Advertisment

গোমাংস খেয়ে হিন্দুত্ব প্রচার! ভয়ঙ্কর অভিযোগে বিদ্ধ বিজেপি

Sanjay Raut On Sanket Bawankule Bill :দুর্ঘটনায় আগে একটি বারে গিয়ে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন ওই বিজেপি নেতার ছেলে। পাশাপাশি তিনি বিফ কাটলেট সহ চিকেন ও মাটনের একাধিক মেন্যু অর্ডার করেন বলে অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP

'গোমাংস খেয়ে হিন্দুত্ব প্রচার', BJP-র বিরুদ্ধে আসরে সঞ্জয় রাউত


Sanjay Raut On Sanket Bawankule Bill :মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের ছেলে সংকেতের মালিকানাধীন একটি বিলাসবহুল গাড়ি সোমবার ভোরে নাগপুরের রামদাসপেঠ এলাকায় বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এরপর গাড়ির চালককে আটক করে তাঁর রক্তের নমুনা মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়। দুর্ঘটনার পর থেকেই এই ইস্যুতে সরব বিরোধীরা। রাজ্য বিজেপির সভাপতির ছেলে সংকেত বাওয়ানকুল সেদিন মদ্যপ অবস্থায় ছিলেন। পাশাপাশি তিনি একটি বার থেকে বিফ কাটলেটও অর্ডার করেন বলেন অভিযোগ তোলেন ঠাকরে গোষ্ঠীর সাংসদ সঞ্জয় রাউত । সেই সঙ্গে তিনি বলেন, 'গোমাংস খেয়ে হিন্দুত্ব প্রচার করছে বিজেপি। তারাই আবার গোহত্যার ঘটনায় মানুষকে পিটিয়ে মারছে'। সঞ্জয় রাউতের গুরুতর অভিযোগ, যে অডি গাড়িটি দুর্ঘটনা ঘটিয়েছে তার রেজিস্ট্রেশন বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের ছেলে সংকেত বাওয়ানকুলের নামে নথিভুক্ত রয়েছে।

Advertisment

ডাক্তারিতে ভর্তির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষের কুকীর্তি প্রকাশ্যে

নাগপুরেও হিট অ্যান্ড রান নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা। দু'দিন আগে নাগপুরে একটি দ্রুতগামী অডি গাড়ির ধাক্কায় আহত হয়েছেন অনেকে। যে অডি গাড়িটি দুর্ঘটনা ঘটিয়েছে তার রেজিস্ট্রেশন বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের ছেলে সংকেত বাওয়ানকুলের নামে রয়েছে। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন অর্জুন হাভারে, রনিত চিত্তমওয়ার, সংকেত বাওয়ানকুলে সহ তিনজন। পুলিশ জানিয়েছে, এই গাড়িটি চালাচ্ছিলেন সংকেতের বন্ধু অর্জুন। এবার ঠাকরে গোষ্ঠীর সাংসদ সঞ্জয় রাউত বড়সড় তথ্য সামনে এনেছেন। তিনি অভিযোগ করেন সংকেত বাওয়ানকুলের গাড়িতে একটি বারের বিল পাওয়া গেছে। সঞ্জয় রাউত দাবি করেছেন যে এই বিলে বিফ কাটলেটের সাথে অ্যালকোহল, চিকেন, মাটনের অর্ডার দেওয়ার প্রমাণ রয়েছে।

কোটি কোটির কেলেঙ্কারিতে সোচ্চার কংগ্রেস! সেবি প্রধানের বিরুদ্ধে 'বিস্ফোরক' অভিযোগে মোদীকে নিশানা

নাগপুরে বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের ছেলে সংকেত বাওয়ানকুলের গাড়ি দুর্ঘটনার বিষয়ে গুরুতর অভিযোগ করেছেন ঠাকরে গ্রুপের সাংসদ সঞ্জয় রাউত। রাউত দাবি করেন, সংকেত এবং তার বন্ধুরা যে হোটেলে খাবার খেয়েছিল তার বিলে বিফ কাটলেট অন্তর্ভুক্ত ছিল। সেই সঙ্গে রাউত বলেন, যারা আমাদের হিন্দু ধর্ম শেখায় তারা কী করে বারে বসে বিফ কাটলেট খেতে পারে? তারাই আবার গোহত্যার নামে কী করে মানুষকে পিটিয়ে মারে?

'মোদীকে পছন্দ করি', ভরা মঞ্চে রাহুলের মন্তব্যে 'হতবাক' বিশ্ববাসী

সেই সঙ্গে তিনি রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের ভুমিকার কড়া সমালোচনা করে বলেন,  নাকের ডগায় এত বড় দুর্ঘটনা, ১৭-১৮ জন হাসপাতালে ভর্তি। অথচ গাড়ির মালিকের নামে কোন এফআইআর-এ নেই। দেবেন্দ্র ফড়নবীশ মহারাষ্ট্র আপনাকে ক্ষমা করবে না। আপনার চোখের সামনে আপনার দলের এক নেতার ছেলে দশটা গাড়ি পিষে, মদ খেয়ে মানুষ মারার চেষ্টা করেছে। আপনি কীভাবে তাকে বাঁচানোর চেষ্টা করছেন?  

 

Sanjay Raut BJP Leader
Advertisment