Pakistan vs India Handshake Controversy: চরম বেইজ্জতি পাকিস্তানের, গোঁসার ঘরে খিল দিলেন সলমান

Asia Cup 2025 Handshake Controversy: সূর্যকুমার যাদব এবং শিবম দুবে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে পা বাড়ান। সূর্য এবং শিবমকে দেখে ভারতীয় দলের বাকি ক্রিকেটাররাও পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন।

Asia Cup 2025 Handshake Controversy: সূর্যকুমার যাদব এবং শিবম দুবে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে পা বাড়ান। সূর্য এবং শিবমকে দেখে ভারতীয় দলের বাকি ক্রিকেটাররাও পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan

ভারত বনাম পাকিস্তান

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) ষষ্ঠ ম্য়াচে ভারত এবং পাকিস্তান খেলতে নেমেছিল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়। টিম ইন্ডিয়া (Indian Cricket Team) এই ম্য়াচে দুর্দান্ত জয়লাভ করেছে। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর পাশাপাশি চলতি টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্য়াচ জিতে নিল। টিম ইন্ডিয়ার সামনে পাকিস্তানের যাবতীয় রণকৌশল কার্যত মুখ থুবড়ে পড়েছে। এমনকী, ম্য়াচ শেষ হওয়ার পরও পাকিস্তানকে চূড়ান্ত অপমান করল ভারতীয় ক্রিকেট দল।

Advertisment

India vs Pakistan Handshake Row: 'আমরা তো অপেক্ষাই করছিলাম...', হ্যান্ডশেক করতে না পেরে নাকেকান্না পাকিস্তানের

পাকিস্তানকে পাত্তাই দিল না টিম ইন্ডিয়া

আসলে, ম্য়াচের ১৬ ওভারের পঞ্চম বলে একটি বিশাল ছক্কা হাঁকান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। আর এই ওভার বাউন্ডারিতেই লেখা ছিল টিম ইন্ডিয়ার জয়গাথা। এরপর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং শিবম দুবে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে পা বাড়ান। সূর্য এবং শিবমকে দেখে ভারতীয় দলের বাকি ক্রিকেটাররাও পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন। এমনকী, তাঁরা ড্রেসিংরুমের বাইরেও আসেননি। এই পরিস্থিতিতে পাকিস্তানি ক্রিকেটাররা করমর্দনের জন্য মাঠেই টিম ইন্ডিয়ার অপেক্ষা করতে থাকেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisment

India vs Pakistan Asia Cup 2025 Controversy: 'একেবারে সঠিক জবাব', হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তানকে খোলাখুলি অপমান সূর্যের!

সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হল, সাধারণত কোনও ক্রিকেট ম্য়াচ শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে করমর্দন করেন। কিন্তু, ভারত-পাকিস্তান ম্য়াচে অবশ্য তেমন দৃশ্য দেখতে পাওয়া গেল না। আর সেকারণে ভারত বনাম পাকিস্তান ম্য়াচের থেকেও এই করমর্দন না করার ঘটনাটি আলোচনার শিরোনামে উঠে আসে।

India vs Pakistan Handshake Controversy: এখনও মেটেনি পহেলগাঁওয়ের ক্ষত, জয়ের পর পাকিস্তানিদের সঙ্গে হাত মেলালেন না সূর্যরা!

ফাঁকা আওয়াজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের

ইতিমধ্যে পাকিস্তান থেকেও একটা খবর আসতে শুরু করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ PCB এই ম্য়াচের পর তাদের দেশের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করার বিষয়টি নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন। রবিবার গভীর রাতে বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে ভারতীয় ক্রিকেটারদের অখেলোয়াড়সুলভ আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয়। ওই বিবৃতিতে PCB জানিয়েছে, ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলাানোর সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছেন টিম ম্য়ানেজার নবীন চিমা। এই ঘটনার চূড়ান্ত বিরোধিতা করা হচ্ছে। এই ঘটনা খেলোয়াড়সুলভ আচরণকে বিঘ্নিত করেছে। সেকারণে ম্য়াচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা কোনও ক্রিকেটার পাঠাইনি। 

India vs Pakistan Asia Cup 2025 Highlights: সন্ত্রাসের বদলা এবার ২২ গজে! ভারতের হাতেই 'নিকেশ' পাকিস্তান

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গ্রুপ পর্যায়ের পর এবার সুপার ফোর রাউন্ডেও ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে পারে। এখানেও পাকিস্তানকে হারাতে প্রস্তুত টিম ইন্ডিয়া। তবে ২০২৫ এশিয়া কাপে ভারত তাদের গ্রুপ পর্বে তৃতীয় তথা অন্তিম ম্য়াচটা ওমানের বিরুদ্ধে খেলবে। এই ম্য়াচটি আগামী ১৯ সেপ্টেম্বর আয়োজন করা হবে।

India vs Pakistan Asia Cup 2025 Indian Cricket Team Suryakumar Yadav