Vastu Tips for Bedroom: বিছানায় আমাদের সারাদিনের ক্লান্তির অবসান ঘটে। সারাদিনের কাজকর্মের পর বিছানায় গা এলিয়ে যে কী স্বর্গীয় সুখ অনুভব হয় তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শোওয়া-বিশ্রাম ছাড়াও আমরা অনেক কাজকর্ম করি বিছানায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী বিছানায় কাজকর্ম করা নিয়ে বেশ কিছু টিপস রয়েছে। এমন অনেক কাজ রয়েছে যেগুলি বিছানায় করতে নেই। এতে জীবনে ভয়ঙ্কর দুঃস্বপ্ন নেমে আসতে পারে। দারিদ্র, অভাব, সম্পত্তি ক্ষয়ের মতো অভিষাপ নেমে আসতে পারে জীবনে। তার উপর কিছু কাজ রয়েছে যেগুলি বিছানায় বসে করলে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং সংসারে সুখশান্তি বিঘ্নিত হতে পারে।
চলুন জেনে নেওয়া যাক কী কী কাজ বিছানায় করতে নেই-
প্রথমত, বিছানায় বসে খাওয়া-দাওয়া কখনওই করা উচিত নয়। অনেকেই বিছানায় বসে খাবার খান। বিছানায় বসে খাবার খাওয়া মা লক্ষ্মী একদম সহ্য করতে পারেন না। আপনার সম্পত্তি ক্ষয়, অর্থাভাব হতে বাধ্য।
দ্বিতীয়ত, অনেকেই বিছানায় বসে খাবার খাওয়ার পর বিছানার নিচে এঁটো বাসন রেখে দেন। এর ফলে বাস্তুদোষ হয়।
আরও পড়ুন ভিসা ছাড়াই ঘুরুন ব্যাঙ্কক-পাট্টায়া, এবার ভারতীয়দের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে থাইল্যান্ড
তৃতীয়ত, অনেকে বাইরে থেকে বাড়িতে আসেন। আত্মীয়স্বজনও হতে পারেন। তাঁদের অনেক সময় বিছানায় বসতে দেওয়া হয়। ভুলেও এই কাজটি করবেন না।
চতুর্থ, বিছানার নিচে ঝাঁটা বা জুতো রাখা উচিত নয়।
পঞ্চম, অনেকেই রাতে শোওয়ার সময় মাথার কাছে জলের বোতল রেখে ঘুমান। যাতে রাতে জল তেষ্টা পেলে বিছানা ছেড়ে উঠতে না হয়। কিন্তু এই কাজ করা অনুচিত। জলের বোতল মাথার কাছ থেকে দূরে রেখে ঘুমানো উচিত।
আরও পড়ুন ভাবতেও পারবেন না! পাখির মল গায়ে পড়লে এসব যে হতে পারে আগে জানতেন!
ষষ্ঠ, বিছানার উপর কোনও ধারালো জিনিস, অস্ত্র রাখবেন না। এর ফলে সম্পর্কে ছেদ তৈরি হয়।
আরও পড়ুন সিজন চেঞ্জ হচ্ছে, ধারেকাছে ঘেঁষবে না জ্বর-সর্দি-কাশি, শুধু করুন এই কাজটি