Advertisment

Arvind Kejriwal: কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী? কেজরিওয়ালের পদত্যাগের ঘোষণার মাঝেই চূড়ান্ত জল্পনা

Arvind Kejriwal: জেলমুক্তি মাত্র ২ দিনের মধ্যে কেজরিওয়াল গতকাল মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন। যাকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
aap kejriwal

কেজরিওয়াল

Arvind Kejriwal: জেলমুক্তি মাত্র ২ দিনের মধ্যে কেজরিওয়াল গতকাল মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন। যাকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। যদিও কেন তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন তাও তিনি দলীয় নেতা কর্মীদের কাছে স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, জনগণ তাঁকে সততার শংসাপত্র না দেওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না তিনি।

Advertisment

'ওয়ান নেশন ওয়ান ইলেকশন'! চলতি মেয়াদেই বিরাট পদক্ষেপ মোদী সরকারের?

সোমবার,আপ নেতা সৌরভ ভরদ্বাজ একটি সাংবাদিক সম্মেলন করে বলেছেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন সেই নাম নিয়ে এখনও কোন আলোচনা হয়নি। কেজরিওয়ালের পদত্যাগের পর বিধায়কদের তরফে আয়োজিত এক বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আজ কেজরিওয়ালের সঙ্গে দেখা করবেন মণীশ সিসোদিয়া। দুজনেই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আলোচনা করতে পারেন। মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক হবে। এছাড়া দলের পিএসি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি) সভাও আজ অনুষ্ঠিত হবে। দিল্লির মদ নীতি কেলেঙ্কারির মামলায় ১৩ সেপ্টেম্বর জামিন পান কেজরিওয়াল। কেজরিওয়ালের পদত্যাগের ঘোষণার পর তার স্ত্রী সুনিতা, দিল্লি সরকারের মন্ত্রী অতীশি এবং গোপাল রাইয়ের নাম নিয়ে আলোচনা জোরদার হয়েছে।

মুখ্যমন্ত্রীর বাড়িতেই জুনিয়র ডাক্তারদের আজ ফের বৈঠকে ডাক, লাইভ স্ট্রিমিং হবে?

কে হবেন মুখ্যমন্ত্রী? 
কেজরিওয়াল বলেছেন, কেজরিওয়াল সৎ নাকি অসৎ তা জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, 'নির্বাচনের পর জনগণ আমাকে নির্বাচিত করলে আমি পদে বসব'। নির্বাচন না হওয়া পর্যন্ত নতুন মুখ্যমন্ত্রীর মুখ নির্বাচন করবে দল। সূত্রের খবর, অতীশি, কৈলাশ গেহলট, গোপাল রাই, সৌরভ ভরদ্বাজ এবং সুনিতা কেজরিওয়ালের মধ্যে যে কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন।

ভাড়া মাত্র ৩০ টাকা! মোদীর হাত ধরেই চালু হতে চলেছে দেশের প্রথম বন্দে ভারত মেট্রো

কেজরিওয়াল কী করবেন? 
হরিয়ানায় ভোট ৫ অক্টোবর। আপ রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট করেনি। রাজ্যে ৯০ টি আসনেই প্রার্থী দিয়েছে দল। কেজরিওয়ালের পুরো ফোকাস এখন হরিয়ানায় নির্বাচনী প্রচারে থাকবে। জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনেও প্রচার করতে পারেন কেজরিওয়াল।

মদ নীতি কেলেঙ্কারি মামলায় ২১ মার্চ কেজরিওয়ালকে ইডি গ্রেপ্তার করেছিল। ১০ দিন জিজ্ঞাসাবাদের পর ১ এপ্রিল তাকে তিহাড় জেলে পাঠানো হয়। ১০ মে, লোকসভা নির্বাচনে প্রচারের জন্য তাকে ২১ দিনের জন্য মুক্তি দেওয়া হয়েছিল। ৫১ দিন কারাগারে থাকার পর তিনি মুক্তি পান। ২ জুন কেজরিওয়াল তিহাড় জেলে আত্মসমর্পণ করেন। মদ নীতি মামলায় দুর্নীতি মামলায় ২৬শে জুন তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। ১৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দেয়। এভাবে ১৫৬ দিন তিহার জেলে কাটালেও ১৭৭ দিন পর মুক্তি পান তিনি।

ফের মৃত্যুমুখ থেকে ফিরলেন ট্রাম্প! সমর্থকদের কী বার্তা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের?


 

Arvind Kejriwal Kejariwal Government CM Kejariwal
Advertisment