Viral Video: গরুর বাঁট থেকে সরাসরি শিশুকে কাঁচা দুধ খাওয়াচ্ছেন বাবা! প্রবল ক্ষুব্ধ নেটিজেনরা

Viral Video: এক ব্যক্তি গরুর বাঁট থেকে সরাসরি নিজের দুধের শিশুকে কাঁচা দুধ খাওয়াচ্ছেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, এতে শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে।

Viral Video: এক ব্যক্তি গরুর বাঁট থেকে সরাসরি নিজের দুধের শিশুকে কাঁচা দুধ খাওয়াচ্ছেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, এতে শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Viral Video

Viral Video: ভিডিওটি ভাইরাল হয়েছে।

Viral Video Lifestyle: সোশ্যাল মিডিয়ায় একটি চাঞ্চল্যকর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি গরুর বাঁট থেকে সরাসরি তাঁর শিশুকে কাঁচা দুধ খাওয়াচ্ছেন। এই দৃশ্য দেখে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে 'দায়িত্বজ্ঞানহীন অভিভাবকত্ব'। আবার কেউ সরাসরি স্বাস্থ্যের গুরুতর আশঙ্কার ইঙ্গিত করেছেন।

 ৯ লক্ষেরও বেশি ভিউ

Advertisment

ভিডিওটি ঠিক কবেকার, তা জানা যায়নি। তবে পোস্ট হওয়ার পর অল্প সময়ের মধ্যেই এটি ৯ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। অনেকেই ভিডিওর নীচে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। বেশ কয়েকজন মন্তব্য করেছেন যে এই ধরনের আচরণ শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

আরও পড়ুন- ১২ আগস্ট, আন্তর্জাতিক হস্তী দিবস! কেন হাতি বাঁচানোর এত তোড়জোড়, আসল কারণটা জানুন

Advertisment

একজন নেটিজেন লিখেছেন, 'এভাবে শিশুকে দুধ খাওয়ানো মোটেও নিরাপদ নয়। গরুর বাঁট থেকে সরাসরি আসা দুধে অনেক বিপজ্জনক ব্যাকটেরিয়া থাকে।' আরেকজন বলেছেন, 'ওই শিশুটি কত ধরনের জীবাণুর সংস্পর্শে আসছে তা ভেবে ভয় লাগে।' অনেকেই ব্যাখ্যা করেছেন যে মায়ের বুকের কাঁচা দুধ নিরাপদ হলেও গরু, মোষ বা ছাগলের কাঁচা দুধ ১ বছরের কম বয়সি শিশুর জন্য ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন- জানুন শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার রহস্য! জীবন বদলে যাবে এই এক অভ্যাসে

চিকিৎসা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কাঁচা দুধে বিভিন্ন ধরনের জীবাণু থাকতে পারে— যেমন Salmonella, E. coli, Campylobacter, Staphylococcus, Yersinia, Coxiella, Brucella ইত্যাদি। এই ব্যাকটেরিয়াগুলি শিশুর দেহে প্রবেশ করলে সংক্রমণ ঘটতে পারে। যা থেকে পেটব্যথা, ডায়েরিয়া, এমনকী রক্তমিশ্রিত মল পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন- দ্রুত গলবে পেটের চর্বি, এই যোগাসন দিনে মাত্র ১০ মিনিট, তাতেই দেখবেন কামাল

কেরলের হেপাটোলজিস্ট ডা. সিরিয়াক অ্যাবি ফিলিপস এই বিষয়ে সতর্ক করে বলেছেন, কাঁচা দুধের ব্যাকটেরিয়া সংক্রমণ শিশুর কিডনি চিরতরে ক্ষতিগ্রস্ত করতে পারে। প্রথমে পেটে ব্যথা হবে, এরপর রক্তমিশ্রিত মল বেরোতে পারে। এমনকী বিষাক্ত উপাদান শরীরে ছড়িয়ে গিয়ে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে।

আরও পড়ুন- স্বাধীনতা দিবস সম্পর্কে শিশুদের কী শেখাবেন, কী বলবেন তাঁদের? জানুন এখানে

প্যাস্টুরাইজড দুধ উচ্চ তাপমাত্রায় গরম করে জীবাণু ধ্বংস করার মাধ্যমে নিরাপদ করা হয়। এজন্য বিশেষজ্ঞরা বারবার বলছেন, শিশুকে কখনও কাঁচা দুধ খাওয়ানো উচিত নয়। অন্তত একবছর বয়সের আগে শিশুর জন্য গরুর দুধ ফুটিয়ে বা প্যাস্টুরাইজড করে খেতে দেওয়াই ঠিক।

এই ভাইরাল ভিডিও শুধু একটি অদ্ভুত ঘটনার উদাহরণ নয়। বরং এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা— শিশুর স্বাস্থ্যের ক্ষেত্রে অসাবধানতা বিপজ্জনক হতে পারে। সামাজিক মাধ্যমে মজার কন্টেন্টের পিছনে ছুটতে গিয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়ানো কখনও উচিত নয় বলেই সতর্ক করেছেন নেটিজেনরা।

lifestyle Viral Video