Asia Cup Final IND vs PAK: 'ওরা জিতলে, সেটাই অঘটন হত...', পাকিস্তানকে ধুয়ে দিলেন বাংলার তারকা ক্রিকেটার

India vs Pakistan Highlights: ২০২৫ এশিয়া কাপের ফাইনালে ভারত এবং পাকিস্তান খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৫ উইকেটে জয়লাভ করে। ফাইনাল ম্য়াচে দুরন্ত হাফসেঞ্চুরি করলেন তিলক বর্মা।

India vs Pakistan Highlights: ২০২৫ এশিয়া কাপের ফাইনালে ভারত এবং পাকিস্তান খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৫ উইকেটে জয়লাভ করে। ফাইনাল ম্য়াচে দুরন্ত হাফসেঞ্চুরি করলেন তিলক বর্মা।

author-image
Koushik Biswas
New Update
sourasish lahiri on Pakistan Cricket Team

পাকিস্তান ক্রিকেট দল নিয়ে মন্তব্য করলেন সৌরাশিস লাহিড়ী

India vs Pakistan: শেষ হল ২০২৫ এশিয়া কাপ টুর্নামেন্ট (Asia Cup 2025 Final)। ফাইনাল ম্য়াচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। খেতাবি লড়াইয়ে বিপক্ষ দলকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দেয়। শেষপর্যন্ত ৫ উইকেটে জয়লাভ করে টিম ইন্ডিয়া। এই জয়ের পর গোটা দেশজুড়ে কার্যত শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। সকলেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ভারতীয় ক্রিকেটারদের। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট নিয়ে চলছে চূড়ান্ত হাসাহাসি। কারণ, এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানের মধ্যে ৩ বার লড়াই হয়েছে। আর তিনবারই পাকিস্তান লজ্জার হার স্বীকার করেছে। পাকিস্তানের এই পারফরম্য়ান্স বিচার করতে গিয়ে বড়সড় মন্তব্য করলেন বাংলার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কোচ সৌরাশিস লাহিড়ী (Saurasish Lahiri)।

Advertisment

IND vs PAK Asia Cup Final: 'মাঠেও এবার অপারেশন সিন্দুর...', জয়ের পর টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে সৌরাশিস দুরভাষ মারফৎ বললেন, 'পাকিস্তানের তুলনায় ভারত অনেক বেশি শক্তিশালী দল। ক্রিকেট খেলায় তো একটা স্কিল, কোয়ালিটি এবং ম্য়াচ টেম্পারামেন্ট লাগে। সঙ্গে থাকে একজন ক্রিকেটারের অভিজ্ঞতা। এই সবকিছু মিলিয়েই একটা ক্রিকেট দল তৈরি হয়। সেই দলের ভাল-মন্দ বিচার করা হয়। এই প্রত্যেক ক্ষেত্র বিচার করলে দেখা যাবে, ভারতীয় ক্রিকেট দল অনেকটাই এগিয়ে রয়েছে। এখন যা পরিস্থিতি, সেখানে পাকিস্তান যদি কোনও ভাল ফলাফল করে, তাহলে সেটাই একটা বড় অঘটন হবে।'

Advertisment

IND vs PAK Asia Cup Final Highlights: ভারতের হাতে 'বধ' পাকিস্তান, নবমবার এশিয়া কাপ জয় টিম ইন্ডিয়ার

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি শ্রীলঙ্কা ম্য়াচের প্রসঙ্গ টেনে আনেন। সুপার ফোর পর্বের শেষ ম্য়াচে ভারত এবং শ্রীলঙ্কা খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করে। জবাবে শ্রীলঙ্কার ইনিংসও ৫ উইকেট হারিয়ে ২০২ রানে শেষ হয়। ফলে ম্য়াচটা টাই হয়ে যায়। শেষপর্যন্ত, সুপার ওভারে ম্য়াচের ফলাফল নির্ধারিত হয়। সম্মানরক্ষার ম্য়াচে শ্রীলঙ্কা যে এমন পারফরম্য়ান্স করবে, সেটা আর কেই বা কল্পনা করেছিল! এটাকে নেহাতই অঘটন বলা যেতে পারে। বাংলার এই প্রাক্তন ক্রিকেটারের কথায়, এশিয়া মহাদেশে বর্তমানে যে দলগুলো ক্রিকেট খেলছে, তাদের মধ্যে কেউ যদি টিম ইন্ডিয়াকে হারিয়ে দেয়, তাহলে সেটাই অঘটন হবে।

তিনি বললেন, 'পাকিস্তানের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। তিনবার কেন, ওদের বিরুদ্ধে ভারত যদি এই টুর্নামেন্টে ৫ বারও খেলতে নামত, তাহলেও টিম ইন্ডিয়াই জিতত।'

প্রশংসায় ভরিয়ে দিলেন তিলক বর্মাকে

ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়ার এই জয়ের অন্যতম নায়ক তিলক বর্মা। একটা সময় টিম ইন্ডিয়া ২০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। সেইসময় তিলক শুধুমাত্র টিম ইন্ডিয়ার হালই ধরলেন না, সঞ্জু স্যামসন এবং শিবম দুবের সঙ্গে দুটো ৫০+ রানের পার্টনারশিপ গড়ে টিম ইন্ডিয়ার ভিত মজবুত করেন। অবশেষে নিজে ৬৯ রানে অপরাজিত থাকেন এবং ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন। টিম ইন্ডিয়ার এই তরুণ ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ হলেন সৌরাশিস। তিনি বললেন, 'গতকাল তিলক বর্মা যে ইনিংসটা খেলেছে, সেটা এককথায় দুর্দান্ত ছিল। অত্যন্ত হিসেব কষে ওই ইনিংসটা ও খেলেছে।'

IND vs PAK Asia Cup Final: ফের 'বেইজ্জত' পাকিস্তান, ফাইনালে মাস্টারস্ট্রোক সূর্যকুমারের!

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গতকাল ম্য়াচের শেষে সোনি স্পোর্টস চ্যানেলে বিশ্লেষণাত্মক আলোচনা করছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার ইরফান পাঠান। সেইসময় তিনি তিলক বর্মাকে টিম ইন্ডিয়ার ব্যাটিং সুপারস্টার বিরাট কোহলির সঙ্গে তুলনা করেন। এমন তুলনার পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ ভ্রু কোঁচকাতে শুরু করেছেন। এই মন্তব্যের সঙ্গে সৌরাশিষ কি আদৌ একমত? তাঁর কথায়, 'ইরফান পাঠান ওর ব্যক্তিগত মতামত শেয়ার করেছে। ওটা নিয়ে আমি কিছু বলতে পারব না। তবে হ্যাঁ, যদি টিম ইন্ডিয়ায় ফিনিশারের কথা বলতে হয়, তাহলে অবশ্যই সবার আগে বিরাট কোহলির কথা উঠে আসবে। আর সেকারণেই হয়ত উদাহরণ দেওয়ার জন্য ইরফান এই কথাটা বলেছে।'

IND vs PAK Asia Cup Final Toss Update: আশঙ্কাই হল সত্যি! চোটের কারণে বাদ পড়লেন ভারতের তারকা ক্রিকেটার

তিনি আরও যোগ করলেন, 'গতকালের ম্য়াচে যথেষ্ট চাপ ছিল। সেখানে তিলক যেভাবে শেষ ওভারে ঠাণ্ডা মাথায় ছয়টা মারল, সেটা অনেক বড় মাপের ব্যাটারের পরিচয়। অনেকেই এমন চাপের পরিস্থিতি সামলাতে পারে না। এই শটটাই হয়ত অনেকটা আগে খেলে ফেলে। কিন্তু, ও সঠিক বলের জন্য অপেক্ষা করেছে। এটা দেখেই বোঝা যায়, ও কত বড় মাপের একজন ক্রিকেটার। ওর ইনিংসটা সত্যিই অভুতপূর্ব ছিল।'

Saurasish Lahiri Asia Cup 2025 Final India vs Pakistan