কয়েক ঘন্টার ব্যবধানে ক্রিকেট, ফুটবল মাঠে বেনজির সমস্ত চোট আঘাতের শিকার তারকারা। ইউরোয় খেলতে নেমে ক্রিশ্চিয়ান এরিকসেন যেমন সংজ্ঞা হারিয়ে পড়ে গেলেন মাঠে। তেমন একই কান্ড ঘটল পাকিস্তান সুপার লিগে। একই দিনে চোটের তালিকায় নাম লিখিয়ে হাসপাতালে ভর্তি হলেন আন্দ্রে রাসেল এবং ফাফ দু-প্লেসিস। দু-জনের জন্যই নামাতে হল কনকাশন পরিবর্ত।
ফিল্ডিং করার সময় বাউন্ডারি বাঁচাতে গিয়ে যেমন সতীর্থের সঙ্গে সংঘর্ষে আহত হলেন ডুপ্লেসিস। তেমনই ব্যাট করার সময় বাউন্সারে আঘাত পেলেন আন্দ্রে রাসেল। তাঁর হেলমেটে সরাসরি বল আছড়ে পড়ল। সঙ্গেসঙ্গেই তাঁর পরিবর্ত হিসাবে কনকাশন পরিবর্ত-র নিয়ম মেনে নামানো হল ফাস্ট বোলার নাসিম শাহকে। তবে দ্বিতীয় ইনিংস শুরুর মুখেই একজন ফাস্ট বোলারকে পরিবর্ত নেওয়ায় একপ্রস্থ উষ্মা দেখালেন ইসলামাবাদ ইউনাইটেডের অধিনায়ক শাদাব খান। আম্পায়ার আলিম দারের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে।
আরো পড়ুন: গোল করে এরিকসেনের জন্য কান্নায় ভেঙে পড়লেন! হৃদয় গলানো কীর্তি লুকাকুর, ভিডিও দেখুন
গ্লাডিয়েটর্স ইনিংসের ১৪ তম ওভারে ঘটে দুর্ঘটনা। মহম্মদ মুসার আগের ওভারেই জোড়া ছক্কা হাঁকিয়ে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ক্যারিবীয় অলরাউন্ডার। তবে তাঁর পরের মুসার ওভারেই একটা বাউন্সারে প্রতিক্রিয়া দেখতে বিলম্ব করে ফেলেন। সঙ্গেসঙ্গেই বল আছড়ে পড়ে হেলমেটে। আঘাত লাগার পরেই রাসেলকে প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখেন ফিজিও। তারপরেই তাঁকে ব্যাট করার অনুমতি দেওয়া হয়। তাঁর পরের বলেই যদিও আউট হয়ে যান তিনি। থার্ড ম্যানে ক্যাচ তুলে বিদায় নেন তারকা।
তবে দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই রাসেলকে ড্রেসিংরুম থেকে স্ট্রেচারে করে বের করে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয় এম্বুলেন্স।
কনকাশন পরিবর্ত হওয়ার নিয়মেই বলা হয়েছে, প্রথম একাদশের বাইরে যাঁকে পরিবর্ত হিসাবে বাছা হবে, সে যেন লাইক-ফর-লাইক রিপ্লেসমেন্ট, অর্থাৎ একই ধরণের ক্রিকেটার হন। আর সেই পরিবর্ত ক্রিকেটার বাছাইয়ে সবুজ সংকেত দেবেন স্বয়ং ম্যাচ রেফারি। তবে পেস বোলিং অলরাউন্ডার রাসেলের পরিবর্তে নাসিম শাহ-কে পরিবর্ত বাছা নিয়েই যত গন্ডগোলের সূত্রপাত।
অবশ্য নাসিম শাহ বল হাতে কোনো ভেলকি দেখাতে পারেননি। প্রথম ওভারেই বল করতে এসে চার বাউন্ডারি সমেত ১৯ রান খরচ করলেন। গ্লাডিয়েটর্স ১৩৩ রান করলেও ইসলামাবাদ ইউনাইটেড সেই রান ১০ ওভারেই মধ্যেই তুলে দেয়। এই প্রথমবার পিএসএলের ইতিহাসে কোনো দল অর্ধেক ওভারেই ম্যাচ জিতে নিল আবু ধাবিতে পিএসএল শুরু হওয়ার পরে এই প্রথমবার খেলতে নেমেছিল গ্লাডিয়েটর্স।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন