Tara Sutaria: তিনি নাকি প্রেমে পজেসিভ? অভিনেত্রী তারা সুতারিয়ার জবাব অনেককেই চিন্তায় ফেলবে!

Tara Sutaria: বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া জানিয়েছেন, প্রেমে তিনি কেন এতটা পজেসিভ!। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এমন ক্ষেত্রে কী প্রভাব পড়ে, সম্পর্ক টিকিয়ে রাখার কায়দাটাই বা কী।

Tara Sutaria: বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া জানিয়েছেন, প্রেমে তিনি কেন এতটা পজেসিভ!। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এমন ক্ষেত্রে কী প্রভাব পড়ে, সম্পর্ক টিকিয়ে রাখার কায়দাটাই বা কী।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Tara Sutaria

Tara Sutaria: তারা সুতারিয়া।

Bollywood celebrity: প্রেম মানেই এক ধরনের আবেগ, টানাপোড়েন আর অনেক সময়েই একটু 'পজেসিভনেস'। অনেকেই হয়তো এই অনুভূতির সঙ্গে পরিচিত। সম্প্রতি বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া (Tara Sutaria) এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রেমের ক্ষেত্রে তিনিও একেবারে এই ছকের বাইরে নন।

Advertisment

কেন তিনি এমন?

'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২' খ্যাত এই অভিনেত্রী বলেন, 'আমি মাঝে মাঝে একটু Possessive হয়ে যাই। আমি বৃশ্চিক (Scorpio) রাশি, তাই এমনটা হওয়াই স্বাভাবিক। আমি সেই মুহূর্তে কিছু বলি না, কিন্তু পরে গিয়ে ব্যাপারটা প্রকাশ করি। আমার ভেতরে এটা চেপে বসে থাকে।' সুতারিয়া স্পষ্ট করেছেন যে, তিনি তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখান না, বরং পরে গিয়ে সেই বিষয় নিয়ে কথা বলেন।

আরও পড়ুন- 'এটা বাড়ি নাকি মিউজিয়াম!' শিল্পা শেট্টির বাড়িতে ঢুকে বিস্ময়ে হতবাক ফারহা

Advertisment

সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ শাহজিন শিবদাসানি এই প্রসঙ্গে জানিয়েছেন, 'সম্পর্কের ভিত্তি হল খোলামেলা যোগাযোগ। ভেতরে ভেতরে সব কিছু চেপে রাখা সম্পর্কের ওপর চাপ ফেলে। এতে ভুল বোঝাবুঝি, অবিশ্বাস ও ফাটল তৈরি হতে পারে।' তিনি আরও বলেন, 'আপনার অনুভূতিগুলো সত্যি করে ভাগ করে নেওয়া হয়তো কঠিন, কিন্তু দীর্ঘমেয়াদে এটি সম্পর্ককে মজবুত করে।' 

আরও পড়ুন- এবার দেবী দুর্গার কীসে আগমন, কীসেই বা গমন, জানুন বাহনের শুভাশুভ তাৎপর্য

প্রেমে অতিরিক্ত নিয়ন্ত্রণ বা জেলাসি তৈরি হলে তার প্রভাব মারাত্মক হতে পারে। কারণ, অনেক সময়েই এমন সঙ্গী তাঁদের পার্টনারকে বন্ধু-পরিবার থেকে দূরে সরিয়ে দেয়। ফলে একাকীত্ব তৈরি হয়। অবিশ্বাস থেকে জন্ম নেয় প্রশ্ন, সন্দেহ ও অকারণ অভিযোগ, যা সম্পর্কের ভিত্তি নষ্ট করে। স্বাধীনতা সীমিত হয়ে গেলে ব্যক্তিগত বিকাশ বাধাপ্রাপ্ত হয়। টেনশনে ভরা সম্পর্ক মানসিক চাপ আর উদ্বেগ বাড়িয়ে দেয়। অতিরিক্ত পজেসিভনেস অনেক সময় মানসিক নির্যাতনের পর্যায়ে পৌঁছে যায়।

আরও পড়ুন- পাশ করা হোমিওপ্যাথি চিকিৎসক, বেশি পরিচিতি পেলেন 'অনুকূল ঠাকুর' নামে

শিভদাসানি বলেন, 'যখন আপনার সঙ্গী নিজের অনুভূতি প্রকাশ করছে, তখন ফোন সরিয়ে রেখে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন। কোনও সমাধান না করে, বাধা না দিয়ে কেবল শুনে যান। এটা বোঝায় যে, আপনি সত্যিই তাঁর প্রতি যত্ন নিচ্ছেন।' এভাবে উন্মুক্ত যোগাযোগের মাধ্যমে বিশ্বাস আর বোঝাপড়া বাড়ানো সম্ভব।

আরও পড়ুন- মহালয়া থেকে লক্ষ্মীপুজো, জানুন এবার কোন তিথি কখন শুরু আর শেষ!

বলিউডের তরুণ অভিনেত্রীদের মধ্যে তারা সুতারিয়া (Tara Sutaria) নিজের সরলতা ও খোলামেলা স্বভাবের জন্য বেশ জনপ্রিয়। প্রেমে পজেসিভ (Possessive) হওয়ার স্বীকারোক্তি তাঁর অনেক ভক্তকেই অবাক করেছে। তবে এর মাধ্যমে তিনি দেখিয়েছেন, সেলেব্রিটিরাও সাধারণ মানুষের মতই জীবনের নানা ক্ষেত্রে একই ধরনের আবেগে ভোগেন। 

পজেসিভনেস (Possessiveness) সম্পর্কের স্বাভাবিক অংশ হতে পারে। কিন্তু, এর সীমা থাকা জরুরি। তারা সুতারিয়া (Tara Sutaria)-র স্বীকারোক্তি যেমন বাস্তবের প্রতিচ্ছবি, তেমনই বিশেষজ্ঞদের পরামর্শ আমাদের শেখায় যে, যোগাযোগ এবং স্বচ্ছতা ছাড়া সুস্থ সম্পর্ক কখনও সম্ভব নয়।

celebrity bollywood