/indian-express-bangla/media/media_files/2025/05/17/Wx42wJMdlKC7xPvbPH7e.jpg)
ভারতের জ্যাভেলিন তারকা নীরজ চোপড়া
Neeraj Chopra: ভারতের 'সোনার ছেলে' নীরজ চোপড়া জ্যাভেলিন (Javalin) থ্রো'য়ে এখনও পর্যন্ত কেরিয়ারের সেরা পারফরম্য়ান্সটা করলেন। ২০২৫ দোহা ডায়মন্ড লিগে অংশগ্রহণ করেছেন নীরজ। সুহেম বিন হামাদ স্টেডিয়ামে গত শুক্রবার (১৬ মে) রাতে তিনি ৯০ মিটারের বেশি দুরত্বে জ্যাভেলিন থ্রো করেন। আর সেইসঙ্গে লিখে ফেলেন এক নয়া ইতিহাস।
ভারতীয় সমর্থকরা দীর্ঘদিন ধরেই সাফল্যের এই মাহেন্দ্রক্ষণটার জন্য অপেক্ষা করছিলেন। সকলের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে নীরজ কবে ৯০ মিটার কিংবা তার বেশি দুরত্বে থ্রো করতে পারবেন? অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছেন। কিন্তু, এতকিছুর পরও সোনার পদক জিততে পারলেন না নীরজ চোপড়া।
ঐতিহাসিক থ্রো করেও সোনা জিততে পারলেন না নীরজ চোপড়া
শুক্রবার ২০২৫ দোহা ডায়মন্ড লিগে নীরজ চোপড়া ৯০.২৩ মিটার দুরত্বে থ্রো করেন। এই প্রতিযোগিতায় নীরজের ৬ প্রচেষ্টার পর সেরা পারফরম্য়ান্স বেরিয়ে আসে। কিন্তু, তা সত্ত্বেও এই লিগে জিততে পারেননি নীরজ চোপড়া। আসলে, অন্তিম রাউন্ডে গোটা ইভেন্টের রং একেবারে বদলে যায়।
শেষ প্রচেষ্টায় নীরজ ৮৮.২০ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করেছিলেন। অর্থাৎ ৯০.২৩ মিটারই তাঁর কেরিয়ারের সর্বশ্রেষ্ঠ পারফরম্য়ান্স হিসেবে পরিগণিত হয়। এরপর জুলিয়ান ওয়েবার কোটি-কোটি ভারতীয় সমর্থকের হৃদয় ভেঙে দেন। অন্তিম প্রচেষ্টায় তিনি ৯১.০৬ মিটার দুরত্বে থ্রো করেন। শেষপর্যন্ত এই ইভেন্টে জুলিয়ানকেই বিজয়ী ঘোষণা করা হয়।
Neeraj Chopra: 'আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে...', আরশাদ ইস্য়ুতে মর্মাহত নীরজ চোপড়া
ইতিহাস গড়েও দ্বিতীয় স্থান অর্জন করলেন নীরজ
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, নীরজ চোপড়াই প্রথম ভারতীয় জ্যাভেলিন তারকা যিনি ৯০.২৩ মিটার দুরত্বে থ্রো করলেন এবং ৯০ মিটার গাঁট অতিক্রম করেন। জ্যাভেলিন বিশ্বের ২৫ তম অ্যাথলিট হিসেবে নীরজ এই মাইলফলক অর্জন করেন। যদিও এই ঐতিহাসিক থ্রো'র পরেও নীরজ দ্বিতীয় স্থান অর্জন করলেন। ইতিপূর্বে, ভারতের হয়ে সেরা পারফরম্য়ান্সও নীরজের ঝুলিতেই ছিল। স্টকহোম ডায়মন্ড লিগে তিনি ৮৯.৯৪ মিটার দুরত্বে থ্রো করেছিলেন। নীরজ ছাড়া ২০২৫ দোহা ডায়মন্ড লিগে দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে অংশগ্রহণ করেছিলেন কিশোর জেনা। এই লিগে তিনি ৭৮.৬ মিটার দুরত্বে থ্রো করেন এবং শেষপর্যন্ত অষ্টম স্থান দখল করেন।
নতুন কোচের তত্ত্বাবধানে খেলতে নেমেছিলেন নীরজ
২০২৫ দোহা ডায়মন্ড লিগে নীরজ তাঁর নয়া কোচ ইয়ান জেলস্নির তত্ত্বাবধানে খেলতে নেমেছিলেন। আর প্রথমবারই বাজিমাত করে দেন ভারতের এই 'সোনার ছেলে'। গত মরশুমের শেষদিকে নীরজ তাঁর প্রাক্তন কোচ বার্টোনিৎজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর ইয়ান জেলস্নির সঙ্গে হাত মেলান নীরজ। আর সেইসঙ্গে নিজের সর্বশ্রেষ্ঠ পারফরম্য়ান্সও করলেন তিনি।