/indian-express-bangla/media/media_files/2025/09/13/sourav-ganguly-2025-09-13-18-25-43.jpg)
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়
Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট প্রশাসনে ফের কামব্যাক করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? এই প্রশ্নেই আপাতত তুলকালাম বঙ্গ ক্রিকেট। আগামী ২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ বৈঠক আয়োজন করা হবে। শোনা যাচ্ছে, এই বৈঠকে নাকি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের হয়ে প্রতিনিধিত্ব করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
Sourav Ganguly Head Coach: এবার 'হেড কোচ' হচ্ছেন সৌরভ, উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট সমর্থকরা
বিসিসিআই AGM-য়ে বঙ্গ ক্রিকেটকে প্রতিনিধিত্ব করবেন সৌরভ?
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ বৈঠকে কারা অংশগ্রহণ করবেন, সেই তালিকা রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে আগেই চেয়ে পাঠিয়েছিল বিসিসিআই। গত ১২ সেপ্টেম্বর নাম জমা দেওয়ার অন্তিম তারিখ ধার্য্য করা হয়েছিল। শোনা যাচ্ছে, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আগামী সভাপতি হতে পারেন সৌরভ। লোধা কমিটির নিয়ম অনুসারে, স্নেহাশিস এই পদে আর থাকতে পারবেন না। প্রায় ৬ বছর পর তাঁকে কুলিং পিরিয়ডে যেতে হবে।
Sourav Ganguly: স্ত্রী ডোনাকে নিয়ে 'গোপন কথা' ফাঁস করলেন সৌরভ, বলে ফেললেন সবার সামনে
বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল নাকি আপৎকালীন পরিস্থিতিতে একটি বৈঠকের আয়োজন করেছিল। সেখানেই সর্বসম্মতিক্রমে সৌরভকে নির্বাচন করা হয়েছে। BCCI-এর এই বার্ষিক সাধারণ বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে। এরমধ্যে অন্যতম হল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আগামী নির্বাচন। আগামী ২৮ সেপ্টেম্বর আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনের পরই প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সচিব, যুগ্ম-সচিব এবং কোষাধ্যক্ষ পদাধিকারীদের বেছে নেওয়া হবে। আশা করা হচ্ছে, সভাপতি পদের জন্য কারা মনোনয়ন জমা দিয়েছে, সেই তালিকাটি আগামী ২৩ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।
Sourav Ganguly: কেন জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না অভিমন্যু? আসল কারণটা জানালেন সৌরভ
যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন শচীন
ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়ে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই মনে করেছিলেন, BCCI-এর আগামী প্রেসিডেন্ট হিসেবে হয়ত শচীন তেন্ডুলকরকে দেখা যেতে পারে। তবে যাবতীয় জল্পনায় এবার শচীন নিজেই জল ঢেলে দিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে BCCI-এর আগামী প্রেসিডেন্ট হচ্ছেন না। একটি বিবৃতির মাধ্যমে শচীন নিজের বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন।
Sourav Ganguly: ফের সিএবি মসনদে ফিরতে চলেছেন সৌরভ? জল্পনা তুঙ্গে
বিসিসিআই-এর নয়া সভাপতি হিসেবে শচীন তেন্ডুলকরকে নিয়ে যে গুঞ্জন উঠতে শুরু করেছিল, এবার তিনি নিজেই সেটা থামিয়ে দিলেন। এই মর্মে তাঁর টিম একটি বিবৃতিও জারি করেছে। ওই বিবৃতিতে লেখা হয়েছে, 'আমরা জানতে পেরেছি যে সম্প্রতি বেশ কয়েকটি এমন রিপোর্ট প্রকাশ্যে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে যে শচীন তেন্ডুলকর নাকি বিসিসিআই-এর আগামী সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিতে পারে। একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে এমন কোনও ঘটনা আদৌ ঘটেনি।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us