UNESCO World Heritage Sites 2025: ইউনেস্কোর সর্বাধিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে কোন ১০ দেশে? ভারত আছে কত নম্বরে?

UNESCO World Heritage Sites 2025: ২০২৫ সালের শেষ তালিকা অনুযায়ী, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এখন ১,২৪৮টি। তালিকার শীর্ষে রয়েছে ইতালি, চীন এবং জার্মানি।

UNESCO World Heritage Sites 2025: ২০২৫ সালের শেষ তালিকা অনুযায়ী, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এখন ১,২৪৮টি। তালিকার শীর্ষে রয়েছে ইতালি, চীন এবং জার্মানি।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
UNESCO World Heritage Sites 2025

UNESCO World Heritage Sites 2025: ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থানের তালিকায় রয়েছে ভারতের তাজমহল।

UNESCO World Heritage Sites 2025: ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলি পর্যটনের আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাশাপাশি, এগুলো ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যেরও জলজ্যান্ত প্রমাণ। ২০২৫ সালের জুলাই পর্যন্ত ইউনেস্কো বিশ্বের মোট ১,২৪৮টি স্থানকে আন্তর্জাতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই সব ঐতিহ্যবাহী স্থানগুলো বিশ্বের ১৭০টি দেশে ছড়িয়ে রয়েছে।

Advertisment

আরও পড়ুন- প্রতিদিন সকালে খালিপেটে অরেঞ্জ জুস খান, জানেন কী প্রভাব পড়ছে অন্ত্রের ওপর?

সম্প্রতি প্যারিসে ইউনেস্কোর ৪৭তম বিশ্ব ঐতিহ্য কমিটির অধিবেশনে ২৬টি নতুন স্থানকে তালিকায় যুক্ত করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক, ২০২৫ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কোন ১০টি দেশে রয়েছে। আর, সেই তালিকায় ভারতের জায়গাই বা কোথায়? 

Advertisment

আরও পড়ুন- 'জেনারেশন জেড'-এর জন্য ফিরছে শক্তিমান, মোবাইল ফোনই ১ম ভিলেন! জানালেন মুকেশ খান্না

ঐতিহ্যবাহী তালিকাভুক্ত স্থান অনুসারে বিশ্বের সেরা ১০টি দেশ 

স্থান দেশ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সংখ্যা
ইতালি ৬০টি
চীন ৫৯টি
জার্মানি ৫৪টি
ফ্রান্স ৫৩টি
স্পেন ৫০টি
ভারত ৪৪টি
মেক্সিকো ৩৬টি
যুক্তরাজ্য ৩৫টি
রাশিয়া ৩৩টি
১০ ইরান ২৮টি

তালিকায় ভারতের স্থান

ইউনেস্কোর এই আন্তর্জাতিক ঐতিহ্যবাহী স্থানের তালিকায় রয়েছে ভারতের ৪৪টি নাম। যার  মধ্যে রয়েছে তাজমহল, হাম্পির ধ্বংসাবশেষ, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, সাঁচির স্তূপ-সহ অন্যান্য সাংস্কৃতিক এবং প্রাকৃতিক নিদর্শনকেন্দ্র। এগুলি যেমন স্থাপত্যের দিক থেকে গুরুত্বপূর্ণ, তেমনই ভারতের প্রাচীন সভ্যতা, ধর্মীয় সহনশীলতা এবং জীববৈচিত্র্যকেও এই সব স্থান বিশ্বমঞ্চে তুলে ধরেছে।

আরও পড়ুন- মাত্র ৩ মিনিটেই বানিয়ে ফেলুন ২টি মিষ্টি! ভরসন্ধ্যায় সকলে মিলে খান তৃপ্তি করে

ইউনেস্কোর এই তালিকা কেন গুরুত্বপূর্ণ?

এই তালিকায় স্থান পেলে, তালিকাভুক্ত স্থানে উন্নয়ন বা ধ্বংসরোধে আন্তর্জাতিক সহায়তা পাওয়া যায়। বিশ্বব্যাপী পর্যটকরা এই স্থানগুলোর প্রতি আকৃষ্ট হন। মানুষ এই সব স্থানের ঐতিহ্য সম্পর্কে আরও গভীরভাবে জানতে এবং বুঝতে পারে। পাশাপাশি, এই প্রাকৃতিক স্থানগুলো পরিবেশ সংরক্ষণে যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেদিকেও নজর দেওয়া হয়।

আরও পড়ুন- মাত্র ১টি পেঁয়াজেই বানিয়ে ফেলুন দুর্দান্ত তরকারি, ৫ মিনিটেই পান সুস্বাদু এবং পুষ্টিকর খাবার

আর, এই সব কারণে বিশ্বের সব দেশই চায় যাতে তাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলো ইউনেস্কোর তালিকায় স্থান পাক। এই তালিকা এখন আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ মর্যাদার প্রতীক হয়ে উঠেছে। তালিকায় স্থান পাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ ইউনেস্কোর কাছে আবেদন জানায়। কেন তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত, তার উপযুক্ত কারণও উল্লেখ করে সেই সব আবেদনপত্রে।   

Unesco World Heritage Site 2025