/indian-express-bangla/media/media_files/2025/10/01/mohsin-naqvi-2-2025-10-01-22-04-47.jpg)
আমিরাত বোর্ডের হাতে ট্রফি তুলে দিলেন মহসিন নকভি
Mohsin Naqvi : অবশেষে নিজেদের পরাজয় স্বীকার করল পাকিস্তান এবং পিসিবি। এবার এশিয়া কাপ গ্রহণ করতে আর কোনও সমস্যা থাকবে না। গত কয়েকদিন ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ড ট্রফির হতান্তর নিয়ে যে অনড় মনোভাব দেখাচ্ছিল, শেষপর্যন্ত যাবতীয় দাদাগিরি ধুলোয় মিশে গিয়েছে। জানা গিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে ট্রফি আমিরাত ক্রিকেট বোর্ডের হাতে তুলে দেওয়া হয়েছে। শীঘ্রই তা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের হাতে হস্তান্তর করা হবে। গত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল (Asia Cup 2025 Final) ম্য়াচে পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে ৫ উইকেটে জয়লাভ করেছিল টিম ইন্ডিয়া।
লজ্জার মাথা খেয়ে মঞ্চে দাঁড়িয়েছিলেন নকভি
এই টুর্নামেন্টে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল একেবারে অপরাজেয় থেকে এশিয়া কাপ জিততে পেরেছে। কিন্তু, ট্রফি দেওয়ার সময় মঞ্চে এসে উপস্থিত হন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। উল্লেখ্য, মহসিন আপাতত এসিসি অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদেও রয়েছেন। আর সেকারণেই তিনি ভারতীয় ক্রিকেট দলের হাতে ট্রফি তুলে দিতে এসেছিলেন। কিন্তু, টিম ইন্ডিয়ার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে মহসিনের হাত থেকে ট্রফি নেবেন না ক্রিকেটাররা। এই কথা শোনার পরও মহসিন লজ্জার মাথা খেয়ে মঞ্চে দাঁড়িয়েছিলেন। পরে তিনি ট্রফি নিয়ে হোটেলে ফিরে যান। এরপরই যাবতীয় ঝামেলার সূত্রপাত।
চূড়ান্ত সমালোচনার শিকার হন মহসিন নকভি
গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিং হয়। সেখানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ( BCCI) প্রতিনিধি হিসেবে রাজীব শুক্লা এবং আশিষ সেলার উপস্থিত ছিলেন। তাঁরা দুজনেই মহসিন নকভির এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেন। সঙ্গে একথাও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এই ট্রফির উপর একমাত্র অধিকার ভারতেরই রয়েছে। সেকারণে যত তাড়াতাড়ি সম্ভব, সেটা যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্যে ট্রফি ফেরানোর যাবতীয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিসিসিআই। তাও যদি সোজা আঙুলে ঘি না ওঠে, সেক্ষেত্রে আইসিসি-র কাছে অভিযোগ জানানো হবে।
পাকিস্তানকে একেবারে ধরাশায়ী করেছে টিম ইন্ডিয়া
ইতিমধ্যে কিছুক্ষণ আগেই খবর পাওয়া গিয়েছে যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে এই ট্রফি আমিরাত ক্রিকেট বোর্ডের হাতে তুলে দেওয়া হয়েছে। এবার এটা ভারতকে দেওয়া হবে। ভারতীয় ক্রিকেট দল শুধুমাত্র এটুকুই দাবি করেছিল যে তারা মহসিনের হাত থেকে ট্রফিটা নেবে না। যদি এই কাজটা গত ২৮ সেপ্টেম্বরই এসিসি করে দিল, তাহলে ঝামেলা এতদুর গড়াতই না। তবে শেষপর্যন্ত ভারত যেটা চেয়েছিল, সেটাই করতে বাধ্য হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেইসঙ্গে রণনীতির মঞ্চেও পাকিস্তানকে একেবারে ধরাশায়ী করে দিল ভারত।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us