India vs Pakistan Asia Cup 2025 Weather Update: কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি! ভেস্তে যাবে ভারত-পাকিস্তান লড়াই?

India vs Pakistan: টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত এশিয়া কাপে তিনটে ম্য়াচ খেলেছে। আর তিনটে ম্য়াচেই তারা জয়লাভ করেছে। এমনকী, পাকিস্তানকেও একবার পরাস্ত করেছে ভারতীয় ক্রিকেট দল।

India vs Pakistan: টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত এশিয়া কাপে তিনটে ম্য়াচ খেলেছে। আর তিনটে ম্য়াচেই তারা জয়লাভ করেছে। এমনকী, পাকিস্তানকেও একবার পরাস্ত করেছে ভারতীয় ক্রিকেট দল।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan Weather Updatte

ছবিটি প্রতীকী

India vs Pakistan: চলতি এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোর পর্বে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্য়াচতে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে তিনটে ম্য়াচে জয়লাভ করেছে। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট দল গ্রুপ পর্বে ভারতের কাছেই হেরে গিয়েছিল। তবে সংযুক্ত আরব আমিরশাহীকে ৪১ রানে হারিয়ে তারা সুপার ফোর পর্বের যোগ্যতা অর্জন করেছে।

Advertisment

India vs Pakistan Asia Cup 2025: 'দেশের জন্য ভাল করো...', পাকিস্তান ম্য়াচের আগে 'হুঙ্কার' সূর্যের

গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে ৭ উইকেটে হেরে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। রবিবারও টিম ইন্ডিয়া গত ম্য়াচের পারফরম্য়ান্স আওড়াতে চাইবে। অন্যদিকে, পাকিস্তান আপ্রাণ চেষ্টা করবে যাতে ভারতকে হারানো যেতে পারে।

Advertisment

India vs Pakistan Toss Update: রবিবার টসই আসল 'বস'! হারলে চাপ বাড়বে টিম ইন্ডিয়ার?

ভারত বনাম পাকিস্তান হেড-টু-হেড ম্য়াচের হিসেব-নিকেশ

আইসিসি এবং এশিয়া কাপ টুর্নামেন্টেই ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামে। গত ১০ ম্য়াচের মধ্যে ভারতীয় ক্রিকেট দল আটটায় জয়লাভ করেছে। গত কয়েক বছরে পাকিস্তান ক্রিকেট দলের উপর টিম ইন্ডিয়া নিজেদের দাপট বজায় রেখেছে।

Mithun Manhas: সৌরভ কিংবা হরভজন নন, দিল্লি এই ক্রিকেটারই হচ্ছেন পরবর্তী BCCI প্রেসিডেন্ট?

ওয়েদার এবং পিচ রিপোর্ট:

চলতি এশিয়া কাপ টুর্নামেন্টের এই হাইভোল্টেজ ম্য়াচটা দুবাইয়ে আয়োজন করা হবে। এই ম্য়াচের ওয়েদার রিপোর্ট যথেষ্ট ভাল। বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। এই ম্য়াচ চলাকালীন তাপমাত্র ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আনুমানিক ৩৯ শতাংশ থাকবে। একটা টি-২০ ম্য়াচ আয়োজনের পক্ষে এই আবহাওয়া যে একেবারে অনুকূল, তা বলা যেতেই পারে।

India vs Pakistan Asia Cup 2025 Super 4 Live Streaming: বাম্পার অফার,মাত্র ৪৯ টাকায় দেখুন ভারত-পাকিস্তান ম্যাচ! করতে হবে এই ছোট্ট কাজ

এই দুটো দলের মধ্যে গত ম্য়াচটাও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। সেই ম্য়াচে কুলদীপ যাদবের সামনে ভারতীয় ক্রিকেট দল কার্যত নতিস্বীকার করেছিল। আজকের ম্য়াচেও আশা করা হচ্ছে, স্পিনাররা যথেষ্ট সুবিধা পেতে পারেন। এই উইকেটে প্রথম ইনিংসে গড়ে ১৪০ রান ওঠে। আর দ্বিতীয় ইনিংসে ওঠে ১২৯ রান।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ:

ভারত - অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, সঞ্জু স্য়ামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।

পাকিস্তান - সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, ফখর জামান, সলমান আলি আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, খুশদিল শাহ, মহম্মদ হ্যারিস (উইকেটকিপার), মহম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, আবরার আহমেদ।

India vs Pakistan Asia Cup 2025