Advertisment

সন্দেশহীন বাগানে মুশকিল আসান ক্যাপ্টেন কৃষ্ণ! এএফসি-র শুরুতেই সবুজ মেরুন ম্যাজিক

এএফসি কাপে এটিকে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি। সেখানেই জোড়া গোলে জয় সবুজ মেরুনের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এটিকে মোহনবাগান: ২ (রয় কৃষ্ণ, শুভাশিস বোস)
বেঙ্গালুরু এফসি: ০

Advertisment

সন্দেশ জিংঘান নেই। তবে এএফসি কাপের গ্রুপ-ডি'র শুরুর ম্যাচে বেঙ্গালুরু এফসিকে হারাতে কোনও সমস্যাই হল না এটিকে মোহনবাগানের। দাপটে খেলে ২-০ জয় ছিনিয়ে নিল সবুজ মেরুন বাহিনী। বুধবার মালদ্বীপ ন্যাশনাল স্টেডিয়ামে দুই অর্ধে সাত মিনিটের ব্যবধানে জোড়া গোল এল রয় কৃষ্ণ এবং শুভাশিস বোসের পা থেকে।

শুভাশিসের হেডে ফ্লিক করে ৩৯ মিনিটে মোহনবাগানকও প্ৰথম এগিয়ে দেন ক্যাপ্টেন কৃষ্ণ। এর পরে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই বক্সের বটম কর্ণার থেকে ব্যবধান বাড়ান শুভাশিস।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে হিট, এটিকেতে ফ্লপ ওয়েস্টউড ফের একবার ভারতে! তারকাখচিত দলের দায়িত্বে

Advertisment

বল পজেশনে অনেক এগিয়ে ছিল বেঙ্গালুরু এফসি। তবে ফাইনাল থার্ডে কার্যত নখদন্তহীন হয়ে পড়ছিলেন মার্কো পিজ্জাওলির ছেলেরা। ক্রোয়েশিয়ান ফার্স্ট ডিভিশনের ক্লাব এইচএনকে শিবেনিকে খেলতে ইউরোপে পাড়ি দিয়েছেন এটিকের তারকা ডিফেন্ডার সন্দেশ জিংঘান। সেই ফায়দা অবশ্য তুলতে ব্যর্থ সুনীল ছেত্রীরা।

চলতি ট্রান্সফার উইন্ডো পুরোদস্তুর কাজে লাগিয়েছে এটিকে মোহনবাগান। মুম্বই সিটি এফসি থেকে সই করানো হয়েছিল হুগো বৌমাসকে। তাঁকে এদিন প্ৰথম একাদশে রেখেই দল সাজান কোচ হাবাস। অন্যদিকে ট্রান্সফার উইন্ডোতে সই করানো দীপক টাংরি, অমরিন্দর সিংকেও বেঙ্গালুরুর বিরুদ্ধে নামিয়ে দিয়েছিলেন কোচ হাবাস। লিস্টন কোলাসো, আশুতোষ মেহতা, বিদ্যানন্দ সিংদের মত তারকাদের অবশ্য প্রথম ম্যাচে নামাননি কোচ।

আরো পড়ুন: হাবাসের ISL চ্যাম্পিয়নকে তুলে ঝটকা বেঙ্গালুরুর! চার মরশুম পর কলকাতা ছাড়লেন তারকা

এদিন সুনীল ছেত্রীদের হারের অর্থ ২০১৯ এর পর থেকে এটিকেএমবি এখনও পর্যন্ত বেঙ্গালুরুর বিরুদ্ধে অপরাজেয়। সুনীল ছেত্রী গোটা ম্যাচে নিষ্প্রভ রইলেন। শেষ পর্যন্ত বেঙ্গালুরুর জার্মান কোচ সুনীলকে তুলে নিলেন ৬৯ মিনিটে। নামলেন লিওন অগাস্টিনকে।

আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে টুর্নামেন্টে সরাসরি খেলছে সবুজ মেরুন ব্রিগেড। অন্যদিকে, বেঙ্গালুরুকে কোয়ালিফাইং রাউন্ডের বাধা পেরোতে হয়েছে। কয়েক দিন আগে ঈগলস এফসিকও হারিয়েই এটিকেএমবির বিরুদ্ধে নামার ছাড়পত্র পায় নীল জার্সির দল। শনিবার এটিকেএমবি মাজিয়া এফসির মুখোমুখি হবে। সেইদিনই বেঙ্গালুরু এফসি এবার খেলবে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। চারটে গ্রুপের চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

আরো পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে খেলা ট্রিকভস্কির সঙ্গে ATKMB-র আলোচনা জমলই না! কেন এলেন না সুপারস্টার

এটিকে মোহনবাগান একাদশ:
অমরিন্দর সিং, প্রীতম কোটাল, কার্ল ম্যাকহিউ, সুমিত, শুভাশিস বোস, দীপক টাংরি, লেনি রদ্রিগেজ, হুগো বৌমাস, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণ, মনবীর সিং

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

atk-mohun-bagan Bengaluru FC ATK Indian Football Sports News
Advertisment