Akash Deep Sister Cancer: 'আমার চিন্তা করিস না, দেশের কথা ভাব...', চোখের জলে আকাশ দীপকে উৎসাহ ক্যানসার আক্রান্ত দিদির

Akash Deep: ইংল্য়ান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্ট ম্য়াচে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন আকাশ দীপ। এই ম্যাচে তিনি মোট ১০ উইকেট শিকার করেছেন। এই জয় আকাশ তাঁর ক্যানসার আক্রান্ত দিদিকে উৎসর্গ করেছেন।

Akash Deep: ইংল্য়ান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্ট ম্য়াচে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন আকাশ দীপ। এই ম্যাচে তিনি মোট ১০ উইকেট শিকার করেছেন। এই জয় আকাশ তাঁর ক্যানসার আক্রান্ত দিদিকে উৎসর্গ করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Akash Deep Sister

দিদির সঙ্গে আকাশ দীপ

Akash Deep: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) তারকা পেস বোলার আকাশ দীপ এজবাস্টন টেস্টে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। ভাইয়ের এই পারফরম্য়ান্স দেখার পর তাঁর দিদি অখণ্ড জ্যোতি সিং যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েছেন। 

Advertisment

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট (IND vs ENG 2nd Test Match) ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৩৩৬ রানে জয়লাভ করেছে। এই ম্য়াচে ভারতের জয়ের পিছনে আকাশ দীপের অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই ম্য়াচে তিনি মোট ১০ উইকেট শিকার করেছেন।

Akash Deep Apologizes to Travis Head: হাতে না দিয়ে বল ফেললেন পায়ের কাছে! হেডকে মাঠেই খেপিয়ে তুলকালাম আকাশ দীপের, তুঙ্গে বিতর্ক

ম্যাচজয়ী এই পারফরম্যান্সের কৃতিত্ব আকাশ দীপ তাঁর দিদিকে দিয়েছেন। প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার এই পেস তারকার দিদি বর্তমানে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছেন। এবার তাঁর দিদি'র প্রতিক্রিয়াও সামনে এসেছে।

Advertisment

আকাশ দীপের দিদি অখণ্ড জ্যোতির স্পেশাল মেসেজ

ইন্ডিয়া টুডে'কে একটি স্পেশাল ইন্টারভিউ দিতে গিয়ে আকাশ দীপের দিদি অখণ্ড জ্যোতি সিং জানিয়েছেন, ইংল্যান্ড সফরে যাওয়ার আগে আকাশ দীপ তাঁর সঙ্গে কথা বলছিলেন। সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, আকাশ দীপ নাকি তাঁকে আশ্বস্ত করেছিলেন শরীর-স্বাস্থ্য নিয়ে যেন কোনও চিন্তা না করেন। উলটে তিনিই ভাইকে পরামর্শ দেন, দেশের হয়ে খেলার জন্য আরও বেশি করে মনোনিবেশ করে।

জ্যোতি বললেন, 'ভাইয়ের এই পারফরম্য়ান্স দেখে আমি খুবই খুশি। গোটা পরিবার যে খারাপ সময় কাটাচ্ছিল, সেটা ওর পারফরম্য়ান্স দেখার পর অনেকটাই কেটে গিয়েছে। সকলের মুখে হাসি ফিরে এসেছে।' জ্যোতি আরও যোগ করেছেন, ক্যানসার নিরাময়ের শেষ পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সুস্থ হতে আরও ৬ মাস সময় লাগবে।

IND vs ENG Akash Deep: 'এই পারফরম্যান্স ওঁর জন্য', ক্যানসার আক্রান্ত দিদিকে ঐতিহাসিক জয় উৎসর্গ আকাশদীপের

এই ইন্টারভিউয়ে জ্যোতি আরও যোগ করেছেন,

'আকাশ দীপ যে ১০ উইকেট শিকার করছে, এটা গোটা দেশের জন্য একটি গর্বের ঘটনা। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে বিমানবন্দরে ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি ওকে আশ্বস্ত করেছিলাম যে একেবারে ঠিক আছি। আমার জন্য চিন্তা করার দরকার নেই। আমি ক্য়ানসারের তৃতীয় পর্যায়ে রয়েছি। চিকিৎসকেরা জানিয়েছেন, আমার সুস্থ হতে আরও ৬ মাস সময় লাগবে। এরপর দেখা যাবে।'

Akash Deep Net Worth: IPL খেলে কোটি কোটি টাকা আয়, বাংলার আকাশদীপের মোট সম্পত্তি কত জানেন?

সঙ্গে জ্যোতি আরও যোগ করেছেন, আকাশ যখন উইকেট শিকার করেন সেইসময় আমার খুব আনন্দ হয়। ও যখনই উইকেট শিকার করে, আমি জোরে জোরে হাততালি দিই। গোটা ঘর জুড়ে জয়োল্লাস শুরু হয়ে যায়। এতটাই চিৎকার করি যে প্রতিবেশীরা দৌড়ে আসে।

Akash Deep Record: একাই শেষ করলেন ১০ ইংরেজকে, ৩৯ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন আকাশ

আকাশ দীপের দিদি বললেন, এজবাস্টন টেস্টে জয়লাভ করার পর ভিডিও কলে টিম ইন্ডিয়ার এই পেস তারকার সঙ্গে কথা হয়েছিল। কথা বলতে বলতে তিনি কেঁদে ফেলেছিলেন। জানালেন,

'ম্য়াচ শেষ হওয়ার পর ভিডিও কলে আমাদের মধ্যে ২ বার কথা হয়েছে। কথা বলতে বলতে ভোর ৫টা বেজে গিয়েছে। আকাশ আমাকে বলেছে - চিন্তা করো না। গোটা দেশ আমাদের পাশে রয়েছে। ইমোশনাল হয়েই আমাকে বলে, চোখের জল আর ধরে রাখতে পারছি না। আমি অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু, শেষপর্যন্ত আর কান্না চেপে রাখতে পারিনি।'

Indian Cricket Team Akash Deep IND vs ENG 2nd Test Match