Advertisment

Winter Tips: দুশ্চিন্তা ছাড়ুন! নিশ্চিন্তে চালান গিজার, বিদ্যুতের খরচ কমাতে শুধু করুন এই কাজটি!

Reduce Electricity Bill: বিদ্যুতের খরচ কমাতে নানাবিধ উপায় আছে। শীতকালে গিজার, হিটারের মতো বৈদ্যুতির সামগ্রীর ব্যবহার বেড়ে যায়। বিদ্যুতের বিল নিয়ন্ত্রণে রাখতে কী করতে পারেন, তা নিয়েই বিশষ এই প্রতিবেদন।

author-image
IE Bangla Lifestyle Desk
আপডেট করা হয়েছে
New Update
way to keep electricity bills under control by running a geyser: গিজার ইলেক্ট্রিক বিল

সহজ পরামর্শ মেনে গিজার চালিয়েও বিদ্যুতের খরচ রাখুন নিয়ন্ত্রণে।

way to keep electricity bills under control by running a geyser: শীতকাল এসে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আর কয়েকদিনের মধ্যেই ঠাণ্ডার কামড় আরও বাড়বে। মোটের উপর বলা যেতে পারে জাঁকিয়ে শীত এখন সময়ের অপেক্ষা মাত্র। শীতকালে বাড়ি-বাড়ি গিজার, হিটারের মতো বৈদ্যুতিন সামগ্রীগুলির ব্যবহার ভীষণভাবে বেড়ে যায়। আর তারই জেরে বিদ্যুতের বিলও বাড়ে চড়চড়িয়ে। তবে এবার আর সেই চিন্তা নেই। শুধুমাত্র মেনে চলুন কয়েকটি সহজ টিপস। তাহলেই গিজার, হিটার চালিয়েও নিয়ন্ত্রণে রাখতে পারবেন বিদ্যুতের বিল।

Advertisment

শীতকালে অনেকের বাড়িতেই গিজার, হিটারের মতো বৈদ্যুতিন সামগ্রীগুলির ব্যবহার বেড়ে যায়। হাড়কাঁপানো শীতে ঠাণ্ডা জলে স্নান এড়াতে অনেকেই গিজারে জল গরম করে নেন। তবে গিজারের মতো বৈদ্যুতিন সামগ্রীগুলি বিদ্যুতের খরচ এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেয়। তাই এবার এই ধরনের সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে এই সহজ পরামর্শগুলি মেনে চলুন।

হাই ক্যাপাসিটির গিজার বাড়িতে আনুন। তাহলে বিদ্যুতের খরচ অনেক অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। হাই ক্যাপাসিটির গিজারে একবার জল গরম করলে তা অনেকক্ষণ ধরে গরম থাকে। অর্থাৎ অনেকক্ষণ পর্যন্ত আপনি গরম জল ধরে রাখতে পারবেন। স্বাভাবিকভাবেই গিজার কম চলবে। বিদ্যুতের সাশ্রয় হবে।

আরও পড়ুন- LPG Gas Cylinder Leak: গ্যাস সিলিন্ডার লিক থেকে হতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা! কীভাবে পরীক্ষা করবেন?

 আরও পড়ুন- Vastu Tips: সুখের হবে সংসার, অকস্মাৎ হাতে আসবে টাকা! ঘরে দেওয়াল ঘড়ি ঝোলান এই দিকে

সেই কারণে বিশেষ করে এবার শীতে গিজার কেনার আগে আগে এই জিনিসটি মাথায় রাখুন। হাই ক্যাপাসিটি গিজার কিনলে বিদ্যুতেরখরচ অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণে রাখতে পারবেন। শীতকালে হিটারের ব্যবহারও ভীষণভাবে বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে ঘর গরম করতে হিটার চালাতে হলে ঘরের দরজা-জানলা আগে বন্ধ করে দিন। খানিক্ষণ হিটার চালিয়ে বন্ধ করুন। খুব প্রয়োজন হলে তবেই রুম হিটার চালান। অল্প শীতে এটির ব্যবহার এড়িয়ে চলুন। এতেও বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন। 

আরও পড়ুন- World Diabetes Day: শিশু থেকে বৃদ্ধ, ডায়াবেটিস জব্দের সহজ উপায় বিশিষ্ট ডায়েটেশিয়ানের

Geyser Geysers Under Rs. 5000 Electric Bill
Advertisment