/indian-express-bangla/media/media_files/2025/10/13/cricketer-death-4-2025-10-13-11-37-49.jpg)
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন স্থানীয় এক ভারতীয় ক্রিকেটার
Crikcketer Death: খেলা চলাকালীন কোনও ক্রিকেটারের মৃত্যু বরাবরই যথেষ্ট বেদনাদায়ক। এবার সেই তালিকায় যুক্ত হল উত্তর প্রদেশ জেলার মোরাদাবাদের নাম। প্রসঙ্গত, মোরাদাবাদের বিলারি ব্লকে একটি ক্রিকেট ম্য়াচের আয়োজন করা হয়েছিল। কিন্তু, ম্যাচের মাঝপথেই আচমকা যাবতীয় আনন্দ শোকের আবহে রূপান্তরিত হল। শেষ বলটা করতে না করতেই হৃদরোগে আক্রান্ত হলেন স্থানীয় এক বোলার। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ওই বোলারের মৃত্যুর পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা সিপিআর দিয়ে ওই ক্রিকেটারকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। শারীরিক অবস্থা উন্নতি না হওয়ার কারণে তাঁকে স্থানীয় হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Cricketer Death: লক্ষ্মীপুজোয় নামল শোকের ছায়া, চিরনিদ্রার দেশে পাড়ি বিশ্বকাপজয়ী ক্রিকেটারের
মোরাদাবাদ এবং সম্বলের মধ্যে আয়োজন করা হয়েছিল ম্য়াচ
উত্তর প্রদেশ ভেটারেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। খেলতে নেমেছিল মোরাদাবাদ এবং সম্বল। এই ম্য়াচে জয়লাভ করার জন্য সম্বলকে শেষ ৪ বলে ১৪ রান করতে হত। আর বল ছিল আহমর খানের হাতে। বাঁ-হাতি পেস বোলার আহমর খান এই ওভারে মাত্র ১১ রান দেন। আর সেকারণেই মোরাদাবাদ শেষপর্যন্ত জয়লাভ করে। কিন্তু, এই জয়ের আনন্দ চোখের নিমেষেই শোকের আবহে রূপান্তরিত হয়।
ওভারের শেষ বলটা করতে না করতেই আহমর খান শারীরিক অস্বস্তি অনুভব করতে শুরু করেন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে বসে পড়েন। কিছুক্ষণের মধ্যে উইকেটের উপরই শুয়ে পড়েন তিনি। এই দৃশ্য দেখে উপস্থিত সকলেই কার্যত ঘাবড়ে যান। তাঁরা আহমর খানকে সামলাতে শুরু করেন। এরপর উইকেটের উপরই আহমর খানকে সিপিআর দেওয়ার চেষ্টা করা হয়। এরপর সামান্য শারীরিক নড়াচড়া দেখা যায়। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা শেষপর্যন্ত আহমর খানকে মৃত বলে ঘোষণা করেন।
Cricketer Death: মর্মান্তিক! ছক্কা হাঁকিয়েই সব শেষ, মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণ ক্রিকেটার
এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় সপা বিধায়ক হাজি মহম্মদ ফাহিম ইরফান। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, মোরাদাবাদের একতা বিহারে থাকতেন আহমর খান। এই শোকবার্তা তাঁর পরিবারে পৌঁছতে না পৌঁছতেই কান্নায় ভেঙে সকলে কান্নায় ভেঙে পড়েন। এমনকী, গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। আহমর খানের পরিবারে তাঁর স্ত্রী, ২ সন্তান, এক ভাই এবং এক বোন রয়েছেন।