Easiest Dog Breeds to Train: এই ৬ জাতের কুকুর সব চটপট শিখে নেয়, জানেন তারা কারা?

Easiest Dog Breeds to Train: ভারতে কোন জাতের কুকুরকে সবচেয়ে সহজে প্রশিক্ষণ দেওয়া হয় জানেন? কীভাবে দেবেন প্রশিক্ষণ? জেনে নিন ভেটেরিনারির টিপসও।

Easiest Dog Breeds to Train: ভারতে কোন জাতের কুকুরকে সবচেয়ে সহজে প্রশিক্ষণ দেওয়া হয় জানেন? কীভাবে দেবেন প্রশিক্ষণ? জেনে নিন ভেটেরিনারির টিপসও।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Trainable dogs India: ভারতে সহজে প্রশিক্ষণ দেওয়া যায়, এমন কুকুর।

Trainable dogs India: ভারতে সহজে প্রশিক্ষণ দেওয়া যায়, এমন কুকুর।

Easiest Dog Breeds to Train: পোষা প্রাণী মানেই পরিবারে বাড়তি আনন্দ, ভালোবাসা আর বন্ধুত্ব। বিশেষ করে কুকুর—তাদের অনুগত্য, বুদ্ধি ও স্নেহময় আচরণে মানুষকে চিরকাল মুগ্ধ করেছে। আপনি যদি প্রথমবারের মত কোনও কুকুরকে দত্তক নিতে চান, তাহলে এমন জাত বেছে নেওয়া জরুরি যাকে সহজে প্রশিক্ষণ দেওয়া যায়। 

Advertisment

এতে আপনার ও আপনার পোষ্যের মধ্যে বোঝাপড়াও সহজ হবে। চলুন জেনে নেওয়া যাক, ভারতে কোন জাতের কুকুরকে সবচেয়ে সহজে প্রশিক্ষণ দেওয়া যায়!

আরও পড়ুন- হাত পেতে চাইতে হবে না! খাস্তা ঠেকুয়া এভাবে সহজে বানান ঘরেই

১. ল্যাব্রাডর রিট্রিভার (Labrador Retriever)

ল্যাব্রাডর ভারতের সবচেয়ে জনপ্রিয় পোষা কুকুরের জাতগুলোর অন্যতম। এদের স্বভাব অত্যন্ত বন্ধুত্বপূর্ণ।  এরা দ্রুত শেখে এবং মালিকের নির্দেশ মানতে ভালোবাসে। পরিবারে বাচ্চা বা বয়স্ক যেই থাকুক, ল্যাব্রাডর সবার সঙ্গেই মানিয়ে নিতে পারে। 

Advertisment

২. গোল্ডেন রিট্রিভার (Golden Retriever)

গোল্ডেন রিট্রিভার মূলত স্কটল্যান্ডের জাত, কিন্তু ভারতের আবহাওয়াতেও ভালোভাবে মানিয়ে নেয়। তারা শান্ত, বুদ্ধিমান এবং অত্যন্ত অনুগত। তাই প্রশিক্ষণ দেওয়া বেশ সহজ। এমনকী অনেক সময় গাইড ডগ বা থেরাপি ডগ হিসেবেও এদের ব্যবহার করা হয়।

আরও পড়ুন- এদিনই প্রয়াত হন ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতা ও রাজনৈতিক সিনেমার পথিকৃৎ

৩. জার্মান শেফার্ড (German Shepherd)

জার্মান শেফার্ডের বুদ্ধিমত্তা ও সুরক্ষা দেওয়ার মনোভাব তাদের মানুষের প্রিয় করে তুলেছে। এদের সহজে প্রশিক্ষণ দেওয়া যায় এবং নানা কাজে ব্যবহার করা যায়। যেমন পুলিশ কুকুর, গার্ড ডগ বা পারফরম্যান্স শো-তে এই জাতের কুকুরকে ব্যবহার করা যায়। এরা মালিকের প্রতি অত্যন্ত অনুগত এবং সাহসী।

আরও পড়ুন- দেবী সতীর মুকুট পড়েছিল, পবিত্র সতীপীঠের অজানা ইতিহাস!

৪. বিগল (Beagle)

ছোট কিন্তু প্রাণবন্ত কুকুরের এই জাতটি বাচ্চা-সহ পরিবারে পোষার মত আদর্শ প্রাণী। এরা মজাদার, খেলাধুলাপ্রিয় এবং কৌতূহলি। বিগলদের প্রশিক্ষণ দেওয়া সহজ। বিশেষ করে যদি পুরস্কার-ভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা থাকে, তবে তো বটেই।

আরও পড়ুন- পেশা থেকে সম্পর্ক, ছক কষে কাজ করেন এই ৪ রাশি!

৫. পোমেরানিয়ান (Pomeranian)

 পোমেরানিয়ানদের চঞ্চল ও বুদ্ধিদীপ্ত স্বভাব তাদের দ্রুত শেখার ক্ষমতা দেয়। ছোট আকারের হলেও তারা বেশ সাহসী এবং পরিবারের সদস্যদের প্রতি ভীষণ সংবেদনশীল। নতুন জিনিস শেখা এদের কাছে খেলার মতই মজা।

৬. Indies (Indian Street Dogs)

ইন্ডি বা দেশি কুকুরদের বুদ্ধি ও অভিযোজন ক্ষমতা অসাধারণ। রাস্তায় টিকে থাকার জন্য তারা স্বভাবতই সচেতন ও চটপটে। একবার আপনি তাদের ভালোবাসা ও নিরাপত্তা দিলে, তারা হয়ে ওঠে আপনার সবচেয়ে অনুগত সঙ্গী। মনে রাখবেন যে, প্রশিক্ষণ দেওয়ার সময় ধৈর্য রাখা এবং পুরস্কার দেওয়ার কায়দা (রিওয়ার্ড মেথড) সবচেয়ে কাজে লাগে।

ডগ ট্রেনিং টিপস

১) ছোট ছোট সেশন রাখুন: দিনে ২–৩ বার, প্রতিবার ৫–১০ মিনিট ট্রেনিং করুন। এতে মনোযোগ বাড়ে ও গরমে ক্লান্তি কমে।
২) ভালো আচরণে প্রশংসা (Positive Reinforcement): ভালো আচরণে প্রশংসা বা ট্রিট দিন। শাস্তি নয়, পুরস্কারেই দ্রুত শেখা যায়।
৩) সামাজিকীকরণ (Socialisation): ছোট বয়সেই অন্যান্য মানুষ, পোষ্য এবং শব্দে অভ্যস্ত করুন। এতে ভয় বা আক্রমণাত্মক আচরণ কমে যাবে।
৪) বেসিক কমান্ড আগে: 'Sit', 'Stay', 'Come', 'Leave it' — এগুলো শেখানো সবচেয়ে জরুরি।
৫) আবহাওয়া অনুযায়ী সময় ঠিক করুন: সকালে বা সন্ধ্যায় হাঁটান, দুপুরের গরম এড়িয়ে চলুন।
৬) রুটিন বজায় রাখুন: খাবার, হাঁটা, খেলা আর ট্রেনিং নির্দিষ্ট সময়ে করুন। এতে কুকুরের মধ্যে শৃঙ্খলা এবং আস্থা বাড়বে।

মনে রাখবেন

যে জাতের কুকুরই বেছে নিন না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভালোবাসা, ধৈর্য এবং নিয়মিত যত্ন। কুকুর কেবল পোষা প্রাণী নয়, সে পরিবারের এক অঙ্গ—তাকে সময় দিন, বুঝুন, আর দেখুন কীভাবে সে আপনার জীবনে আনন্দ ছড়িয়ে দিচ্ছে।

Train Dog