Atal Bihari Vajpayee: ২০০৪ সাল, পাকিস্তান সফর! সৌরভকে কী বলেছিলেন প্রধানমন্ত্রী বাজপেয়ি?

Atal Bihari Vajpayee: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির পরিচয় একজন দুঁদে রাজনৈতিক ব্যক্তিত্ব বললে বোধহয় ভুল হবে। একাধিক শিল্পকলায় তাঁর ছিল সমান আগ্রহ।

Atal Bihari Vajpayee: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির পরিচয় একজন দুঁদে রাজনৈতিক ব্যক্তিত্ব বললে বোধহয় ভুল হবে। একাধিক শিল্পকলায় তাঁর ছিল সমান আগ্রহ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly with Atal Vihari Vajpayee

পাকিস্তান সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিম ইন্ডিয়ার

Sourav Ganguly: শনিবার (১৬ অগাস্ট) ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির (Atal Bihari Vajpayee) সপ্তম মৃত্যুবার্ষিকী পালন করা হল। বাজপেয়ির পরিচয় একজন দুঁদে রাজনৈতিক ব্যক্তিত্ব বললে বোধহয় ভুল হবে। একাধিক শিল্পকলায় তাঁর ছিল সমান আগ্রহ। কবিতা পাঠ, গান, লেখালিখি -- একাধিক বিষয়ে তিনি ছিলেন সমান পারদর্শী। আর সেইসঙ্গে ছিল খেলাধুলোর প্রতি অমোঘ আকর্ষণ। সালটা ছিল ২০০৪। ক্রিকেট খেলাকে 'ট্রাম্প কার্ড' করে ভারত-পাকিস্তানের (India vs Pakistan) রাজনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের একটা আপ্রাণ চেষ্টা করেছিলেন।\

সৌরভের নেতৃত্বে পাকিস্তান সফরে গিয়েছিল টিম ইন্ডিয়া

Advertisment

সেইসময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর নেতৃত্বেই পাকিস্তান সফরে যাচ্ছিল টিম ইন্ডিয়া। তো, পাকিস্তানের উদ্দেশে রওনা দেওয়ার আগে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির সঙ্গে গোটা ভারতীয় ক্রিকেট দল দেখা করে। একেবারেই সৌজন্যমূলক সাক্ষাৎ।

Irfan Pathan: 'কবে থেকে আমার বাপ হলি...?' পাঠানের এক ধমকেই শায়েস্তা হয়েছিলেন আফ্রিদি

Advertisment

কিন্তু, এই একটা সাক্ষাতেই বাজপেয়ি টিম ইন্ডিয়াকে এমন 'গুরুমন্ত্র' দিয়েছিলেন, যা আজও প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে রয়েছে। অটল বিহারী বাজপেয়ি একটি ক্রিকেট ব্যাটে টিম ইন্ডিয়ার জন্য 'বিশেষ বার্তা' লিখেছিলেন। লেখা ছিল, 'শুধুমাত্র খেলাই নয়, হৃদয়ও জিতে এসো। শুভেচ্ছা রইল!'

Atal Bihari Vajpayee: অটলবিহারী বাজপেয়ীর লেখা কবিতা থেকে ৫টি লাইন, যা ফিরিয়ে দেবে আপনার আত্মবিশ্বাস!

এরপর ভারতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে অটল বিহারী বাজপেয়িকে একটি ব্যাট উপহার দেওয়া হয়। সেখানে টিম ইন্ডিয়ার প্রত্যেক ক্রিকেটার অটোগ্রাফ দিয়েছিলেন। সেইবার পাকিস্তান সফরে টিম ইন্ডিয়া যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিল। পাঁচ ম্য়াচের ওয়ানডে সিরিজে ভারত ৩-২ ব্যবধানে জয়লাভ করে। অন্যদিকে, টেস্ট সিরিজও ২-১ ব্যবধানে জিতেছিল।

India vs Pakistan in Asia Cup: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে বড় আপডেট! শুনলে চমকে উঠবেন

আজ হয়ত পাকিস্তান তার ন্যক্কারজনক আচরণের কারণে ভারতের হৃদয় থেকে মুছে গিয়েছে। তবে দুটো দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের আপ্রাণ চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী বাজপেয়ি।

Sourav Ganguly Atal Bihari Vajpayee India vs Pakistan