Advertisment

সবাই 'অপরাধী', আর 'পিসি ভাইপো সাধু'? প্রশ্ন সুজনের

"কলেজে ভর্তির সময় যে টাকা নেওয়া হয়, ঘুষ নেওয়া হয়, সবই তো কাট মানি। নেতাদের খুশি করলে তবেই কলেজে ভর্তি হতে পারবে। প্রাইমারি, সেকন্ডারি, সব জায়গায় ফেল করা ছেলে পাশ হয়ে যায় কাটমানির দৌলতে।"

author-image
IE Bangla Web Desk
New Update
mamata, sujan

মমতা নিজেই আরএসএস ঘনিষ্ট, তোপ সুজনের

কাটমানি এবং ভাটপাড়া-কাঁকিনাড়া চত্ত্বরে পুলিশের গুলি চালনার ইস্যুতে সোমবার ওয়াক আউট ঘিরে উত্তাল হয় বিধানসভা। সম্প্রতি 'কাট মানি' এবং দলের অন্দরের ‘দুর্নীতি’ নিয়ে সরব হয়ে উঠেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর স্পষ্ট নির্দেশ, কাট মানি নেওয়া যাবে না এবং নিয়ে থাকলে তা ফেরত দিতে হবে। এরপর থেকেই সামনে এসে চলেছে রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূল জনপ্রতিনিধিদের ঘিরে ব্যবসায়ী ও স্থানীয় মানুষের ক্ষোভ। সোমবার বিধানসভায় বিরোধীদের মুখেও ছিল সেই সুর। বাংলায় একের পর এক হিংসাত্মক ঘটনা ঠেকাতে ব্যর্থ হচ্ছে পুলিশ, সেই অভিযোগ তুলেও সরব হয় বাম কংগ্রেস।

Advertisment

বিধানসভা থেকে বেরিয়ে বাম কংগ্রেসের যৌথ সাংবাদিক সম্মেলনে সিপিএমের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "ট্রিগার হাতে পুলিশ নির্বিচারে গুলি চালাচ্ছে। এখনও পর্যন্ত ২১ জন নিরীহ মানুষ খুন হয়েছেন। মন্ত্রীকে প্যাসেজ করার জন্য পুলিশ গুলি চালিয়ে যাচ্ছে। অথচ বিধানসভায় এই নিয়ে কোনও আলোচনা হবে না? বিধানসভার মর্যাদাকে নষ্ট করা হচ্ছে। লোকের কথা বিধানসভা পর্যন্ত নিয়ে যাওয়া যাচ্ছে না। ধামাচাপা দেওয়া হচ্ছে।"

আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ না বলায় বেদম মার, অভিযোগ এবার ক্যানিং লোকালে!

বঙ্গ রাজনীতি সরগরম করা 'কাট মানি' নিয়েও এদিন 'পিসি ভাইপো'কে সরাসরি তোপ দাগেন সুজন চক্রবর্তী। তিনি বলেন, "পিসি ভাইপো সাধু আর সবাই অপরাধী হতে পারে না। খোঁজ নিয়ে দেখুন, কাট মানি নিয়ে শাসকদলের লোকেরাই বলছে, যত দোষ আমাদের, আর ওপরে সব সাধু? আমরা ২৫ ভাগ রেখে ৭৫ ভাগ দিয়েছি। আমাদের নির্দেশ ছিল ৭৫ ভাগ দেওয়ার।"

এখানেই থেমে থাকেন নি বাম নেতৃত্ব। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কাট মানি ফেরত পাওয়া নিয়ে রাজ্যে বিভিন্ন এলাকায় জনতার রোষের মুখে পড়তে হচ্ছে শাসকদলের জনপ্রতিনিধিদের। সেই প্রসঙ্গে এদিন সিপিএমের পরিষদীয় দলনেতার বক্তব্য, "মানুষ এখন টাকা ফেরত চাইছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তবে ভুলে যাবেন না, চিটফাণ্ডের টাকা কিন্তু এখনও কেউ পান নি। এমনকি শ্যামল সেন কমিশনের রিপোর্ট আজ পর্যন্ত বিধানসভায় জমা দেওয়া হলো না। কলেজে ভর্তির সময় যে টাকা নেওয়া হয়, ঘুষ নেওয়া হয়, সবই তো কাট মানি। নেতাদের খুশি করলে তবেই কলেজে ভর্তি হতে পারবে। প্রাইমারি, সেকন্ডারি সব জায়গায় ফেল করা ছেলে পাশ হয়ে যায় কাট মানির দৌলতে। পঞ্চায়েত, পৌরসভা সব ক্ষেত্রে নির্দিষ্ট করা আছে টাকার অঙ্ক।"

আরও পড়ুন: সামনে সব রাস্তাই এখন খোলা, বলছেন মদন মিত্র

অন্যদিকে, যখন নারদা কাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে মুখোমুখি হচ্ছেন নারদ নিউজের এমডি তথা সম্পাদক ম্যাথু স্যামুয়েল এবং অভিযুক্ত অফিসার এসএমএইচ মির্জা, সেই সময়ই নারদকান্ড, কাট মানি নিয়ে তৃণমূলকে বিদ্ধ করে সুজন বলেন, "কিছু কিছু জায়গায় যখন কাট মানি ফেরত দিচ্ছেন কেউ, তখন পার্থবাবু বলছেন দলের ০.০১ শতাংশ ব্যাক্তি কাটমানি নিয়েছেন। সবচেয়ে বড় কথা, এই ০.০১ শতাংশে কী নারদকান্ডে যাঁরা হাত পেতে টাকা নিয়েছিলেন তাঁদের নাম আছে?" তিনি আরও বলেন, "যাঁরা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় টাকা নিয়েছিলেন, তাঁরা মুখ্যমন্ত্রীর কথাতেই এবার টাকা ফেরত দিন।"

Mamata Banerjee sujan chakraborty west bengal politics
Advertisment