Effective Ways to Get Rid of Cockroaches and Lizard at Home: রান্নাঘরে টিকটিকি, আরশোলা কিংবা অন্য পোকামাকড়ের উপদ্রব আর হবে না। ভাবতেই পারবেন না আপনার হাতের কাছেই রয়েছে এমন কিছু উপায় যার উপযুক্ত ব্যবহারে দিন কয়েকেই আপনার বাড়ি থেকে টিকটিকি, আরশোলা মতো পোকামাকড় একেবারে সাফ হয়ে যাবে।
বাড়ির রান্নাঘরেই হোক কিংবা অন্যত্র, টিকটিকি আরশোলার দৌরাত্ম্যে অনেক গৃহস্থেরই নাভিশ্বাস ওঠার জোগাড় হয়। অনেক 'অস্ত্র' প্রয়োগেও টিকটিকি, আরশোলার উপদ্রব থেকে মুক্তি মেলে না। তবে এবার ঘরোয়া কয়েকটি টোটকাতেই মারাত্মক এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
আপনি কি জানেন কাঁচা লঙ্কা কিংবা গোলমরিচ দিয়েই কাবু করতে পারেন টিকটিকি, আরশোলেকে। শুধুমাত্র এক্ষেত্রে আপনাকে একটু বুদ্ধি খরচ করতে হবে। গোলমরিচ কিংবা লঙ্কার গুড়োর সঙ্গে জল মিশিয়ে দিন। তারপর সেই জল আপনি স্প্রে করুন রান্নাঘর থেকে শুরু করে বাড়ির অন্যত্র কিংবা ঘরের কোনায় কোনায়। তাতেই দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে। এছাড়াও পেঁয়াজ, রসুনের খোসা ফেলে না দিয়ে একটি ছোট্ট পাত্রে ঘরে করে রেখে দিতে পারেন। তার গন্ধেো টিকটিকি, আরশোলা দূরে থাকবে।
আরও পড়ুন- Winter Tips: দুশ্চিন্তা ছাড়ুন! নিশ্চিন্তে চালান গিজার, বিদ্যুতের খরচ কমাতে শুধু করুন এই কাজটি!
আরও পড়ুন- Winter healthy breakfast: ঘুম থেকে উঠে ক্লান্তি-অবসন্ন ভাব? দিনভর এনার্জি দেবে এইসব পুষ্টিকর জলখাবার
গোলমরিচ গুঁড়ো করে নিয়ে তার জল দিয়ে স্প্রে করলে টিকটিকি আসে না। এছাড়া লবঙ্গও আরশোলা, টিকটিকি তাড়ানোর জন্য দারুণ কার্যকরী। রান্নাঘরের তাকে লবঙ্গ রেখে দিন। দেখবেন তার গন্ধে টিকটিকির উপদ্রব কমছে। এছাড়াও আরশোলা, টিকটিকি দূর করতে কেরোসিন তেলের জুড়ি মেলা ভার। ঘরের কোনায় ছোট্ট একটি পাত্রে কেরোসিন তেল রেখে দিন। তার গন্ধেও পোকামাকড় দূরে থাকবে।
আরও পড়ুন- Winter Pollution Risk, Prevention and Tips: শীত কড়া নাড়তেই দূষণের দাপট, সুস্থ থাকতেই অবশ্যই মেনে চলুন এই টিপসগুলি