Madhya Pradesh's Ujjain Rape: আরজি কর কাণ্ডের মাঝেই প্রকাশ্যে মহিলাকে ধর্ষণ! ব্যস্ত রাস্তায় এক মহিলাকে ধর্ষণের ভয়ঙ্কর অভিযোগ! আর সেই ধর্ষণের ঘটনার প্রতিবাদ করল না কোন পথচলতি মানুষ। বরং দূরে দাঁড়িয়ে সেই ঘটনার ভিডিও করল পথচারীরা। লজ্জার এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। ভয়ঙ্কর এই ঘটনার ভিডিওটি ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই।
Kolkata Police: পদ খোয়াতে পারেন বিনীত গোয়েল? কে হবেন কলকাতা পুলিশের নয়া সিপি, চর্চায় এই তিন দুঁদে IPS
মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ফুটপাতে মহিলার ধর্ষণের ভিডিও ঘিরে কংগ্রেস এবং ক্ষমতাসীন বিজেপির শুরু হয়েছে তীব্র রাজনৈতিক লড়াই। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদবের নির্বাচনী এলাকায় এই নক্ক্যারজনক ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে রাজ্যের 'আইন-শৃঙ্খলা'একেবারে তলানিতে, এমনই দাবি করেছে কংগ্রেস। পুলিশ সূত্রে জানা গিয়েছে , বুধবার উজ্জয়িনীর অন্যতম ব্যস্ততম মোড়ে ফুটপাতে ওই মহিলাকে ধর্ষণ করা হয়। ঘটনার ভিডিও করেন পথচারীরা। যদিও কেউ'ই প্রতিবাদ করতে এগিয়ে আসেনি।
Sandip Ghosh: ক্যানিংয়ে সন্দীপ ঘোষের বিরাট সাম্রাজ্যের হদিশ! প্রাসাদোপম বাংলো এখন জোর চর্চায়
ঘটনার বীভৎসতায় শিউরে উঠল দেশবাসী
উজ্জয়িনী সিটি পুলিশ সুপার (সিএসপি) ওম প্রকাশ মিশ্র বলেন, “গতকাল (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টে নাগাদ এক মহিলা থানায় এসে অভিযোগ করেন তাকে ধর্ষণ করা হয়েছে। এরপরেও একটি এফআইআর দায়ের করা হয়'। মহিলা তার অভিযোগে লোকেশ নামে এক ব্যক্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনেন। এফআইআর দায়ের হওয়ার দুই ঘন্টার মধ্যেই লোকেশকেই গ্রেফতার করা হয়েছে। লোকেশ জেরায় অপরাধের কথা স্বীকার করেছে,”।
RG Kar Case: আরজি করের আর্থিক দুর্নীতি, সাঁড়াশি হানা ED-র, সন্দীপের অত্যন্ত ঘনিষ্ঠ প্রসূন আটক
রাজ্য কংগ্রেসের সভাপতি জিতু পাটোয়ারি বলেছেন, যখন আরজি কর ধর্ষণ-খুনের ঘটনায় সারা দেশে প্রতিবাদ অব্যাহত। তখন মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায় ফুটপাথে একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। বিজেপি মধ্যপ্রদেশের সভাপতি ভি ডি শর্মা বলেছেন, কংগ্রেস এই ঘটনার রাজনীতি করছে। বিজেপি সরকারই প্রথম সরকার যারা এই ধরনের ঘটনার অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য একটি আইন প্রবর্তন করেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং রাজ্য সরকার নিশ্চিত করছে যাতে দোষী কঠোর শাস্তি পায়"।
কোভিডের সময় কোটি কোটির কেলেঙ্কারি! বিজেপি সরকারের বিরুদ্ধে তোলপাড় ফেলা অভিযোগ