/indian-express-bangla/media/media_files/2025/09/10/ind-vs-uae-asia-cup-2025-live-streaming-2025-09-10-10-30-50.jpg)
দুই দলের অধিনায়ক: মহম্মদ ওয়াসিম এবং সূর্যকুমার যাদব
Indian Cricket Team: ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025) ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই টুর্নামেন্টে মোট ৮ দল অংশগ্রহণ করছে। গতবারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া আজ অর্থাৎ বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে অভিযান শুরু করছে। প্রথম ম্য়াচে তারা সংযুক্ত আরব আমিরশাহীর (INDIA vs UAE) বিরুদ্ধে খেলতে নামবে। দুই দলের সমর্থকই ইতিমধ্য়ে চরম উত্তেজনায় ফুটতে শুরু করেছে। আগামী বছর আয়োজিত টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবারের এশিয়া কাপ টি-২০ ফরম্য়াটে আয়োজন করা হচ্ছে।
India vs UAE Weather Report: এশিয়া কাপে চরম সমস্যায় ভারত, প্রথম ম্য়াচই ভেস্তে যাবে বৃষ্টিতে?
কখন থেকে শুরু হবে ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহীর ম্যাচ?
অনেকদিন পর আবারও ভারতীয় ক্রিকেট দল টি-২০ ফরম্য়াটে খেলতে নামছে। এই ম্য়াচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। ভারতীয় সময় অনুসারে রাত ৮টা থেকে শুরু হবে। চলতি এশিয়া কাপের ম্য়াচগুলো প্রথমে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু, প্রচন্ড গরমের কারণে এই সময় পরিবর্তন করা হয়েছে। এই ম্য়াচ শুরু হওয়ার ঠিক আধঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে টস হবে।
কোথায়-কীভাবে লাইভ দেখবেন ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী ম্য়াচ?
২০২৫ এশিয়া কাপে প্রত্যেকটা ম্য়াচের লাইভ টেলিকাস্ট সোনি স্পোর্টস নেটওয়ার্কে করা হচ্ছে। সোনি স্পোর্টের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভাষার কমেন্ট্রি সহকারে আপনারা এই ম্য়াচ উপভোগ করতে পারবেন। লাইভ স্ট্রিমিংয়ের কথা যদি বলতে হয়, তাহলে ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহীর ম্যাচ দেখার জন্য সোনি লিভ (Sony LIV) অ্যাপে চোখ রাখতে হবে। তবে সাবস্ক্রিপশন থাকা বাধ্যতামূলক।
Suryakumar Yadav: পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি, 'ছাড়বে না ভারত', জানিয়ে দিলেন সূর্য
এক নজরে দুই দলের স্কোয়াড
ভারতীয় ক্রিকেট দল - সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা, কুলদীপ যাদব, হর্ষিত রানা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।
AFG vs HK Match Highlights: জয় দিয়ে এশিয়া কাপ শুরু আফগানদের, হারলেও রেকর্ড গড়ল হংকং
রিজার্ভ প্লেয়ার - রিয়ান পরাগ, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল এবং যশস্বী জয়সওয়াল।
সংযুক্ত আরব আমিরশাহী - মহম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, আর্যাংশ শর্মা (উইকেট কিপার), হায়দার আলি, হর্ষিত কৌশিক, জুনেইদ সিদ্দিকি, আসিফ খান, ধ্রুব পরাশর, ইথান ডি সুজা, মতিউল্লাহ খান, মহম্মদ ফারুখ, রাহুল চোপড়া, রোহিত খান, মহম্মদ জাওয়াদুল্লাহ, মহম্মদ জোয়েব, সিমরনজিৎ সিং, সাগির খান।