Shoaib Akhtar on Handshake Controversy: পাকিস্তানের অপমানে 'গায়ে ফোস্কা' শোয়েবের, মুখ ফসকে করলেন বিতর্কিত মন্তব্য

IND vs PAK Handshake Controversy: ভারত বনাম পাকিস্তান ম্য়াচের শেষে সূর্যকুমার যাদব এবং ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করে। টিম ইন্ডিয়ার জয়ের থেকেও এই ঘটনাটি বেশি করে আলোচনার শিরোনামে উঠে এসেছে।

IND vs PAK Handshake Controversy: ভারত বনাম পাকিস্তান ম্য়াচের শেষে সূর্যকুমার যাদব এবং ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করে। টিম ইন্ডিয়ার জয়ের থেকেও এই ঘটনাটি বেশি করে আলোচনার শিরোনামে উঠে এসেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shoaib Akhtar on Handshake Controversy

করমর্দন বিতর্কে বেফাঁস মন্তব্য শোয়েবের

India vs Pakistan: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত ১৪ সেপ্টেম্বর চলতি এশিয়া কাপের (Asia Cup 2025) সবথেকে হাইভোল্টেজ ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে খেলতে নেমেছিল ভারত এবং পাকিস্তান। এমন একটি গুরুত্বপূর্ণ ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে টিম ইন্ডিয়া দুর্দান্ত বোলিং পারফরম্য়ান্স করেছে। পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করতে পারে। এরপর টিম ইন্ডিয়া মাত্র ১৫.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে এই টার্গেট অর্জন করে নেয়। এই ম্য়াচের শেষে সূর্যকুমার যাদব এবং ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করে। টিম ইন্ডিয়ার জয়ের থেকেও এই ঘটনাটি বেশি করে আলোচনার শিরোনামে উঠে এসেছে।

Advertisment

Asia Cup 2025 Handshake Controversy: খালি ফাঁকা আওয়াজ! লজ্জার হারেও শিক্ষা হল না পাকিস্তানের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

আসলে, টস করার সময়ও সূর্যকুমার যাদব হাত মেলাননি পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগার সঙ্গে। ম্য়াচ শেষ হওয়ার পর পাকিস্তান ক্রিকেট দল যখন হ্যান্ডশেকের জন্য অপেক্ষা করছিলেন, সেইসময় ভারতীয় ক্রিকেটাররা মাঠ ছেড়ে সোজা বেরিয়ে যান। এরপর টিম ইন্ডিয়ার বাকি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরাও পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন। এমনকী, পাকিস্তানি ক্রিকেটারদের মুখের উপর তাঁরা ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেন। সেই ক্লিপিংও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনা নিয়ে এবার মন্তব্য করলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার।

Advertisment

ক্ষোভে ফেটে পড়লেন শোয়েব আখতার

ভারতীয় ক্রিকেটারদের এহেন আচরণ পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার (Shoaib Akhtar) একেবারে মেনে নিতে পারেননি। পাকিস্তানের একটি টেলিভিশন শো'য়ে তিনি হতাশা প্রকাশ করলেন। বললেন, 'এই আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কী বলা উচিত, সেটা আমি জানি না। ভারতীয় ক্রিকেট দলকে প্রণাম করছি। ওয়েল ডান। কিন্তু, ক্রিকেট খেলার সঙ্গে রাজনীতিকে মিশিয়ে গুলিয়ে ফেলো না।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'দুটো দেশের মধ্যে ক্রিকেট ম্য়াচ আয়োজন করা হয়েছে। আমরা তোমাদের সম্পর্কে কত ভাল-ভাল কথা বলছি। তোমরাও হাত মেলাও। এটা কোনও বড় ব্যাপার নয়। এটা ক্রিকেট খেলা। আরও বড় মনের পরিচয় দাও। লড়াই-ঝগড়া তো হতেই পারে। নিজেদের পরিবারেও তো ঝামেলা হয়। কিন্তু, সেটা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হয়। তার মানে এটা নয় যে হাত মেলাব না। এমনটা একেবারেই উচিত নয়।'

India vs Pakistan Handshake Row: 'আমরা তো অপেক্ষাই করছিলাম...', হ্যান্ডশেক করতে না পেরে নাকেকান্না পাকিস্তানের

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সূর্যকুমার যাদব হাত মেলাননি বলে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগা গোঁসার ঘরে খিল দিয়েছিলেন। ম্য়াচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসার সৌজন্যটুকু দেখাননি তিনি। এই ব্যাপারে শোয়েব অবশ্য পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের পাশেই দাঁড়িয়েছেন। বললেন, 'হয়ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসতে ওর ভাল লাগেনি। সলমান আলি আগা যেটা করেছে, তা একেবারেই সঠিক সিদ্ধান্ত।'

India vs Pakistan Handshake Controversy: এখনও মেটেনি পহেলগাঁওয়ের ক্ষত, জয়ের পর পাকিস্তানিদের সঙ্গে হাত মেলালেন না সূর্যরা!

সূর্যকুমার যাদবের স্পষ্ট বক্তব্য

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একেবারে শেষে সূর্যকুমার যাদব বললেন, 'পহেলগাঁও জঙ্গি হানায় নিহতদের পরিবারের পাশে আমরা সবসময় আছি। ওই পরিবারগুলোর জন্য আমরা সহানুভুতি জানাই। আমরা আজকের এই জয়টা দেশের সশস্ত্র সেনাবাহিনীকে উৎসর্গ করতে চাই।' সূর্যের মুখে এই কথা শোনার পর স্টেডিয়ামে উপস্থিত ভারতীয় ক্রিকেট সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।

India vs Pakistan Asia Cup 2025 Suryakumar Yadav Shoaib Akhtar