Footballer Death: শরীরে বাসা বেঁধেছিল মারণ-রোগ, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

Argentina Football Legend: আর্জেন্টিনার এই তারকা ফুটবলার গত কয়েকমাস ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন। সেকারণে তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। কর্দোভা শহরের ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Argentina Football Legend: আর্জেন্টিনার এই তারকা ফুটবলার গত কয়েকমাস ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন। সেকারণে তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। কর্দোভা শহরের ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Footballer Death 234

দীর্ঘ ১৭ বছর ধরে তিনি লা অ্যালবিসেলেস্তে ব্রিগেডের হয়ে দাপুটে ফুটবল খেলেছেন

Argentina Football Team: বিশ্ব ফুটবল ইতিহাসে আর্জেন্টিনার জন্য যে একটা আলাদা অধ্যায় রয়েছে, সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। একাধিক তারকা ফুটবলার নীল-সাদা জার্সিতে বিশ্বজয় করেছেন। রাজত্ব করেছেন সমর্থকদের হৃদয়ে। তেমনই একজন ফুটবলার হলেন লুইস গালভান (Luis Galvan) । চলতি মাসের শুরুতেই (৬ মে) মারা যান তিনি। বয়স হয়েছিল ৭৭ বছর। গালভানের মৃত্যুতে ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisment

Footballer Death: কাঁদিয়ে চলে গেলেন ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার, ময়দানে নামল শোকের ছায়া

জানা গিয়েছে, আর্জেন্টিনার এই তারকা ফুটবলার গত কয়েকমাস ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন। সেকারণে তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। কর্দোভা শহরের ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Advertisment

Footballer Death News: মাত্র ২১ বছর বয়সেই সব শেষ! সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তারকা ফুটবলার

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সাতের জগতে পেশাদার ফুটবলে পা রেখেছিলেন গালভান। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি লা অ্যালবিসেলেস্তে ব্রিগেডের হয়ে দাপুটে ফুটবল খেলেছেন। তবে কেরিয়ারের শেষদিকে দেশের বাইরেও বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলতে দেখা যায় এই তারকা ডিফেন্ডারকে। কয়েকমাস তো তিনি বলিভিয়ার ক্লাবের হয়েও খেলেছিলেন।

Footballer Death: মাত্র ৩৬ বছরেই ক্যানসার কাড়ল প্রাণ, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তারকা ফুটবলার

আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১৯৭৫ সালে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে অভিষেক হয়েছিল এই তারকা ফুটবলারের। সেই বছরই তিনি আবার প্যান আমেরিকা গেমসের দলে জায়গা করে নিয়েছিলেন। এরপর ১৯৭৮ সালে হয় স্বপ্নপূরণ। আর্জেন্টিনা ফুটবল দলের হয়ে তিনি ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) আসরে খেলতে নামেন। প্রত্যেকটা ম্য়াচেই তাঁকে খেলানো হয়। ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয় করেছিল আর্জেন্টিনা।

Footballer Death: আত্মঘাতী গোলই কাড়ল প্রাণ, গুলিতে ঝাঁঝরা তারকা ফুটবলার

বিশ্বকাপে খেলার সুযোগ

এরপর ১৯৮২ সালে আয়োজিত বিশ্বকাপেও তিনি খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু, এই আসরে গালভানের পারফরম্য়ান্স একেবারে নজর কাড়তে পারেনি। পরের বছরই অর্থাৎ ১৯৮৩ সালে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেন। যদিও ১৯৮৭ সালে তিনি পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছিলেন।

FIFA World Cup Argentina Football Team Luis Galvan