Asia Cup 2025: 'যে কোনও দলই ভারতকে হারাতে পারে,' ম্যাচের আগে তির্যক মন্তব্য বাংলাদেশ কোচ ফিল সিমন্সের

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতকে হারানো অসম্ভব কিছু না বলেই মনে করেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স। জানুন ভারতের ব্যাপারে কী বলেছেন ওয়েস্ট ইন্ডিয়ান কোচ!

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতকে হারানো অসম্ভব কিছু না বলেই মনে করেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স। জানুন ভারতের ব্যাপারে কী বলেছেন ওয়েস্ট ইন্ডিয়ান কোচ!

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Bangladesh

India vs Bangladesh Match: এশিয়া কাপে মুখোমুখি ভারত-বাংলাদেশ।

India vs Bangladesh , Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ সুপার ফোর পর্বে প্রবেশ করেছে বাংলাদেশ। এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ—ফেভারিট ভারত। ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স স্পষ্ট জানিয়ে দিলেন, 'যে কোনও দলই ভারতকে হারানোর ক্ষমতা রাখে।'

Advertisment

ভারত এখন পর্যন্ত এশিয়া কাপে অপরাজিত

ভারত এখন পর্যন্ত এশিয়া কাপের প্রতিটি ম্যাচে অপরাজিত। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ছয় উইকেটে জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশও চাইছে জয়ের ধারা বজায় রাখতে। সিমন্স বলেন, 'খেলাটা সেদিনের পারফরম্যান্সের ওপর নির্ভর করে। ভারত আগে কী করেছে সেটা বড় ব্যাপার না। মাঠে তিন ঘন্টায় কী হবে সেটাই আসল।' বাংলাদেশ কোচ বিশ্বাস করেন, ভারতীয় খেলোয়াড়দের ভুল কাজে লাগিয়ে তাঁর দল বুধবারের ম্যাচে জয় ছিনিয়ে নিতে পারবে। 

আরও পড়ুন- এশিয়া কাপ থেকে বিদায় শ্রীলঙ্কার, ফাইনালে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান?

Advertisment

ভারতের বিরুদ্ধে ম্যাচ সবসময়েই আলাদা গুরুত্ব বহন করে। সিমন্স জানিয়েছেন, ভারত বিশ্বের সেরা টি-২০ দল হওয়ায় ম্যাচ ঘিরে প্রচার ও উত্তেজনা বেশি থাকে। তারপরও তিনি বলেন, 'আমাদের লক্ষ্য হল খেলার মুহূর্তকে উপভোগ করা। নিজেদের সেরা ক্রিকেট খেলা। আর মাঠে খেলা উপভোগ করে সেরা পারফর্মটা করা।' 

আরও পড়ুন- বাংলাদেশের এই বোলারকে খেলতে হবে সাবধানে, আউট করেছেন বিরাট-অভিষেককে!

ফিল সিমন্স শান্ত স্বভাবের, ঠান্ডা মাথার কোচ বলেই পরিচিত। সেই সিমন্সকে বলতে শোনা গেল, 'আমরা কেবল শ্রীলঙ্কাকে হারাতে আসিনি, আমরা টুর্নামেন্ট জিততে এসেছি। তাই আমার দায়িত্ব হল, ড্রেসিংরুমের সবাইকে ফোকাসে রাখা এবং আবেগ নিয়ন্ত্রণ করা।' ম্যাচটি হচ্ছে দুবাইয়ে। সিমন্স মনে করেন, পিচ এমনভাবে তৈরি যে ব্যাটিং-বোলিং দুটোই ভালো করার সুযোগ আছে। তাই টস ম্যাচের ফলাফলে খুব বেশি প্রভাব ফেলবে না। তিনি বলেন, '৪০ ওভার জুড়ে পিচ একই রকম থাকে, ব্যাটিংয়ের জন্য এটি দারুণ ব্যাপার। ম্যাচের জয়-পরাজয়ের ওপর টসের কোনও বড় ভূমিকা নেই।'

আরও পড়ুন- ভারত বনাম বাংলাদেশ, এই ৫ বিতর্ক কাঁপিয়ে দিয়েছিল ক্রিকেট বিশ্ব!

বাংলাদেশকে পরপর দুই দিন খেলতে হবে—২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে, আর ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে। সিমন্স এই সূচিকে কঠিন বলেই মনে করছেন। তিনি বলেন, 'একটানা দুটি টি-২০ ম্যাচ খেলা সহজ না। আমাদের খেলোয়াড়রা ফিট, তৈরিও। কিন্তু, এমন সময়সূচি কারও জন্যই হওয়া উচিত না।' 

আরও পড়ুন- সকলকে কাঁদিয়ে বিদায় জানালেন ডিকি বার্ড, সৌরভের সঙ্গে ছিল স্পেশাল কানেকশন!

বাংলাদেশ সুপার ফোরে শক্তিশালী দল। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচ তাদের কাছে নিঃসন্দেহে বড় পরীক্ষা। কিন্তু, কথায় বোঝা গেল সেসব নিয়ে ভ্রূক্ষেপ নেই টাইগারদের ওয়েস্ট ইন্ডিয়ান কোচের।  কোচ ফিল সিমন্সের আত্মবিশ্বাসী মন্তব্যেই তা স্পষ্ট ধরা পড়েছে। তিনি সোজাসাপটা জানিয়েছেন, —বাংলাদেশ ভারতকে হারাতে চায় এবং সেজন্য তারা তৈরি। এখন দেখা যাক, মাঠে কী হয়!

Asia Cup 2025 India vs Bangladesh