Advertisment

দেখুন ভিডিও: নেটে কী করলেন ধোনি!

টুইটারে টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যানের নেট সেশনের ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। ক্যাপশন দেওয়া হয়েছে, ‘ইন ফোকাস অ্যান্ড ইন দ্য জোন।’

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni

মহেন্দ্র সিং ধোনি। (ফাইল চিত্র)

কয়েক ঘণ্টা পরেই হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু ভারতের। কিন্তু এই ম্যাচটা টিম ইন্ডিয়ার কাছে ড্রেস রিহার্সাল। টুর্নামেন্টের সবচেয়ে হেভিওয়েট ম্যাচ অনুষ্ঠিত হবে আগামিকাল। পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। আর সেই ম্যাচ মাথায় রেখেই নেটে নিজের অস্ত্র ধারালো করে নিলেন মহেন্দ্র সিং ধোনি। টুইটারে টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যানের নেট সেশনের ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। ক্যাপশন দেওয়া হয়েছে, ‘ইন ফোকাস অ্যান্ড ইন দ্য জোন।’

Advertisment

আরও পড়ুন: টিমের ‘গো-টু ম্যান’ ধোনি, বললেন আম্বাতি রায়ডু

Advertisment

গত বছর জানুয়ারিতে ধোনি ওয়ানডে ও টি-২০ ফর্ম্যাটের ক্যাপ্টেনসিও বিরাটের হাতে তুলে দেন। দেশের জার্সিতে ৩২১টি ওয়ান ডে খেলে ৫১.২৫-এর গড়ে ১০০৪৬ রান করেছেন তিনি। ঝুলিতে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ৬৭টি হাফ-সেঞ্চুরি। ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজে ধোনির পারফরম্যান্স নিয়ে অনেক কথা সমালোচনা হয়েছিল। তাঁর মন্থর ব্যাটিংয়ের জন্য প্রচুর কথাও হয়েছিল। তিন ম্যাচ মিলিয়ে ধোনি করেছিলেন ৭৯ রান। যদিও সেই সিরিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে ধোনি একটি নজির গড়েন। চতুর্থ ভারতীয় ও দ্বাদশ ক্রিকেটার হিসেবে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ১০০০০ রান পূর্ণ করেন দেশের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক। শ্রীলঙ্কার কুমার সঙ্গকারার পর পৃথিবীর দ্বিতীয় উইকেটকিপার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

আর এই সিরিজেই ধোনির অবসর নিয়ে জোর জল্পনা শোনা গিয়েছিল। লিডসে ধোনি এমন একটা কাণ্ড ঘটিয়েছিলেন যাতে তাঁর অধিকাংশ ফ্যানেরাই মনে করছিলেন যে, ধোনি এবার সীমিত ওভারের ক্রিকেটকেও গুডবাই বলতে চলেছেন। ম্যাচের পর আম্পায়ারদের (ব্রুস অক্সেনফোর্ড, অস্ট্রেলিয়া ও মাইকেল গগ, ইংল্যান্ড) থেকে ম্যাচ বল সংগ্রহ করেন ধোনি। আর এই দৃশ্যই ভক্তকূলের মনে ধোনির অবসরকে কেন্দ্র করে যাবতীয় শঙ্কার জন্ম দিয়েছে। টুইটার ভরে গিয়েছে তাঁর সম্ভাব্য অবসরের বার্তায়। যদিও টিম ইন্ডিয়ার হেডস্যার রবি শাস্ত্রী পরে জানিয়ে দেন যে, পুরোটাই গুজব। অবসর নিচ্ছেন না মাহি।

Advertisment