/indian-express-bangla/media/media_files/2025/09/24/indian-team-2025-09-24-23-56-47.jpg)
Indian Team: নবরাত্রিতে সবচেয়ে বেশি উইকেট নিয়ে ভারতের জয়ের দীপ জ্বালালেন কুলদীপ যাদব।
Asia Cup 2025: এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে (India vs Bangladesh) বুধবার ভারত ৪১ রানে হারাল বাংলাদেশকে। ১৯ ম্যাচের এই টুর্নামেন্টে ১৬তম ম্যাচে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) তুলেছে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান। জবাবে ১৯ ওভার ৩ বলের মাথায় ১২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
দুবাইয়ের মাটিতে বাংলাদেশের ভুল সিদ্ধান্ত?
এদিনের ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। দুবাইয়ের মাটিতে সিদ্ধান্তটা যে তাঁরা ঠিক নেননি, সেটা বুঝিয়ে দেন টিম ইন্ডিয়ার ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। রিশাদ হোসেন যখন অভিষেককে রান আউট করছেন, তখন তাঁর স্কোর ৩৭ বলে ৭৫। ঝুলিতে ৬টি চার এবং ৫টি ছয়।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/09/25/avishek-sharma-2025-09-25-00-07-31.jpg)
অন্য ওপেনার শুভমান গিল ১৯ বলে করেছেন ২৯ রান। মেরেছেন ২টি চার এবং ১টি ছয়। তবে, ভারতের শিবম দুবে এবং অধিনায়ক সূর্যকুমার যাদব এই ম্যাচে হতাশ করেছেন। মাত্র ২ রান করার পর রিশাদ হোসেনের বলে শিবম ধরা পড়েন তৌহিদ হৃদয়ের হাতে।
আরও পড়ুন- হাইভোল্টেজ ভারত-বাংলাদেশ ম্যাচ! কেমন থাকছে পিচ, আবহাওয়া?
অধিনায়ক সূর্যকুমার যাদব ফিরে যান ব্যক্তিগত ৫ রানে। মুস্তাফিজুর রহমানের বলে তাঁর উইকেট নেন জাকের আলি। ভারতের মিডল অর্ডারে ভালো খেলেছেন হার্দিক পান্ডিয়া। তিনি এই অবস্থায় দলের হাল ধরেন। পান্ডিয়া ২৯ বলে করেছেন ৩৮ রান। মেরেছেন ৪টি চার এবং ১টি ছয়। মহম্মদ সইফুদ্দিনের বলে তিনি তানজিদ হাসানের হাতে ধরা পড়েন। তিলক ভার্মা মাত্র ৫ রানে ফিরে গেলেও দিনের শেষে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। তিনি ১৫ বলে ১০ রান করেছেন।
আরও পড়ুন- 'যে কোনও দলই ভারতকে হারাতে পারে,' ম্যাচের আগে তির্যক মন্তব্য বাংলাদেশ কোচ ফিল সিমন্সের
ভারতের রান তাড়া করতে নেমে বাংলাদেশ অবশ্য চেষ্টার কসুর করেনি। তাদের ওপেনার সইফ হাসান ৫১ বলে ৬৯ রান করেন। মেরেছেন ৩টি চার এবং ৫টি ছয়। বুমরার বলে তিনি অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন। এছাড়া বাংলাদেশের হয়ে বলার মত রান করেছেন পারভেজ হোসেন ইমন। তিনি ১৯ বলে ২১ রান করেছেন। মেরেছেন ২টি চার এবং ১টি ছয়। বাকিরা ছিলেন আয়ারাম গয়ারাম। তাঁদের কেউ দুই অঙ্কের রানে পর্যন্ত পৌঁছতে পারেননি।
আরও পড়ুন- এশিয়া কাপ থেকে বিদায় শ্রীলঙ্কার, ফাইনালে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান?
ভারতের হয়ে কুলদীপ যাদব ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। বরুণ চক্রবর্তী এবং বুমরা নিয়েছেন ২টি করে উইকেট। তবে, বরুণ ৪ ওভারে ২৯ রান দিয়েছেন। এছাড়া ভারতীয় বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল এবং তিলক ভার্মা নিয়েছেন ১টি করে উইকেট।
আরও পড়ুন- বাংলাদেশের এই বোলারকে খেলতে হবে সাবধানে, আউট করেছেন বিরাট-অভিষেককে!
তবে, অক্ষর বেধড়ক মার খেয়েছেন। তিনি ৪ ওভারে দিয়েছেন ৩৭ রান। তবে অক্ষর নন, ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দিয়েছেন শিবম দুবে। তিনি ১ ওভারেই দিয়েছেন ১০ রান। কোনও উইকেট পাননি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us