/indian-express-bangla/media/media_files/2025/09/10/rip-2025-09-10-11-14-14.jpg)
ছবিটি প্রতীকী
Footballer Death: আচমকা হার্ট অ্যাটাকেই শেষ হয়ে গেল সবকিছু। মারা গেলেন ভারতের এক তরুণ ফুটবলার। জানা গিয়েছে, তিনি জম্মু-কাশ্মীর পুলিশ সেন্ট্রাল স্পোর্টস ফুটবল দলের হয়ে খেলছেন। নাম প্রদীপ শর্মা। সতীর্থরা তাঁকে ভালবেসে 'চিকু' বলে ডাকতেন। জম্মু-কাশ্মীর পুলিশে প্রদীপ কনস্টেবল পদে কাজ করতেন। আধিকারিক সূত্রে একথাই জানানো হয়েছে।
Footballer Death: শরীরে বাসা বেঁধেছিল মারণ-রোগ, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার
পুলিশ ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় ছিলেন প্রদীপ। একাধিক টুর্নামেন্টে তিনি পুলিশবাহিনীর হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
এই ঘটনার কথা শুনে প্রদীপের পুলিশ সহকর্মী এবং সতীর্থ ফুটবলাররা গভীর শোক প্রকাশ করেছেন। সকলেই একবাক্যে স্বীকার করেছেন, খুব অল্প বয়সেই প্রদীপ শর্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সঙ্গে এও যোগ করা হয়েছে, প্রদীপ একজন যথেষ্ট সৎ পুলিশকর্মী ছিলেন।
ফুটবলার ছাড়াও জম্মু-কাশ্মীরের বাকি খেলোয়াড়রা এই ঘটনায় গভীরভাবে মর্মাহত। জানানো হয়েছে, প্রদীপের মৃত্যু জম্মু-কাশ্মীর ফুটবলে এক গভীর শূন্যস্থান তৈরি করেছে।
হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন মুম্বই সিটি এফসি-র প্রাক্তন কোচও
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত অগাস্ট মাসে (৫ অগাস্ট) হৃদরোগে আক্রান্ত হয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন মুম্বই সিটি এফসি-র প্রাক্তন কোচ জর্জ কোস্টা। সেই দুঃসংবাদ ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিবেদনে প্রকাশও করা হয়েছিল। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওইদিন দুপুরবেলা ক্লাবের ট্রেনিং কমপ্লেক্সে কোস্টা প্রথমে শারীরিক অস্বস্তি অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সময় যত এগোতে থাকে, পরিস্থিতি ততই গুরুতর হতে শুরু করে। শেষপর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।
Footballer Death: খাবারের লাইনে দাঁড়ানোই কাল, গুলিতে ঝাঁঝরা তারকা ফুটবলার
ফুটবল সমর্থকদের কাছে 'বিস্ট' নামে সুপরিচিত ছিলেন জর্জ কোস্টা। এই ঘটনার পর এফসি পোর্টো এবং মুম্বই এফসি-র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছিল। এফসি পোর্টো ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছিল, 'ক্লাবের ইতিহাসে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জর্জ কোস্টা। ওঁর মৃত্যুতে আমরা সকলেই শোকস্তব্ধ এবং গভীর অনুতপ্ত। মাঠের ভিতরে হোক কিংবা বাইরে, ফুটবলের একাধিক মূল্যবোধ তাঁর থেকে শেখা গিয়েছে। দলের প্রত্যেক ফুটবলারের মধ্যে আত্মসমর্পণ, নেতৃত্ব, জেদ এবং জয়ের মনোভাব তিনিই ঢুকিয়ে দিয়েছেন। আপনি চিরকাল পোর্টো সমর্থকদের হৃদয়ে ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে থাকবেন। ক্যাপ্টেন, আপনাকে কোনওদিন আমরা ভুলব না।'