/indian-express-bangla/media/media_files/2025/08/05/indian-cricket-team-1-2025-08-05-18-20-32.jpg)
এশিয়া কাপ খেলতে প্রস্তুত ভারতীয় ক্রিকেট দল
Asia Cup 2025: হাতে আর একেবারেই বেশি সময় বাকি নেই। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ। এবারের এই মহাদেশীয় টুর্নামেন্ট টি-২০ ফরম্য়াটে আয়োজন করা হচ্ছে। কিন্তু, ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কোথায় দেখা যাবে এই এশিয়া কাপ টুর্নামেন্ট? তার থেকেও বড় কথা, আদৌ কি ফ্রি'তে এই টুর্নামেন্ট দেখা যাবে? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
Asia Cup 2025 Timing: বদলে গেল ২০২৫ এশিয়া কাপের সময়! না জানলে চরম মিস
কবে-কার বিরুদ্ধে খেলতে নামবে ভারত?
আসন্ন এশিয়া কাপ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) অভিযান শুরু করবে। প্রথম ম্য়াচেই তারা খেলতে নামবে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। তবে আগামী ১৪ তারিখ রয়েছে মহারণ। ভারত বনাম পাকিস্তান ম্য়াচের আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। গ্রুপ পর্বের শেষ ম্য়াচটি ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া।
Asia Cup 2025: এশিয়া কাপের আগে টিম ইন্ডিয়াকে নিয়ে বড় খবর, তুলকালাম চারদিকে
কোথায় দেখা যাবে এশিয়া কাপ টুর্নামেন্ট?
যাইহোক, এবার আসল কথায় আসা যাক। ভারতের সিংহভাগ ক্রিকেট সমর্থক যে এই টুর্নামেন্ট টেলিভিশন কিংবা ওটিটি-র পর্দাতেই উপভোগ করবেন, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। এই পরিস্থিতিতে কোথায় দেখা যাবে ২০২৫ এশিয়া কাপ টুর্নামেন্ট? ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, এই টুর্নামেন্টের লাইভ টেলিকাস্ট আপনারা সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন। এর পাশাপাশি প্রত্যেকটা ম্যাচের লাইভ স্ট্রিমিং অ্যাপ আপনারা সোনি লিভ (Sony LIV) অ্যাপে উপভোগ করতে পারবেন।
Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপের আগে বড় ধাক্কা, মাথায় হাত টিম ইন্ডিয়ার
ফ্রি'তে এই টুর্নামেন্ট দেখা যাবে?
কিন্তু, আপনারা কি ফ্রি'তে এই টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন? উত্তরটা হল, না। কারণ আইসিসি-র যাবতীয় টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ত্ব জিও হটস্টারের কাছে রয়েছে। সেক্ষেত্রে আপনারা জিও কানেকশন রিচার্জ করলেই বিনামূল্যে ২০২৪ টি-২০ বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ দেখার সুযোগ পেয়েছেন। কিন্তু, এশিয়া কাপ আয়োজনের দায়িত্বে রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেক্ষেত্রে ACC-র সম্প্রচার স্বত্ত্ব জিও-র কাছে নেই। এটা পুরোপুরি সোনি নেটওয়ার্কের হাতে রয়েছে। ফলে আসন্ন এশিয়া কাপ দেখতে গেলে আপনাকে একটা মোটা অঙ্কের রিচার্জ করাতেই হবে।
Asia Cup 2025: এশিয়া কাপের আগে বাতিল Dream 11-এর চুক্তি! কত টাকা লোকসানের মুখে পড়বে টিম ইন্ডিয়া?
কত টাকা খরচ হবে?
সোনি লিভ অ্যাপে তিন ধরনের সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে। শুধুমাত্র মোবাইল ফোনের জন্য আপনি বছরে ৬৯৯ টাকার (এককালীন) রিচার্জ করাতে পারেন। এছাড়া রয়েছে লিভ প্রিমিয়াম। সেক্ষেত্রে আপনি দুটো ডিভাইসে (টেলিভিশন + মোবাইল) একসঙ্গে খেলা দেখতে পাবেন। খরচ পড়বে মাসিক ৩৯৯ টাকা। আর একটা রয়েছে লিভ প্রিমিয়ামের বার্ষিক সাবক্রিপশন। সেক্ষেত্রে আপনাকে বছরে ১,৪৯৯ টাকা (এককালীন) খরচ করতে হবে।
২০২৫ এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়া আপাতত শেষপর্যায়ের প্রস্তুতি সারছে। ইতিমধ্যে ১৫ সদস্যের ভারতীয় ক্রিকেট স্কোয়াড ঘোষণা করা হয়ে গিয়েছে। যেহেতু এবারের এশিয়া কাপ টি-২০ ফরম্য়াটে আয়োজন করা হচ্ছে, সেকারণে রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলবেন না। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। এর পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে শুভমান গিলকে।