New Update
/indian-express-bangla/media/media_files/2025/08/06/uttarkashi-cloudburst-2025-08-06-00-09-09.jpg)
Uttarkashi Cloudburst: উত্তরাখণ্ডের ভাইরাল ভিডিও। (ছবি- স্ক্রিনগ্যাব)
Uttarkashi Cloudburst: উত্তরকাশীর ক্ষীরগঙ্গা। হরপা বানে ধরলি গ্রাম এভাবেই ভেসে গেল। সেই বিভীষিকাই ধরা পড়ল ভাইরাল ভিডিওয়। যাতে মিশে গেল স্থানীয়দের আর্তনাদ।
Uttarkashi Cloudburst: উত্তরাখণ্ডের ভাইরাল ভিডিও। (ছবি- স্ক্রিনগ্যাব)
Viral Video: উত্তরাখণ্ডের উত্তরকাশীর একটি ছোট পাহাড়ি গ্রাম – ধরলি। সেখানেই ঘটে গেল এক ভয়ঙ্কর মেঘভাঙন। এই প্রাকৃতিক বিপর্যয়ের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঝড়ের বেগে। ভিডিওটি দেখলে চোখের জল ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ের ওপরে শান্তভাবে বইছে একটি নদী। কিন্তু হঠাৎ করে সব বদলে গেল। পাহাড় থেকে নেমে এল ধ্বংসের জলপ্রবাহ।
আরও পড়ুন- উত্তরকাশীতে ফের প্রকৃতির ধ্বংসলীলা, হড়পা বানে মৃত্যুমিছিল! সীমাহীন ক্ষয়ক্ষতিতে হাহাকার!
এবং
আরও পড়ুন- খুশকি এবং চুলকানি দূর করতে এই একটি জেলই যথেষ্ট, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন
মূহুর্তের মধ্যে নদীর গতিপথ হয়ে উঠল বীভৎস। কাদা, পাথর ও জলের ভয়ঙ্কর ঢেউ সোজা নেমে এল গ্রামের দিকে। যার যা ছিল, সব ভেসে গেল। ঘরবাড়ি, দোকান, হোটেল – কিছুই রেহাই পেল না। ভিডিওটির সবচেয়ে হৃদয়বিদারক অংশ হল একটি কণ্ঠস্বর, ক্যামেরার পিছনে কাঁপতে থাকা একজন ব্যক্তি বলে ওঠেন, 'ওহ, আমার মা চলে গেল!' এই একটি কথাই যেন স্পর্শ করে গেল ভিডিওটি যাঁরা দেখেছেন, তাঁদের হৃদয়কে। মাকে হারানোর অসহ্য যন্ত্রণা ভিডিওর দর্শকদেরও ছুঁয়ে গেল।
আরও পড়ুন- বর্ষার দুপুরে খান গরম গরম ডিম ভুনা খিচুড়ি! ঘরে বসেই বানান সুস্বাদু স্পেশাল খাবার
এবং
আরও পড়ুন- রাখী বন্ধনে নিজের হাতে বানান নারকেলের লাড্ডু, মিষ্টিমুখ করান ভাইকে!
এই সংক্রান্ত আরও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছে দূরে উঁচু জায়গায় কিছু মানুষ দাঁড়িয়ে। কেউ কেউ মোবাইল ফোনে ঘটনাটি রেকর্ড করছেন, আবার কেউ আতঙ্কে দৌড়ে পালাচ্ছেন। এক মহিলা মাটিতে বসে নিজের মাথা ঠুকছেন, হয়তো তিনি অতি কাছের কাউকে হারিয়েছেন! আরেকজনকে আবার ফোনে বলতে শোনা গিয়েছে, 'কাকাকে ওপরে দৌড়তে বল, জল আসছে।' এই ভিডিওতে বাস্তবতা এতটাই নির্মমভাবে প্রতিফলিত হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় কমেন্টে নেটিজেনরা বলেছেন, 'একবার দেখেছি, আর দেখার সাহস হয়নি।'
Scary visuals! Flash floods hit #Uttarkashi after a cloudburst; several villagers have been washed away... pic.twitter.com/DCBiV4BHDY
— Mr Sinha (@MrSinha_) August 5, 2025
ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। মন্তব্যে কেউ লিখেছেন, 'এটা কোনও সিনেমা নয়, বাস্তব যন্ত্রণা।' কেউ লিখেছেন, 'ঈশ্বর এখানকার বাসিন্দাদের রক্ষা কর।' প্রতিবছর বর্ষাকালে উত্তরাখণ্ড ও হিমালয় সংলগ্ন এলাকাগুলোতে মেঘভাঙনের ঘটনা বাড়ছে। কিন্তু এইবারের উত্তরকাশীর ভিডিও যেন সেই সব ঘটনার চেয়েও মর্মান্তিক। এই ঘটনা প্রকৃতি ধ্বংসের জের বলে মনে করছেন অনেকে। প্রতিবাদে তাই অনেকেই সরব হয়েছেন।
অনেকেই ভাবেন, পাহাড় মানে শুধু শান্তি আর নির্জনতা। কিন্তু স্থানীয় বাসিন্দাদের কাছে, 'প্রতিনিয়ত মৃত্যু নিয়ে খেলা।' হঠাৎ মেঘভাঙন, ভূমিধস কিংবা বন্যা– পাহাড়ি মানুষদের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রেখেছে। সেটাই স্পষ্ট করেছে এই ভাইরাল ভিডিও।