Gas Cylinder Leak Check Hack: বাড়িতে রান্নার গ্যাস নেওয়ার সময় ঠিক করে দেখে না নিলেই বড় বিপদ হতে পারে। যে কোনও সময়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই গ্যাস সিলিন্ডার বাড়িতে নেওয়ার সময় ঠিকমতো যাচাই করে তবেই নিন। কীভাবে বুঝবেন সিলিন্ডার সেফটি, জেনে নিন।
এখন মোটামুটি সব বাড়িতেই রান্নার জন্য গ্যাসের ওভেন ব্যবহার করে। আর সেই ওভেনের জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। গ্যাস সিলিন্ডার ব্যবহার করার সময় আপনাকে অনেক কিছু যত্ন নিতে হবে। সিলিন্ডারের কয়েকটি বিষয় রয়েছে যা আপনাকে জানতেই হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গ্যাস সিলিন্ডারটি পরীক্ষা করে দেখা। তাতে কোনও লিকেজ আছে কি না। কারণ সিলিন্ডার লিক হলে বাড়িতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। বাড়িতে আপনি নিজেই পরীক্ষা করে নিতে পারেন। সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছে কি না তা পরীক্ষা করার কতগুলি সহজ উপায় রয়েছে। জেনে নিন পদ্ধতি।
কীভাবে জানবেন গ্যাস লিক হচ্ছে কি না?
যখন এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন তখন সিলিন্ডারে লিকেজ সমস্যা খুঁজে বের করা খুবই জরুরি। কারণ গ্যাস লিক হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই যখন পুরনো সিলিন্ডার সরিয়ে নতুন সিলিন্ডার ব্যবহার করবেন তখন গ্যাস লিক হচ্ছে কি না দেখে নেবেন অবশ্যই।
আরও পড়ুন সুখের হবে সংসার, অকস্মাৎ হাতে আসবে টাকা! ঘরে দেওয়াল ঘড়ি ঝোলান এই দিকে
জলের ফোঁটায় মুশকিল আসান
এই পদ্ধতিতে আগে সিলিন্ডারের ঢাকনা খুলে যেখানে গ্যাস রেগুলেটর বসানো আছে সেখানে কয়েক ফোঁটা জল দিন। যদি দেখেন বুদবুদ উঠছে তাহলে বুঝবেন গ্যাস লিক করছে। যদি বুদবুদ না ওঠে, জল একইরকম ভাবে থাকে তার মানে গ্যাস লিকের সমস্যা নেই।
আরও পড়ুন শীতে শুষ্ক ত্বক নিয়ে চিন্তায়? সতেজ রাখুন এই সহজ ৫ উপায়ে
গ্যাস লিক হলে কী করবেন?
অনেকেই আছেন, গ্যাস লিক পরীক্ষা না করেই সিলিন্ডার ব্যবহার শুরু করে দেন। যে কারণে গ্যাস ব্যবহারের সময় গ্যাসের গন্ধ বের হয়। তখন বুঝতে পারবেন গ্যাস লিক করছে। এই অবস্থায় আপনাকে খুব সাবধানে কাজ করতে হবে। নাহলে বড় বিপত্তি ঘটতে পারে। গ্যাস লিক হলে প্রথমেই খেয়াল রাখবেন সিলিন্ডার এবং ওভেনের কাছে যেন আগুন না লাগে। দেশলাই বা লাইটার একদম জ্বালাবেন না। ঘরের দরজা-জানলা খুলে রেগুলেটর বন্ধ করে দেবেন। এর পর গ্যাসের গন্ধ পুরোপুরি উবে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আপনার গ্যাস এজেন্সিকে ফোন করে সিলিন্ডার বদলানোর আবেদন করুন।