AFG vs HK Match Highlights: জয় দিয়ে এশিয়া কাপ শুরু আফগানদের, হারলেও রেকর্ড গড়ল হংকং

AFG vs HKG Asia Cup 2025 Highlights: ২০২৫ এশিয়া কাপের ঢাকে ইতিমধ্য়ে কাঠি পড়ে গিয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্য়াচে খেলতে নেমেছিল আফগানিস্তান এবং হংকং। এই ম্যাচে আফগানরা ৯৪ রানে জয়লাভ করেছে।

AFG vs HKG Asia Cup 2025 Highlights: ২০২৫ এশিয়া কাপের ঢাকে ইতিমধ্য়ে কাঠি পড়ে গিয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্য়াচে খেলতে নেমেছিল আফগানিস্তান এবং হংকং। এই ম্যাচে আফগানরা ৯৪ রানে জয়লাভ করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Afghanistan vs Hong Kong

হংকংয়ের বিরুদ্ধে দুরন্ত জয় আফগানিস্তানের

Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপের ঢাকে ইতিমধ্য়ে কাঠি পড়ে গিয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্য়াচে খেলতে নেমেছিল আফগানিস্তান (Afghanistan Cricket Team) এবং হংকং। প্রত্যাশা অনুসারে, এবারের এশিয়া কাপ জয় দিয়েই শুরু করল আফগানিস্তান। প্রতিপক্ষ দলকে তারা ৯৪ রানে পরাস্ত করেছে। অন্যদিকে, হংকং হেরে গেলেও তারা একটি অনন্য রেকর্ড কায়েম করেছে।

Advertisment

Suryakumar Yadav Handshake Controversy: পাকিস্তানকে 'দুচ্ছাই', হ্যান্ডশেক পর্যন্ত করলেন না সূর্যকুমার যাদব?

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রশিদ খানের

চলতি এশিয়া কাপের প্রথম ম্য়াচে আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আফগান ব্য়াটারদের লক্ষ্য ছিল একটাই। শুরু থেকে যতটা সম্ভব বেশি রান তুলে নেওয়া। আর সেই লক্ষ্যেই তারা এগোতে থাকে। দলের ওপেনার সাদিকুল্লা অটল ৫২ বলে ৭৩ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। ৬ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন তিনি। অন্যদিকে, আজমতউল্লাহ ওমরজাই ২১ বলে ৫৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেললেন। তিনি আবার ২ চার এবং ৫ ছক্কা হাঁকিয়েছেন। ২০ ওভারে আফগানরা ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান করে। হংকংয়ের হয়ে দুটো করে উইকেট শিকার করেছেন আয়ুশ শুক্লা এবং কিঞ্চিত শাহ। এছাড়া একটি করে উইকেট নেন আতিক ইকবাল এবং এহসান খান।

Advertisment

Suryakumar Yadav: পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি, 'ছাড়বে না ভারত', জানিয়ে দিলেন সূর্য

শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে হংকং

জয়ের জন্য ১৮৯ রান তাড়া করতে নামে হংকং। কিন্তু, শুরু থেকেই তাদের মধ্যে সেই মানসিকতা দেখতে পাওয়া যায়নি। নিজাকত খান (০) এবং কলহন চাল্লু (৪) তো রান আউট হয়েই প্যাভিলিয়নে ফিরে গেলেন। দলের বাকি ব্যাটাররাও সেভাবে নজর কাড়তে পারেননি। সর্বাধিক ৩৯ রান করলেন বাবর হায়াত। শেষপর্যন্ত তারা ৯ উইকেট হারিয়ে ৯৪ রান করতে পেরেছে।

Asia Cup 2025: প্রথমবার এশিয়া কাপ খেলতে নামছেন ভারতের ৭ ক্রিকেটার! পাঁচ নম্বরে রয়েছে টিম ইন্ডিয়ার তারকা

মহম্মদ আমির, ভুবনেশ্বর কুমার এবং শাহনওয়াজের পর চতুর্থ বোলার হিসেবে অনন্য রেকর্ড কায়েম করলেন হংকংয়ের বোলার আতিক ইকবাল। এখনও পর্যন্ত পাকিস্তান ২ জন এবং ভারতের মাত্র একজন বোলারই এই রেকর্ড কায়েম করতে পেরেছেন। ২০১৬ সালে টি-২০ এশিয়া কাপে পাকিস্তানের মহম্মদ আমির সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে মীরপুরে এক উইকেট শিকার করেন। কিন্তু, কোনও রান তিনি দেননি। এরপর ওই একই বছর ভারতের ভুবনেশ্বর কুমারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছিলেন। এরপর ২০২২ সালে টি-২০ এশিয়া কাপে পাকিস্তানের বোলার শাহনাওয়াজ দাহানিও হংকংয়ের বিরুদ্ধে পাওয়ারপ্লে চলাকালীন উইকেট শিকার করেন এবং কোনও রান দেননি।

Asia Cup 2025 Live Streaming: কীভাবে লাইভ দেখবেন ২০২৫ এশিয়া কাপ? টিভি এবং মোবাইলের জন্য সহজ উপায়

ইতিহাস লিখলেন আতিক ইকবাল

এবার এই তালিকায় নাম উঠে এল হংকংয়ের পেস তারকা আতিক ইকবালেরও। পাওয়ার প্লে চলাকালীন তিনি ইব্রাহিম জাদরানের উইকেট শিকার করলেও কোনও রান দেননি। এশিয়া কাপ সবেমাত্র শুরু হয়েছে। আর প্রথম ম্য়াচেই দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন আতিক। আশা করা হচ্ছে, আগামীদিনে তাঁর পারফরম্য়ান্স আরও শানিত হবে।

Asia Cup 2025 Afghanistan Cricket Team