/indian-express-bangla/media/media_files/2025/09/19/rip-2-2025-09-19-09-57-23.jpg)
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আর্থাৎ জোন্স
Arthur Jones: চরম শোকে ডুবল গোটা ক্রীড়াজগৎ। প্রাক্তন সুপার বাওল চ্য়াম্পিয়ন আর্থার জোন্স শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মাত্র ৩৯ বছর বয়সেই পার্থিব জগৎকে 'অলবিদা' জানিয়েছেন তিনি। তাঁর প্রাক্তন দল বাল্টিমোর রাভেন্সের পক্ষ থেকে এই খবরটি নিশ্চিত করা হয়েছে। NFL দুনিয়ায় আর্থার জোন্স যথেষ্ট জনপ্রিয একটি নাম ছিলেন। ২০১৩ সালে সুপার বাওলে বাল্টিমোর রাভেন্সকে চ্যাম্পিয়ন করার পিছনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। আর্থারের মধ্যে ছিল অফুরান প্রাণশক্তি। স্পোর্টসম্যানশিপের জন্যও তাঁর যথেষ্ট নামডাক ছিল। মাঠের ভিতরে হোক কিংবা বাইরে, সব জায়গাতেই তাঁর জনপ্রিয়তা ছিল অকৃত্রিম।
Footballer Death News: মাত্র ২১-য়েই সব শেষ! সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন তারকা ফুটবলার
আর্থার জোন্সের মৃত্যু
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১০ সালে NFL কেরিয়ার শুরু করেছিলেন আর্থার জোন্স। এরপর ৭ বছর ধরে তিনি NFL দুনিয়ায় যথেষ্ট সুনাম অর্জন করেন। ২০১৭ সালে অবসর গ্রহণ করেন আর্থার। কিন্তু, অবসরের পরও তাঁর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। আর্থার মাত্র ৩৯ বছর বয়সে পা রেখেছিলেন। অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে আর্থারের মৃত্যুতে ক্রীড়া জগতে একটা বড়সড় ক্ষতি হয়ে গেল, তা বলা যেতেই পারে।
Indian Footballer Death News: আচমকা হার্ট অ্যাটাকেই সব শেষ, চিরনিদ্রার দেশে ভারতীয় ফুটবলার
কোন কোন দলের হয়ে খেলেছেন আর্থার জোন্স?
২০১০ সালে আর্থার জোন্স তাঁর NFL কেরিয়ার শুরু করেছিলেন। পঞ্চম রাউন্ডেই বাল্টিমোর রাভেন্স তাঁকে ডেকে নেয়। এরপর তিন বছর তিনি এই দলের হয়ে খেলেন। এমনকী, বাল্টিমোর রাভেন্সকে সুপার বাওল চ্যাম্পিয়নও করেন। এরপর ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি ইন্ডিয়ানাপলিস কোল্টস এবং ২০১৭ সালে ওয়াশিংটন ব়্যাডস্কিন্সের হয়ে খেলেছিলেন। গোটা কেরিয়ারে তিনি মোট ১৭৩ ট্যাকল এবং ১০ স্ন্যাচ করেছেন। তাঁর কেরিয়ার এককথায় অসাধারণ বলা যেতেই পারে।
Cricketer Death: মর্মান্তিক! ছক্কা হাঁকিয়েই সব শেষ, মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণ ক্রিকেটার
শোকজ্ঞাপন করেছে বাল্টিমোর রাভেন্স
বাল্টিমোর রাভেন্সের জেনারেল ম্যানেজার এরিক ডি'কোস্টা শোকবার্তায় জানিয়েছেন, 'আর্থারের উপস্থিতি তাঁর দলের কাছে একটা সুন্দর উপহারের সমান ছিল। ওর হাসি, অফুরাণ প্রাণশক্তি এবং ইতিবাচক মানসিকতা সবসময়ই বাকিদের অনুপ্রাণিত করত। এমন একজন খেলোয়াড়ের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us