/indian-express-bangla/media/media_files/2025/09/09/surya-kumar-yadav-2-2025-09-09-23-32-53.jpg)
মঞ্চ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন সলমান আলি আগা
India vs Pakistan: মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে গেল এশিয়া কাপ (Asia Cup 2025) টুর্নামেন্ট। তবে এই টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেকটা দলের অধিনায়কদের নিয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই সাংবাদিক বৈঠকে এক আজব পরিস্থিতি তৈরি হয়। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) করমর্দন করলেন না পাকিস্তানের ক্যাপ্টেন সলমান আলি আগার সঙ্গে। টুর্নামেন্ট শুরুর আগে যখন প্রথমবার তাঁদের একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল, তখনই এই ঘটনার সূত্রপাত হয়।
সলমান আলি আগার সঙ্গে কোনও কথাই বললেন না সূর্য
ভারত এবং পাকিস্তানের মধ্যে যে রাজনৈতিক সংঘর্ষ চলছে, তা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। আর সেকারণেই সাংবাদিক বৈঠকে এমন দৃশ্য দেখতে পাওয়া গেল। যদিও রশিদ খান এবং বাকিদের সঙ্গে হ্যান্ডশেক করেন সূর্যকুমার যাদব। কিন্তু, সলমান আলি আগার সঙ্গে তিনি একটাও কথা বলেননি। টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেক দলের অধিনায়কদের নিয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে ভারত এবং পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক নিজেদের মধ্যে দুরত্ব বজায় রাখেন।
Asia Cup 2025 Live Streaming: কীভাবে লাইভ দেখবেন ২০২৫ এশিয়া কাপ? টিভি এবং মোবাইলের জন্য সহজ উপায়
সত্যিই কি হাত মেলাননি সূর্য?
ইতিমধ্যে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দেখা যাচ্ছে, স্টেজের ঠিক নীচেই এককোণে দাঁড়িয়ে রয়েছেন সলমান আলি আগা। সূর্যকুমার যাদব যখন স্টেজ থেকে নামছিলেন, সেইসময় একবার তিনি পাকিস্তান ক্রিকেট অধিনায়কের সঙ্গে করমর্দন করেন। যদিও এই ভিডিওর সত্যতা বিচার করা হয়নি।
Suryakumar Yadav: পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি, 'ছাড়বে না ভারত', জানিয়ে দিলেন সূর্য
দেখুন ভিডিও:
Surya Kumar Yadav shaking hands with Salman Ali agha and mohsin naqvi?
— ゴータム (@iViratOTC) September 9, 2025
Mumbai lobby have balls to play politics only, it's only Punjab and Delhi boys who got balls to fk Pakistan pic.twitter.com/SFVFlBWxxA
প্রেস কনফারেন্সের পর রশিদ খানকে আলিঙ্গন করেন সূর্যকুমার যাদব। বাকিদের সঙ্গেও কথা বলেন। কিন্তু, সলমান আলি আগার সঙ্গে তিনি একটাও কথা বলেননি। আর সেকারণে এই বৈঠক শেষ হতে না হতেই সলমান আলি দ্রুত মঞ্চ ছেড়ে বেরিয়ে যান। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নকভির সঙ্গে করমর্দন করেছেন সূর্যকুমার যাদব। কারণ, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্য়ান হলেন এই মহসিন নকভি। নিয়ম মেনেই সূর্যকে হ্যান্ডশেক করতে হয়েছে।
India vs Pakistan: বিক্রি হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট, নেপথ্যে রয়েছে এই বিশেষ কারণ
দুই দেশের মধ্যে উত্তেজনা
পহেলগাঁও জঙ্গি হানার পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক যথেষ্ট খারাপ হয়ে গিয়েছে। অনেকেই দাবি করেছেন, এই টুর্নামেন্টে যেন পাকিস্তান ম্য়াচ বয়কট করে ভারত। কয়েকজন তো আবার একথাও বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে খেলার চেয়ে এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়া ভাল। সূর্যকুমার যাদবের পক্ষে এই পরিস্থিতিটা যথেষ্টই কঠিন ছিল। এশিয়া কাপ নিয়ে ভারতে ইতিমধ্যে যথেষ্ট বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। হয়ত সেকারণেই দুই দলের অধিনায়ক একে অপরের থেকে দুরত্ব বজায় রাখলেন।
মাঠে দেখা যে আক্রমণাত্মক মেজাজ
এই সাংবাদিক বৈঠকে সূর্যকুমার যাদব বললেন, আগামী রবিবার (১৪ সেপ্টেম্বর) এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচ টিম ইন্ডিয়া যথেষ্ট আক্রমণাত্মক মেজাজেই মাঠে নামবে। তবে তার আগে আগামী বুধবার গ্রুপ এ'র প্রথম ম্য়াচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলবে ভারত। এরপরই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।
প্রসঙ্গত, চলতি বছর এপ্রিল মাসে পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৬ পর্যটক প্রাণ হারিয়েছেন। এই ঘটনার পর থেকেই ভারত এবং পাকিস্তান সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়েছে। ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর অভিযান চালানোর পর এই প্রথমবার দুই দেশের ক্রিকেট দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us