বলে! দক্ষিণ কোরিয়ার এশীয় হাতি 'কোশিক' সেটাই করে দেখিয়েছে। সে তার শুঁড় মুখে ঢুকিয়ে এমনভাবে শব্দ করত, যা কোরিয়ান ভাষার মতো শোনাত। হাতির এ ক্ষমতা প্রমাণ করে, অভিযোজন আর কণ্ঠস্বর নিয়ন্ত্রণে ওরা কতটা দক্ষ।

আরও পড়ুন- ২৭ মাস পর বুধের রাশিতে শুক্র, কয়েকটি রাশির ভাগ্যলাভ, অর্থলাভের যোগ

ওরাংওটাং

ওরাংওটাংও মানুষের মত শব্দ করতে পারত। ইন্ডিয়ানাপলিস চিড়িয়াখানার 'রকি' নামের এক ওরাংওটাং এটা করে বিজ্ঞানীদের অবাক করে দিয়েছিল। এতে প্রমাণ হয় যে, বক্তৃতা অনুকরণ করার ক্ষমতা আমাদের বিবর্তনীয় ইতিহাসে অনেক পুরোনো।

সিল

১৯৮০-এর দশকে 'হুভার' নামের এক সিল নিউ ইংল্যান্ডের অ্যাকসেন্টে 'Hello!' বলতে পারত। মানুষের কাছে বড় হওয়ায় সে মানুষের মত কথা বলা শিখে ফেলেছিল। তার কণ্ঠস্বর শুনলে মনে হত যেন স্থানীয় কোনও জেলে কথা বলছে।

কাক

কাকরা শুধু বুদ্ধিমান সমস্যা সমাধানকারীই নয়, তারা মানুষের শব্দও নকল করতে পারে। মহারাষ্ট্রের এক কাক 'মামি' ও 'পাপা' বলার জন্য ভাইরাল হয়েছিল। মানুষের সংস্পর্শে এলে কাকরা আশ্চর্যজনকভাবে আমাদের ভাষা অনুকরণ করে। সব মিলিয়ে বোঝা যায়, ভাষা শুধু মানুষের একার সম্পত্তি নয়। প্রকৃতিতে নানা প্রাণী সুযোগ পেলে মানুষের মত কথা বলতে পারে। এটি আমাদের শেখায়, প্রাণীজগৎ আমাদের ধারণার চেয়ে অনেক বেশি বিস্ময়কর ও বহুমাত্রিক।

Animals Talking