তৃণমূলে তারকাদের আনাগোনা মোটেই বিরল নয়। তবে সম্প্রতি টলিপাড়ায় ঘাসফুল শিবিরের দুর্ভেদ্য প্রচীরে আঘাত হেনে বেশ কয়েকজন টেলি তারকাকে দলে টেনেছে বিজেপি। ফলে, এমতবস্থায় তৃণমূলের সবথেকে বড় রাজনৈতিক মেগা শো'র মঞ্চে কোন কোন তারকা উপস্থিত থাকলেন, আর কে কে অনুপস্থিত তা নিয়ে আগ্রহ ছিল সব মহলেই।
ওয়াকিবহাল মহলের মতে, এদিন মমতার মঞ্চে টলি ও টেলি তারকাদের উপস্থিতি অন্যবারের তুলনায় অনেক কম। বহু মিয়মিত এবং পরিচিত মুখদেরও দেখা যায়নি ধর্মতলা চত্বরে। তবে সবথেকে বেশি চোখে পড়েছে রুদ্রনীল ঘোষ, কবীর সুমন, মুনমুন সেন, দেবশ্রী রায়, তাপস পাল, চিরঞ্জিত, সন্ধ্যা রায়দের মোত রাজনৈতিক পরিচয় থাকা তারকাদের অনুপস্থিতি। মনে করা হচ্ছে, অসুস্থতার কারণে নাও আসতে পারেন সন্ধ্যা রায়। কিন্তু নির্বাচনে পরাজিত হয়েই কি বিমুখ হলেন মুনমুন-সহ অনেকেই, উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী রিমঝিম মিত্র
আরও পড়ুন, একুশের সমাবেশে হাজির টলি বিগ্রেড, কে কে গেলেন মমতার মঞ্চে?
যেসব তারকাদের রাজনৈতিক পরিচয় রয়েছে শুধু তাঁরাই নন, এদিন মঞ্চে উপস্থিত ছিলেন না ইন্দ্রাণী হালদার, তনুশ্রী চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, বনি সেনগুপ্ত, ঋত্বিকা সেনের মতো পরিচিত মুখেরা। গরহাজির ছিলেন পরিচালক সুদেষ্ণা রায়, দীপঙ্কর দে, দিব্যেন্দু বড়ুয়া, ঝুলন গোস্বামীদের মতো বিশিষ্টরাও।
আরও পড়ুন: ‘স্বামীর কথায় নুসরত কি বিজেপিতে যাচ্ছেন?’
অপর্ণা সেনের 'ডুবন্ত জাহাজ' উক্তি কি তাহলে সত্যি হতে চলেছে? উল্লেখ্য, কিছুদিন আগে বিজেপিতে টেলি তারকাদের একটা বড় অংশ চলে গিয়েছে। এই প্রসঙ্গে অপর্ণা সেন বলেছিলেন, 'তৃণমূল ক্রমশ ক্ষমতা হারাচ্ছে। সেটা বুঝতে পেরেই ওঁরা বিজেপির দিকে ঝাঁপিয়েছেন।' তৃণমূলকে 'ডুবন্ত জাহাজে'র সঙ্গে তুলনা করেছিলেন তিনি। এদিকে এসভিএফ-এর কর্ণধার শ্রীকান্ত মোহতাও বিচারবিভাগীয় হেফাজতে। অনেকে মনে করছেন, টলি-টেলি পাড়ার অনেকেই এতদিন একুশে জলাইয়ের মঞ্চে উপস্থিত হতেন শ্রীকান্তের 'কথায়'। তাই এবার শ্রীকান্তের অনুপস্থিতি ছাপ ফেলেছে টালিগঞ্জের উপস্থিতিতে, এমনটাই মত অনেকের। তবে বিজেপির ছায়াকেও কেউই উড়িয়ে দিচ্ছে না। তবে কারণ যাই হোক, এদিনের পর টলিউডে তৃণমূলের একচ্ছত্র আধিপত্য নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।