AFC Champions League 2: আগামী সেপ্টেম্বর-ডিসেম্বরে সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ভবিষ্যৎ অনিশ্চিত। এই পরিস্থিতিতে সুপার কাপ আয়োজনে জোর দিচ্ছেন ফেডারেশন কর্তারা। এআইএফএফ সভাপতি ইতিমধ্যে আইএসএল ক্লাবগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। এর বিজয়ী দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর প্রাথমিক পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করবে।
আরও পড়ুন- ২০০ টাকার কমে বাজার তোলপাড় করা প্ল্যান Jio এর, অফার জানলে মন আনন্দে নেচে উঠবে
ফেডারেশন সভাপতি জানিয়েছেন
এই ব্যাপারে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে সাংবাদিকদের বলেন, 'আমরা আশা করছি সুপার কাপ সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হবে। দলগুলি প্রস্তুতি নেবে। খেলোয়াড়দের বিদেশ থেকে ফিরিয়ে আনতে ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগতে পারে। আমাদের পরবর্তী সভায় আমরা টুর্নামেন্ট শুরুর তারিখ ঘোষণা করব।'
আরও পড়ুন- মহম্মদ সিরাজকে নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী বিশ্বখ্যাত কোচের!
ভারতীয় পুরুষদের সেরা ফুটবল লিগ আইএসএল আয়োজন করে এআইএফএফ। সাহায্য করে স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)। তাদের সঙ্গে এআইএফএফের মাস্টার রাইটস চুক্তি (এমআরএ) আছে। এনিয়ে নতুন করে আলোচনা দরকার। কিন্তু, ডিসেম্বরে এমআরএ-র মেয়াদ শেষ হচ্ছে। পাশাপাশি, সুপ্রিম কোর্ট এআইএফএফ সংবিধানের ওপর রায় দেয়নি। এই পরিস্থিতিতে এমআরএ নিয়ে আলোচনা স্থগিত থাকছে। ফলে, নতুন চুক্তির সম্ভাবনা দূর-অস্ত।
আরও পড়ুন- ঠাকুরবাড়ির দুই রত্ন! রবীন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথ ঠাকুরকে চিরকালীন সুতোয় বেঁধে রেখেছে ৭ আগস্ট
এতে ক্লাবগুলো আর্থিক ক্ষতির মুখে পড়বে। সেসব কথা মাথায় রেখেই বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি এবং ওড়িশা এফসির মত বেশ কয়েকটি দল সাময়িকভাবে তাদের কার্যকলাপ স্থগিত রেখেছে। সে সম্পর্কে চৌবে বলেন, 'খেলোয়াড় বা কর্মীদের বেতন দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে ক্লাবের। এব্যাপারে আমাদের হস্তক্ষেপের কিছু নেই। সব জায়গাতেই সেরা লিগগুলো এভাবেই চলবে।'
আরও পড়ুন- জন্মাষ্টমীর আগেই রাজযোগ! এই ৩ রাশির ভাগ্য খুলে দিতে চলেছেন গ্রহরাজ শনিদেব
এই পরিস্থিতি দেখেই স্টপ-গ্যাপ ব্যবস্থা হিসেবে এআইএফএফ ওই সময়টায় সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ফেডারেশন কাপের বদলে ২০১৮ থেকে সুপার কাপ শুরু হয়েছে। বেশিরভাগ সময় এই টুর্নামেন্ট হয়েছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। শুধুমাত্র ২০২৩ সালে সুপার কাপ কেরলে হয়েছে। শেষবারের টুর্নামেন্টে ভারতের প্রাক্তন কোচ মার্নেলো মার্কেজের নেতৃত্বে এফসি গোয়া জিতেছিল। ফাইনালে হারিয়েছিল খালিদ জামিলের জামশেদপুর এফসিকে।