Australian Cricketer Death: বিশ্ব ক্রিকেটে বিরাট দুঃসংবাদ শোকে কাতর, ঘাড়ে বল লাগতেই সব শেষ

Australian Cricketer Death: বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সাত-সকালেই ক্রিকেট বিশ্বে ভেঙে পড়ল শোকের পাহাড়। অস্ট্রেলিয়ার এক ১৭ বছর বয়সি ক্রিকেটার টি-২০ ম্য়াচ খেলতে নামার আগে অনুশীলন করছিল। সেইসময় তার মাথায় আচমকা বল লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে।

Australian Cricketer Death: বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সাত-সকালেই ক্রিকেট বিশ্বে ভেঙে পড়ল শোকের পাহাড়। অস্ট্রেলিয়ার এক ১৭ বছর বয়সি ক্রিকেটার টি-২০ ম্য়াচ খেলতে নামার আগে অনুশীলন করছিল। সেইসময় তার মাথায় আচমকা বল লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে।

author-image
Koushik Biswas
New Update
Ben Austin (1)

প্রয়াত অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার বেন অস্টিন

Cricketer Death: বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সাত-সকালেই ক্রিকেট বিশ্বে ভেঙে পড়ল শোকের পাহাড়। অস্ট্রেলিয়ার এক ১৭ বছর বয়সি ক্রিকেটার টি-২০ ম্য়াচ খেলতে নামার আগে অনুশীলন করছিল। সেইসময় তার মাথায় আচমকা বল লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। তবে হাসপাতালের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এই তরুণ ক্রিকেটার মারা গিয়েছে। প্রায় ১০ বছর পর অস্ট্রেলিয়ায় আরও একবার ফিল হিউজের (Phil Hughes) স্মৃতি ফিরে এল। মাথায় হেলমেট থাকা সত্ত্বেও ১৭ বছর বয়সি বেন অস্টিনের (Ben Austin) ঘাড়ে এসে বলটা লাগে। এরপরই সে কার্যত কোমায় চলে গিয়েছিল।

Advertisment

Indian Cricketer Death: শেষ বল করতেই হার্ট অ্যাটাক! মাঠেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে শোকবার্তা

ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাবের হয়ে খেলত বেন অস্টিন। একটা টি-২০ ম্য়াচ খেলতে নামার আগে সে অনুশীলন করছিল। ঠিক সেইসময় একটি সাইড আর্ম ডেলিভারি তার ঘাড়ে এসে লাগে। মাথায় হেলমেট থাকা সত্ত্বেও এই দুর্ঘটনাটি ঘটে যায়। চোট লাগার পর মাঠে উপস্থিত চিকিৎসকরা দৌড়ে আসেন। এরপর তাকে মোনাশ মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

Advertisment

Cricketer Death: লক্ষ্মীপুজোয় নামল শোকের ছায়া, চিরনিদ্রার দেশে পাড়ি বিশ্বকাপজয়ী ক্রিকেটারের

এই ঘটনার পরই বেনের শারীরিক অবস্থার অবনতি শুরু হয়ে যায়। ভিক্টোরিয়ার ক্রিকেট প্রেসিডেন্ট নিক কামিন্স সবার আগে এই খবরটি জানান। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) সভাপতি মাইক বিয়ার্ড বলেন, 'এমন কিছু দিন আপনার জীবনে আসে, যখন হৃদয় চুরমার হয়ে যায়। আজ তেমনই একটা দিন। ক্রিকেট এমন একটা খেলা, যেটা অনেককে এক সুতোয় বেঁধে রাখে।'

Ben Austin

বেন অস্টিনের মৃত্যুতে ক্লাবের পক্ষ থেকেও শোকজ্ঞাপন

বেন অস্টিন শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর তাঁর ক্লাবের পক্ষ থেকে একটি ফেসবুক পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'বেনের আচমকা মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। এই খবরটি আমাদের ক্রিকেট সম্প্রদায়ের প্রত্যেককে শোকস্তব্ধ করে দিয়েছে। ওর পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।'

Cricketer Death: মর্মান্তিক! ছক্কা হাঁকিয়েই সব শেষ, মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণ ক্রিকেটার

ওই শোকবার্তায় আরও যোগ করা হয়েছে, 'বেন সবাইকে যথেষ্ট আনন্দ দিয়েছে। এই কঠিন সময়ে আমরা ওর পরিবারের গোপনীয়তাকে সম্মান জানাতে চাই। পাশাপাশি আপনাদের সহযোগিতাও একান্ত কাম্য। ঈশ্বর ওর আত্মাকে শান্তি দিক।'

Ben Austin Phil Hughes Cricketer Death Cricket Australia